নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

আমি এক অলস আঁকিয়ে... |-)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৮

আঁকতাম ছোট্টবেলা হতেই। বাবা বলতেন, আমি আমার দাদুভাইয়ের হাত পেয়েছি। তিনি অসাধারণ স্কেচ করতেন! আমার মা ও একসময় খুব আঁকতেন। তাঁর আঁকা ছবিগুলো দেখে লোভ লাগতো। আম্মুর আঁকা ছবিগুলোর নকল করতাম! :#) কী করবো? এত কিউট কিউট ছবি দেখে আমার খুব ইচ্ছে হতো, আঁকা শিখি। কিন্তু শেখাটা একান্তভাবে নিজে নিজেই হয়ে উঠেছে। বলতে দ্বিধা নেই- observation was my gateway. সময় নিয়েছি। ছবি আঁকার আবেগটাকে অনুভব করেছি। মানুষের মুখকে খুব খেয়াল করেছি। এখনও খেয়াল করে চলছি সবকিছুকে। কোন ছবি আঁকার সময়ই বুঝেছি, পেন্সিলের এক একটি আঁচড়ের কী মানে। তখন ভয়ও পেয়েছি, ছবি যেন নিখুঁত না হয়ে যায় আবার! কারন, বিধাতা অতুলনীয়। তিনি কত সুন্দর করে জগতটাকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টিকে আমি আকর্বষণশতই পেন্সিল কিনবা তুলিতে তুলে আনছি। আমি কি তাঁর মত পারবো কখনও! পারতেও চাই না।

কিন্তু হ্যাঁ, আঁকতেও যে ভালবাসি। তাই আঁকা থামাই না!



ছোটবেলায় আঁকা অনেক ছবি কোথায় কোথায় যেন হারিয়ে গেছে! খুঁজলে পাবো হয়ত। যাই হোক, হাতের কাছে যা আছে সেগুলোই শেয়ার করছি।



কম্পিউটারে আঁকা (ডিজি পেইন্ট):



১.





বয়স তখন হবে ১৬, এইটা এঁকেছিলাম। এই ছবিটায় নারিকেল গাছের পাতাগুলো আমার ভীষণ প্রিয়। তখন অত ধৈর্য নিয়েও আঁকা হয়নি। নাহলে, পাতাগুলো আরও ভাল করে আঁকা যেত।



২.





আগ্রহবশত এটা আঁকা শুরু করেছিলাম, কিন্তু আলসেমিবশত শেষ করিনি। /:)



৩.





কে জানি বকেছিল আমায়। তখন আঁকা :P



৪.





ছবিটা আমার খুব পছন্দের। এক বন্ধুর জন্য এঁকেছিলাম। হয়ত একটু উদাসী হয়ে ছিলাম, তাই ছবিতে 'বধূ' টা দেখতে এরকম। ছবিটার নাম- 'নব'



৫.





ইনি কে?

বলবো না। আরও একটা প্রিয় ছবি। যতবার দেখি, মজা লাগে! ;)





ক্যারেক্টার:



১.





'Death Note' নামে একটা Manga (কমিক) সিরিজ আছে, জানবেন হয়ত অনেকেই। সেই সিরিজের একটি ক্যারেক্টার 'L'. ওর চরিত্রটি একজন সুপার-ডুপার ডিটেক্টিভের যা আমার বেসম্ভব পছন্দের! এটা আঁকার ট্রাই করেছিলাম ফটোশপে। এটাই প্রথম এবং এটাই শেষ ট্রাই।



২.





Manga সিরিজ 'Naruto' এর ক্যারেক্টার 'Hinata', এক বন্ধুর মুখে যার চরিত্রের গুণাগুণ শুনতে শুনতে প্রেমে পড়েছিলাম! সিরিজগুলো যদিও দেখা হয়নি।



৩.





