নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

শব্দ, কথা - বলতে চাওয়া

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

সব বিলিয়ে নিজেকে খালি করে দেয়া মানুষটি নিজের ভাগে যখন কিছু অবশিষ্ট পায় না, তখন সে বেঁচে থাকার মর্ম খুঁজে না। কিছু মানুষ নিত্যই নিজের অবিশ্বাসকে টিকিয়ে রাখতে অন্যের বিশ্বাসকে খুন করে। বিশ্বাসকে খুন হতে দেখার মত কষ্ট মনে হয় এই ত্রিলোকে আর জন্ম নেয়নি! সেই কষ্ট অনেক কিছুই বলতে চায়, চেয়েছে। তবুও মনের সে ঝড় মন থেকে বেড়িয়ে শুধু বিচ্ছিন্ন তরঙ্গকেই ছিন্ন করতে পেরেছে, চারদিকের হলুদ দেয়ালগুলোকেই কালো করতে পেরেছে। কত কিছু বলা বাকি থেকে যায়, বাকি থেকেই যাবে হয়ত! যাদের জন্য বাকি রাখা থাকে জমানো কথাগুলো, তারাও কখনো জানতে চায় না। রুমের বাইরে তাদের সাথে এক ক্ষুদ্র অন্ধকার জগতের দেয়াল। দরজার লকে প্যাঁচানো থাকে শত দ্বিধা আর প্রশ্ন। এক পা করি করি করে কখনো তবুও পা বাড়ানো হয়নি, বাড়ালেও বলা হয়নি কথাগুলো। তারাও জানতে চায়নি। সবাই ব্যস্ত। ব্যস্ত হয়েছিলাম তাই নিজেও। ফাঁকা স্বরগুলো আবেগ হারাতে বসে। ক্ষুদ্র জীবনে বুকের ভেতর আর কত কথা আটকে রাখা যায়! নিজের অস্থিরতাও পারেনি ব্যস্ততার যাত্রায় প্রিয়জনের অবসরকে জায়গা করে দিতে। ''এই রুমের বাইরে সমস্ত পৃথিবী একদিকে, আর ভেতরে আমার জীবনের সাথে কোন ঝড়ের সখ্যতা-শত্রুতা তা কে জানতে চেয়েছে! সবাই পরীক্ষার ফলাফল দেখতে আগ্রহী, কিন্তু জীবনের ছোট ছোট আরও গুরুত্বপূর্ণ অর্জনগুলোতে যে প্রচেষ্টা ছিল তা কেউ জানতেই চায়নি! শরীরের অসুখ থেকেও বড়, মনের মরণব্যাধিগুলো একেক অজুহাত নিয়ে বুকিং দিয়ে গেছে সময়ে-অসময়ে! কোনো ডাক্তার সেকথা প্রেসকিপ্সনে লেখেনি।'' দ্বিধাগুলোকে কেউ ভেঙে দেয়নি। শব্দগুলোকে কেউ মুক্তি দেয়নি। চেপে গিয়েছে সবাই, আমিও। শুধু শব্দবিহীন অশ্রুগুলো অভিমান নিয়ে ঘুরে এসেছিল মন-গহীনের সব লাল-অন্ধকার ঘর। অতীতের হাসিমুখে বারবার হতাশাকে মেরে ফেলতে যখন গিয়েছি- দেখেছি আমার বিষণ্ণতায় হারিয়েছি আমার আজ, আজকে ঘিরে নতুন জন্ম আর সুন্দর প্রত্যাশা। ব্যর্থতা নয়, অবিশ্বাস। কিছু অবিশ্বাস প্রতিনিয়ত আমার বিশ্বাসকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। আমি কাঁদিনি, প্রশ্ন রাখিনি। যে ঝড় থেমে যায় চোখের আড়ালেই, সে ঝড় আদৌ থামে কি? কে তার খবর রাখে! চলে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়। হারিয়ে যেতেও সময় লাগে। যারা বুঝতে চায়নি তাদের কাছে রাখা সব প্রত্যাশাই বিফল। নিজের গুরুত্ব মানুষ তখনও হারায় না যখন সে নিজেকে হারিয়ে ফেলে। বরং তার বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে যখন কারো সহযোগিতা থাকেনা, শব্দগুলোও মুখ ফিরাতে থাকে তখন মানুষ ডুবে যায় অন্ধকারে, নিশ্চিহ্ন করে দিতে চায় ফিরে আসবার সম্ভাব্য সব পথগুলো।



