নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

''প্ল্যানার''

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫





মিডিয়া আয়োজিত অনুষ্ঠান-

'দৈনন্দিন ভিত্তিতে রাজনীতিবিদের সেরা লুলীয় উক্তি'

বিশ্বধর্ষক প্রকাশনীর প্রকাশিত গাইড-

'নারীর ভূষণ'

কোপাকোপি প্রোডাকশন এর ছবি-

'ছাত্র এখন সন্ত্রাসী'

ডলাডলি ম্যাচ সিরিজ-

'লীগ Vs. দল'

...মঞ্চে শিডিউলড করা আছে এই রকমের নানান খাবার-

দেশের ঐ হাঁ করে থাকা ন্যাংটা মানুষগুলোর জন্য;

যারা এসব গিলে, গিলছে এবং গিলবে।

গিলবে আর রিভিউ লিখবে। আবেগি হবে। আবেগি হয়ে

ভার্চুয়াল গালির মাহফিল করবে।

ঐসব মানুষগুলোকে দেবতা ভেবে আরও কিছু

'না ঘারকা না ঘাটকা' শ্রেণীর মানুষগুলো তাদের পূজো দিতে আসবে।

দেবতাদের ভার্চুয়াল নামগুলো বত্রিশপাটির দাঁতে চাবাতে চাবাতে ঘুমিয়ে যাবে।

সকাল হবে...আবার তারা মুখ না ধুয়েই-

অনুষ্ঠান, ছবি, ম্যাচ, গাইড নিয়ে গোগ্রাসে গিলতে থাকবে।

রিভিউ লিখবে, মাহফিল করবে, পূজো দিবে......ঘুমিয়ে যাবে, চক্রের ধাপে।



ঠিক ওদেরই মত আরেকদল মানুষ আছে। ভিন্নতা এই যে, তারা শুধু স্বপ্ন দ্যাখে। আর তা বাস্তবায়নের পথে হাঁটে।

তারা প্ল্যান করবে। তারা সবরকমের খ্যাতি, যশ, নাম, লোভ-লালসাকে গুপ্ত করে ফেলবে। ছড়িয়ে পড়বে তারা সাধারণের ভিড়ে। কেউ এই দেয়াল টপকাবে, নয়তো ঐ দেয়াল। দেয়াল ভেঙে তারা হই-হুল্লোড়ে ব্যস্ত থাকবে না। তারা দূরদর্শী, তারা প্ল্যানার।

ওরা যারা মঞ্চে পটু, তাদের দৌড় অতটুকুই।

ওরা যারা কথায় পটু, লেখায় পটু; তাদের দৌড় অতটুকুই।

ওরা যারা লাভার, লাইকার, সাবস্ক্রাইবার; তাদের দৌড় অতটুকুই। ওরা উত্তেজিত থাক, ব্যস্ত থাক মঞ্চ নিয়ে।



প্ল্যানাররা শুধু খোঁড়া দেশটাকে নীরবে দাঁড় করিয়ে দিক...!



''Don't follow the regular system, rather BE a system.''



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: সিস্টেম দীর্ঘস্থায়ী কোন কিছু না! তা ফলো করাই হোক আর "সিস্টেম" হওয়াই হোক!

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

পেন আর্নার বলেছেন: আপনার মতামত কি?

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

ফারাহ দিবা জামান বলেছেন: ...মঞ্চে শিডিউলড করা আছে এই রকমের নানান খাবার-
দেশের ঐ হাঁ করে থাকা ন্যাংটা মানুষগুলোর জন্য;
যারা এসব গিলে, গিলছে এবং গিলবে।==============

চরম সত্য।

ওরা যারা মঞ্চে পটু, তাদের দৌড় অতটুকুই।
ওরা যারা কথায় পটু, লেখায় পটু; তাদের দৌড় অতটুকুই।
ওরা যারা লাভার, লাইকার, সাবস্ক্রাইবার; তাদের দৌড় অতটুকুই। ওরা উত্তেজিত থাক, ব্যস্ত থাক মঞ্চ নিয়ে।

নিজে কি এ দলে আছি?
নিজের বিবেকের কাছে প্রশ্ন।
আমি আমাকেই করলাম।

প্ল্যানাররা শুধু খোঁড়া দেশটাকে নীরবে দাঁড় করিয়ে দিক...!

এই ভুমিকায় নিজেকে দেখতে বড্ড ইচ্ছে করে।


চমৎকার লেখা!!!

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

পেন আর্নার বলেছেন: ওদের দলে, ওদের ভিড়ে আমরাও আছি।
তবুও নিজেকে একটা পুশ দিতে লিখেছি।
প্ল্যানার হতে চাই।

'এই ভুমিকায় নিজেকে দেখতে বড্ড ইচ্ছে করে।' - তথাস্তু।

ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.