Manga সিরিজ 'Bleach' এর ক্যারেক্টার 'Ulquiorra', ওর চরিত্র সেখানে একজন ভিলেনের। সিরিজটাতে অনেক ভিলেন আছে, তার মধ্যে Ulquiorra অন্যতম। ওকে কেন ভাল লাগে তা এখনও জানিনা। জেনে যাবো হয়ত শীঘ্রই। তবে ওর মুখের এক্সপ্রেশনটা আমাকে দ্বিধায় বা কনফিউশনে ফেলে দেয়। এটাও ভাললাগার একটা কারন হতে পারে। এই ক্যারেক্টারটাকে দেখলে আমার একটা কথা মনে পড়ে- পৃথিবীর কোনকিছুকেই পুরোপুরি ভাল কিংবা পুরোপুরি খারাপ বলা যায় না।

সৃষ্টির মাঝে তৈরি করা ভারসামকে উপলব্ধি করতে পারলে বিধাতাকে চেনা যায়।





থিমেটিক:



১.





ছবিটি অনেক ঘোলা এসছে, দুঃখিত। এই ছবিটির মাধ্যমে নারীর স্বরূপ প্রকাশ করেছি। একজনের মাঝেই মানসিকভাবে-শারীরিকভাবে সুস্থ এবং নির্যাতিত নারীকে ফুটিয়ে তুলতে চেয়েছি। কোন রুপে একজন নারীকে দেখতে ভাল লাগে? প্রশ্ন থাকলো।

'নারী' সৃষ্টি রহস্যের মধ্যে অন্যতম এক রহস্য। এই রহস্যকে ভেদ করতে যাওয়া কোনো পাপ নয়, কিন্তু এই রহস্য ভেদ করতে গিয়ে তাকে নষ্ট করাটা পাপ।



২.





এই থিমটা সহজেই বোঝা যায়। ছবিটি যদিও খুব সাধারণ, কিন্তু আমি কল্পনা করতে পারি শুধু- '৭১ এর যুদ্ধে বিজয়ের পর স্বাধীন বাংলার রাস্তায় স্বাধীন দেশের পতাকা হাতে দৌড়ানটা কেমন হতে পারে! নাহ, এই অনন্য অনুভূতিটা এত সহজে বোঝা যায় না!



৩.





ছবিটার নাম - 'Hope'

নিজের ভাবনাকে এঁকেছি এখানে। যে যার মত বুঝে নিক।





ফ্যান্টাসি:



আমার ফ্যান্টাসি হলো সেসব ব্যাপার নিয়ে যা আমি কল্পনায় ভাবতে ভালবাসি, দেখতে ভালবাসি, এবং যেখানে আমি যেতে ভালবাসি।



১.





একটা পরী 8-|



২.





ছবিটার নাম- 'Alone'

জায়গাটা কাল্পনিক। একা যেতে ইচ্ছে করে এমন জায়গায়! :|

ও হ্যাঁ! এটা ক্যানভাসে আঁকা আমার প্রথম ছবি।



৩.





আরেকটা পরী।



৪.





উফ! এমন জায়গায় কবে যাবো!

আমার কল্পনা একটা পঁচা! X(( খালি খালি এসব ঘটের মধ্যে আনবে, আর আমি যাওয়ার জন্য কাঁদবো :((





(কিছু কিছু ছবি পেন্সিলে আঁকার পর এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করা হয়েছে)



To be continued...

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :| :|

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

পেন আর্নার বলেছেন: আপনার এক্সপ্রেশন ইরাম ক্যানে ভাই? B:-)
আমার রিপলাই এক্সপ্রেশন কীরাম হপে বুঝতে পারছিনে তাই!

২| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৫

সায়েদা সোহেলী বলেছেন: তিন নং ছবিটা কিন্তু দুর্দান্ত হয়েছে! !!

