নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মানুষদেরকে পেন্সিলের আঁচড়ে...

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

প্রিয় বন্ধুদের ও প্রিয় মানুষদের এঁকেছি। শেয়ার করছি সেগুলো।



*



পুনম। কাছের বন্ধুদের মধ্যে ও একজন। বিধাতা ওকে একটি চমৎকার হাসি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন! ওর সবচেয়ে ভাল গুণ হল অবস্থা সামাল দেয়ার ক্ষেত্রে একটি নিরপেক্ষ মানসিকতা নিয়ে এগিয়ে আসা।



*



শুভ। আমার আজকের আমি হয়ে ওঠার পেছনে যার অনেক অবদান। ওর গুণ হল ও বেশ প্রতিবাদী। আর হ্যাঁ, ও খুব দারুণ গায়!



*



ইমরান। আমার ঘোরাঘুরি পাগল বন্ধুদের মধ্যে একজন। ওর একটি সরল মন আছে যা নিয়ে তর্ক করতে ও খুবি মজা পায়! /:)



*





মেঘলা। ইনিও চমৎকার একটি হাসির মালিক! পড়াশোনায় অত্যন্ত ভাল। বন্ধুদের খাওয়া-দাওয়ানোর ক্ষেত্রেও বেশ উদার তিনি :#)

কত মহান!



*





স্মৃতি। ইউনিভার্সিটিতে ভর্তি হবার সময় আমি স্টুডেন্টদের লাইনের মাঝে টপকে পড়েছিলাম এবং ইনার আগে দাঁড়িয়েছিলাম। ইনি ভ্রু কুঁচকে বলেন- 'একে হটাও!' সেই থেকে আমরা খুব ভাল বন্ধু! ব্যাপার হল, ক্লাস গ্রুপিং এ সৌভাগ্যবশত ইনি-আমি একই গ্রুপে ছিলাম এবং আমি ইংরেজিতে একটু ভাল থাকায় ম্যাডাম আমার প্রতি বেশ যত্নবতী ছিলেন! B-))

যাক, মজা নিতে আমার খুব লক্ষ্মী লাগে!

ও খুব আদুরে। দেখতে ছোটখাটো কিউট একটা বুড়ি নানীর মত। চশমাও পড়ে, ঠিক পণ্ডিতের মত। ভাবছেন, ওকে নিয়ে এত বকবক করছি ক্যান? এগুলো তো ওর সামনে বলতে পারবো না। পেটাবে! B-))



*





আরেফিন। সব কথায় 'আচ্ছা' বলা পাবলিক। পলিটিক্স করলে ভালই করতো ছোড়া ;)

যাই হোক, খুবই ভাল একটা ছেলে ও।



*





নিবিড়। খুব ভাল ছবি তোলে। আবৃত্তি করে। গ্যাঁজা দাঁতে খুব সুন্দর হাসে। ওর সাথে আমার একদিনের একটা দারুণ অভিজ্ঞতা আছে! ওল্ড ডেজ!



*





অরণ্যা। ও আমার কাছের বন্ধু নয়, সহপাঠী। যেদিনের তোলা ছবি থেকে ওকে এঁকেছি, সেদিন ওকে আসলেই খুব ভাল লাগছিল। তাই মন হল আঁকি। ওর হাসিটা সুন্দর। বাহ! সুন্দর হাসিমুখের বন্ধু-সহপাঠী পেয়ে ভালই লাগছে। :)



*





একজন ভাল মনের মানুষ। সচেষ্ট একজন মানুষ। একজন সৎ লেখক।



*





খুব ভাল লেখেন ইনি। খুব ভাল। দৃশ্যের গভীরে দেখতে পারা অন্যরকম একজন মানুষ।







(ইনকমপ্লিট ভার্সন)



*





আমার প্রিয় ভারতীয় এক অভিনেত্রী।





To be continued...

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার :) ||

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ! :)
এত তাড়াতাড়ি দেখেও সারলেন!
ভাল থাকুন।

২| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৬

রোহান খান বলেছেন: খুব ভাল আকেন আপনি..।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন।

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

কাউসার রানা বলেছেন: হুম খুব সুন্দর...........

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ। :)
ভাল থাকুন।

৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

একজন আরমান বলেছেন:
সুন্দর।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।

৫| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

রাফসান আরিফ বলেছেন: অসাধারণ

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৬

পেন আর্নার বলেছেন: খুব সাধারণই :)
ধন্যবাদ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

শহুরে আগন্তুক বলেছেন: চমৎকার এঁকেছেন ! এদেরকে দেখিয়েছেন তো ?

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

পেন আর্নার বলেছেন: হম সবাই দেখেছেন।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।

৭| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

মদন বলেছেন: +

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

পেন আর্নার বলেছেন: ধইন্যা মদন ভাই :D

৮| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

এন ইউ এমিল বলেছেন: সেইরম হইছে বচ

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

পেন আর্নার বলেছেন: থাঙ্কু ভচ B-))

৯| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভেরি নাইস পোস্ট!

আমার একটা ছবি একে দিবেন ? :P

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
দেবো। :)
ভাল থাকুন।

১০| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এমনিতে আঁকা ভালো হয়েছে, এই টুকুই বা কয়জন আক্তে পারে। তবে পছন্দের মানুষগুলোর বাস্তব ছবি দেখলে বুঝা যেত কত ভালো এঁকেছেন। :) :)

চালিয়ে যান। আপনি কবিতার পাশাপাশি স্কেচও বেশ ভালোই করতে পারেন বলে মনে হয়। :)

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

পেন আর্নার বলেছেন: :)
ধন্যবাদ ভাইয়া। তবে আমি তো বললাম, পারফেকশন আমি নিজেও চাই না। মন করে এঁকেছি, তাদেরও ভাল লেগেছে এটাই আমার কাছে অনেক।
ভাল থাকুন।

১১| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯

শশী হিমু বলেছেন: থ্যাঙ্কস। তোমার আঁকা নিয়ে নতুন করে বলার কিছু নেই :)

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

পেন আর্নার বলেছেন: :) ধন্যবাদ শশী ভাই। ভাল থাকুন। আর আরেকবার ধন্যবাদ ছবিটা ব্লগ প্রোফাইলে দেয়ার জন্য।

১২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫

আমিনুর রহমান বলেছেন:


তুমি যে অনেকগুনে গুণান্বিত তা আমি আগেই জানতাম !
চমৎকার আপুনি +++

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

পেন আর্নার বলেছেন: হেহেহেহে! আমি একটা বেগুণ। :-B
ধন্যবাদ তবু!
ভাল থাকুন ভাইয়া। আর হ্যাঁ আমি হাচা কতা কই। সাহস জুগাইছি!

১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার আকেন আপনি!!!!!!!


:) :)

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০০

পেন আর্নার বলেছেন: থাঙ্কু :)

১৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০২

পেন আর্নার বলেছেন: :)
ধন্যবাদ স্বর্ণাপু।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ। ভাল থাকুন সবসময়।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ !!! +++++++++++++++

১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার ++++

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

পেন আর্নার বলেছেন: :) থাঙ্কু ভাইয়া।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

শীলা শিপা বলেছেন: সুন্দর আকেন আপনি।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

পেন আর্নার বলেছেন: তাঙ্কু আপুনি। ভাল থাকুন।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো।
প্রিয় ভারতীয় অভিনেত্রীটা কে? চিনি নাই :)

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

পেন আর্নার বলেছেন: হেহেহে! ধন্যবাদ ভাই।

উনি জেনিফার উইংগেট। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.