--কীসের দৈর্ঘ্যে জীবন মাপবে

ক্ষণিকের এই নিয়মগুলো?

কীসের সমঝোতায় বোধ নেবে

ব্যস্ত এই পুতুলের কারিগরেরা?

অনেক কথা ছিল, আছে- যা বলনি

ফিরিয়েও নিতে পারছি না!

তবুও জড়তাকে ভাঙতেই হয়

স্পন্দনের শব্দে,

তবুও অনিয়মকে হতেই হয়

নিয়মের অধীনে--



It's so loud inside my head

...I can't take back the words i never said..



তবুও, সবকিছুর পরও নিজেকে জাগাই, বলি-

আজ আমি না বাঁচতে জানলে

কাল অন্য কাউকে বাঁচতে শেখাতেও পারবো না!

''জড়তাকে ভাঙতেই হয় স্পন্দনের শব্দে... ''

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
সবকিছুর পরও নিজেকে জাগাই, বলি-
আজ আমি না বাঁচতে জানলে
কাল অন্য কাউকে বাঁচতে শেখাতেও পারবো না!


সহমত

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

পেন আর্নার বলেছেন: শুভকামনা অর্থব ভাই।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

আমিনুর রহমান বলেছেন: তবুও, সবকিছুর পরও নিজেকে জাগাই, বলি-
আজ আমি না বাঁচতে জানলে
কাল অন্য কাউকে বাঁচতে শেখাতেও পারবো না!
''জড়তাকে ভাঙতেই হয় স্পন্দনের শব্দে... ''


+++

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন?

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

লোনলিফাইটার বলেছেন: ;)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

পেন আর্নার বলেছেন: :)

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০০

ফারাহ দিবা জামান বলেছেন: কিছু অবিশ্বাস প্রতিনিয়ত আমার বিশ্বাসকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। আমি কাঁদিনি, প্রশ্ন রাখিনি। যে ঝড় থেমে যায় চোখের আড়ালেই, সে ঝড় আদৌ থামে কি? কে তার খবর রাখে! চলে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়। হারিয়ে যেতেও সময় লাগে------------------------

যে ঝড় চোখের আড়ালে থামে,
বড় কঠিন ঝড় তা।
গভীর কিছু সত্য কথা।
অনুভবতার গভীর প্রকাশ।
ভালো লাগল।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দিবা আপু। ভাল থাকবেন।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

সালমাহ্যাপী বলেছেন: তবুও, সবকিছুর পরও নিজেকে জাগাই, বলি-
আজ আমি না বাঁচতে জানলে
কাল অন্য কাউকে বাঁচতে শেখাতেও পারবো না!
''জড়তাকে ভাঙতেই হয় স্পন্দনের শব্দে... ''


সুন্দর

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

পেন আর্নার বলেছেন: থাঙ্কু সালমা আপি। :)

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন। :)

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)
অপ্রত্যাশিত!
ভাল থাকবেন।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

s r jony বলেছেন: সব বিলিয়ে নিজেকে খালি করে দেয়া মানুষটি নিজের ভাগে যখন কিছু অবশিষ্ট পায় না, তখন সে বেঁচে থাকার মর্ম খুঁজে না।

সহমত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

পেন আর্নার বলেছেন: আমার ব্লগে স্বাগতম ভাইয়া।
সেইসাথে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.