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সোহেলী আপি! কিন্তু কোন ক্যাটাগরির তিন নং? =p~
জানাবেন :)

৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: পেন আর্নার,

আঁকার ইচ্ছেটাকে ধরে রাখুন । ছবি আঁকার মতো প্রশান্তি আর নেই । সবকিছু ভুলে থাকা যায় ।
আপনার স্কেচ ভালো । স্কেচ এ হাত খুলুন আরো । আঁকতে আঁকতে হাত খুলবে । বুঝতেই তো পারছেন এক একটি পেন্সিলের টান কি প্রচন্ড শক্তি ধরে ।
শুধু কম্পিউটারে নয় , কাগজে বা ক্যানভাসে আঁকুন । দেখবেন আরো ভালো লাগছে ।

ভালো থাকুন ।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

পেন আর্নার বলেছেন: :) আপনাকে ধন্যবাদ ভাইয়া। ধরে রাখবো। আমি সেগুলো ধরেই রাখি যেগুলোতে আমি শান্তি খুঁজে পাই। ভাল থাকুন।

শুভকামনা।

৪| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

আরজু পনি বলেছেন:

আপনাকে অনুসরনে নিয়ে বেশ ভালো একটা কাজ করেছি ।

দারুণ গুনের তো আপনি !

ভালো লাগা রইল ।।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১

পেন আর্নার বলেছেন: সত্যি কথা বলতে কি আরজুপু আপনি আমার ব্লগে আসায় খুবই অবাক হয়েছি। ব্লগিং শুরু করেছি বেশিদিন হয়নি কিন্তু আপনাকে চিনি আগে থেকেই :)

আপনাকে অনেক ধন্যবাদ আপি। আমাকে তুমি করেই বলবেন। আমি এখনও পিচ্চি! ভাল থাকুন খুব।

৫| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আরিব্বাপস! সিরাম আকিয়ে আপনি। ৫ নংটা কেডা বুঝছি :P
আঁকতে থাকেন, থাইমেন না। :)

আমার একটা স্কেচ আইকা দিতে হবে কইলাম ;)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

পেন আর্নার বলেছেন: লোল! আঁকতে আমার ভালই লাগে কিন্তু কেউ যখন বলে 'এঁকে দে', আমি বলি- ছাইড়ে দে বাপ কাইন্দে বাঁচি! আমাকে বলে বলে আঁকানো যায় না! B-))

হেহে! আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
এঁকে দিবো ;)
ভাল থাকুন।

৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক সুন্দর।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০১

পেন আর্নার বলেছেন: :) থাঙ্কু স্বর্ণাপু। শুভকামনা। ভাল থাকুন।

৭| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আপানর প্রতিভায় মুগ্ধ +++

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

পেন আর্নার বলেছেন: মুগ্ধতা প্রকাশ করতে নেই বলে! :-*

৮| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার আঁকা কিছু ছবি এত ভালো লাগলো যে আপনাকে অনুরসণ করতে বাধ্য হলাম। বুঝতেই পারছেন ছবিগুলো কত ভালো লেগেছে, আর হ্যাঁ, না জানিয়েই আপনাকে ইয়াহুতে এ্যাড করলাম। ছবি আকার ব্যাপারে যদি কিছুটা তালিম দিতেন ....

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩

পেন আর্নার বলেছেন: B:-) তালিম আর আমি!

অলস মানুষ বড় ভয়ানক! আপনার দেকচি সাহচ আচে B-))
হেহে!
অনেক ধন্যবাদ পাম্প দিবার জন্য!
স্বাগতম।

৯| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: কথাগুলো সত্যি পাম্প দেবার জন্য বলিনি রে ভাই। ছবি আঁকার একটা ইচ্ছে সবসময়ই মনের ভেতর ছিলো। কিন্তু পেন্সিল দেখলেই কেমন যেন হাতটা অবশ হয়ে আসে। আপনার ছবিগুলো দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি। "তালিম" শব্দটা ব্যবহার করাতে ভয় পেলেন? ভয় পাওয়ার কোন কারন নেই, গুরু বা শিক্ষক যে কেউই হতে পারে তাতে বয়সের কোন ব্যাপার বড় বলে আমার মনে হয়নি। বাকিটা আপনার ইচ্ছে!

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১

পেন আর্নার বলেছেন: :-)
কোন সমস্যা নেই। ইচ্ছেটাই বড়। আমি যেটা জেনেছি, সেটুক জানাতে আমার কোনরকম আপত্তি নেই!
আঁকতে চাওয়ার ইচ্ছা আছে জেনে খুশি হয়ে গেলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.