নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

ভারসাম্য

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৬

কেউ Amuse করতে ভালবাসে। কেউ Amused হতে ভালবাসে। আমি Amuse করতে পছন্দ করি, তাই এমন মানুষও পেয়ে যাই যারা Amused হতে চায়। পৃথিবীর সবকিছুতেই এরকম একটি ভারসাম্য রয়েছে, দেয়ার এবং নেয়ার। যদি রহস্যের অস্তিত্ব থেকে থাকে, তাহলে রহস্য ভালবাসে এমন মানুষও সৃষ্টি হয়েছে। যদি কেউ মিথ্যা বলে, তবে মিথ্যাকে গ্রহণ করার মানুষও আছে। সত্যও তাই। তাই না?

কেউ কম হলে তাকে ব্যালেন্স করে দেয় সে, যে মানুষটি অন্যের অভাবটাকে বহন করে। আমরা আমাদের ভেতরটাকে খুঁজে দেখার আগে, খুঁজি অন্যের ভেতরে কী আছে। নিজের ক্ষমতা এবং অভাব দুটোই জানা দরকার। তারপর দরকার সেগুলোকে সঠিক ভারসাম্যে প্রয়োগ করা, যা কিনা আমরা অনেকেই পারি না। বিশেষ করে আমি পারি না। আমি নিজেও মিথ্যে বলি, তাই আমার 'মিথ্যে' শোনারও মানুষ আছে অনেক।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

আরজু পনি বলেছেন:

অল্প কথায় কী দারুণ প্রকাশ !

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯

পেন আর্নার বলেছেন: কিছুই প্রকাশ করতে পারি নাই আপু। আপনি বুঝতে পেরেছেন, সেখানে আপনার সার্থকতা।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি নিজেও মিথ্যে বলি, তাই আমার 'মিথ্যে' শোনারও মানুষ আছে অনেক।[/su
এই লাইনটা অনেক পছন্দ হলো!!

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪১

পেন আর্নার বলেছেন: এরকমভাবে নিজের ব্যর্থতা কবুল করে একঅর্থে সেফ জোনে থাকার ব্যবস্থা করে নিলাম আর কি! :|
ভাল থাকুন ভাইয়া।

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৭

সায়েদা সোহেলী বলেছেন: হুম! ।নিজের ক্ষমতা অক্ষমতা দুই জানা থাকা প্রয়োজনীয় নতুবা জীবন চিন্তাচেতনাতে ভারসাম্য থাকে না :|

তবে মিথ্যা যে মিথ্যাই আপি! !

শুভকামনা

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৬

পেন আর্নার বলেছেন: মিথ্যার কোন অস্তিত্ব আমি খুঁজে পাই না। সত্যের মুখোমুখি দাঁড়াতে মিথ্যাকে (এর অস্তিত্বকে) বরং প্রমাণ দিতে হয়!

ভাল থাকুন আপু। শুভকামনা আপনাকেও।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: উপলব্ধি!

যদি রহস্যের অস্তিত্ব থেকে থাকে, তাহলে রহস্য ভালবাসে এমন মানুষও সৃষ্টি হয়েছে। রহস্য ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ঔৎসুক্য মানুষের সহজাত বৈশষ্ট্য; রহস্য এবং ঔৎসুক্য সমান্তরাল।


আমি নিজেও মিথ্যে বলি, তাই আমার 'মিথ্যে' শোনারও মানুষ আছে অনেক।
মিথ্যা দ্বারা যদি চাপাবাজি বুঝিয়ে থাকেন, তাহলে কথাটা ধর্তব্যের মধ্যে পড়ে, অন্যথায় নয়। মানুষ মিথ্যা বলতে পারে অনর্গল, কিন্তু অপরের মিথ্যা সহ্য করতে পারে না।

এ উপলব্ধিগুলো আপনার ব্যক্তিগত, যার অনেকগুলোই ত্রুটিপূর্ণ; ওগুলো সংশোধনের চেষ্টা করাই মঙ্গলজনক।

শুভ কামনা।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা আপনাকেও। ভাল থাকুন।

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনার মিথ্যা যারা শোনে তারা নিশ্চয়ই জি হুজুর শ্রেণির লোক।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩১

পেন আর্নার বলেছেন: কথা শোনা এক ব্যাপার, আর সেটাকে মানা অন্য ব্যাপার। জানিনা, তারা সত্যিই কী বিশ্বাস করে। আমি উপলব্ধি প্রকাশের ক্ষেত্রে সরলভাবেই আমার কথা বলি। আর 'মিথ্যে বলা'- হ্যাঁ, আমি মিথ্যে বলি। কিন্তু তা অন্যের অমঙ্গলের উদ্দেশ্যে নয়।

ভাল থাকবেন। শুভকামনা।

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: দারুণ বলেছেন !!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল বলছেন।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার আপনার ভাবনা।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

পেন আর্নার বলেছেন: আমার ভাবনাগুলো আধমরা।
ধন্য আমি আধমরা এইসব ভাবনাগুলোর সাথে থাকতে পেরে।

আপনাকে ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.