নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

কলমে কলমে মুহূর্ত আঁকি

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৮

**



**



**



**



**



**



To be continued ...

মন্তব্য ৬৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আলো আর ৪ নাম্বার ছবিতে ব্যাকগ্রাউন্ড কিভাবে আঁকলেন? অসাধাআআআআআরণ। ছবির সাথে কথা অসাম।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮

পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্ণাপু।
সবগুলোকেই আঁকার পর এডিটিং সফটওয়্যারে নিয়ে তেল মালিশ করা হয়েছে B:-/

২| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: চাঁদের ছবিটা খুব সম্ভবত ফটোশপে করা :) যাইহোক, অসাধারণ পোস্ট। প্রিয়তে নিলাম।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১১

পেন আর্নার বলেছেন: প্রিয়তে নেয়াতে প্রীত হলুম।

জ্বী জ্বী আলবৎ! কনসেপ্টগুলোকে ফুটিয়ে তুলতে ডিজি কারসাজির হস্তক্ষেপ তুলনাহীন B-))

৩| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও প্রিয়তে নিলাম। কোন সফটওয়্যার। আমিও শিখতে চাই ;(

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯

পেন আর্নার বলেছেন: খুবই সিম্পল এবং কিউট একটা সফট। ফটোশপের মত হ্যাবড়াজ্যাবড়া না!

নামিয়ে নিন আপু ফাইলহিপ্পো থেকে।

আর ধন্যবাদ :D আবারো!

৪| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওহ, এটা তো আমার আছে। এটার কোন অপশনটা? এটাতে তো বিভিন্ন সেকশান আছে।

অনেক ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

পেন আর্নার বলেছেন: আপু,
সূর্য এবং চাঁদ এর ইফেক্টের জন্য Object (home, crop, tools এর ২য়) > effect
আর চার নম্বর ছবির জন্য Filter > Region(out of focus) > crystallize
এরিয়া বুঝে বুঝে ইফেক্ট দিতে হবে :)
আশা করি গুঁতাগুঁতি করতে করতে একসময় সব বুঝে যাবেন।
আমিও তাই করেছি।
স্বাগতম।

৫| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪

রাধাচূড়া ফুল বলেছেন: খুব সুন্দর! প্রিয়েতে নিলাম।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫

পেন আর্নার বলেছেন: তাঙ্কিউউ!
প্রীত হলুম!
শুভকামনা আপি। :-)

৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার +++

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

পেন আর্নার বলেছেন: হিহিহহি! অনেক ধন্যবাদ ভাইয়া! :)

৭| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬

লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৭

পেন আর্নার বলেছেন: :)
শুভেচ্ছা।

৮| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী নাইস :) ||

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮

পেন আর্নার বলেছেন: :-)
ধন্যবাদ।

৯| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

শরৎ চৌধুরী বলেছেন: দারুণ মৌলিক পোস্ট। +।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৪

পেন আর্নার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
শুভকামনা। :-)

১০| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯

বৃতি বলেছেন: খুব সুন্দর । প্রিয়তে নিচ্ছি ।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপি। :-) প্রীত হলুম।
শুভকামনা।

১১| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭

অন্য কথা বলেছেন: বিয়ের আগের গল্প বললেন। :((
-
-
-
-
বিয়ের পরের গল্পের অপেক্ষায় রইলাম ;)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

পেন আর্নার বলেছেন: আররে! ভাল আইডিয়া দিছেন তো!
অনেক ধন্যবাদ। পরের গল্প আসিবে শীঘ্রই B-))

১২| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯

অদৃশ্য বলেছেন:





এটা আনন্দের যে আপনি আমার ব্লগে গিয়েছিলেন, নাছাড়া আপনার এই ছবিঘর খানা কবে চোখে পড়তো কে জানে... আর আমি তার জন্য দারুন কিছুই মিস করতাম...

অত্যন্ত সুন্দর ছবিগুলো দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর উপায় ছিলোনা... ক'টি ছবি দেখেই বলতে হচ্ছে আপনি দারুন আঁকিয়ে...

খুশি হচ্ছি এজন্য যে সামনে আপনার আঁকা আরো কিছু বা অনেক ছবি দেখবার সুযোগ হবে...

শুভকামনা...

২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৪

পেন আর্নার বলেছেন: প্রিয় ব্লগার,
আপনার কথায় উৎসাহ পেলাম। এটা জেনে আমারও ভাল লাগছে। আশা করি এরকম আরও কিছু সামনে প্রকাশ করতে পারবো, বা এরকম কোনকিছু যা মানুষকে একটু ভাললাগা দেয়।

শুভকামনা আপনাকেও...

১৩| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!! দারুণ!!!!!

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি! :-)
ব্লগে স্বাগতম।

১৪| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়াও... ছবিতে ছবিতে গল্প!!!!!
কথাগুলো সুন্দর।
একটা কাব্যিক অনুভূতি সৃষ্টি হলো।

প্রথমে মনে হলো, ছবি আঁকা এতো সহজ! আসলে তত সহজ নয়। একস্টাটেরেস্ট্রিয়াল স্বর্ণার মতো শখ থাকলে সবই সহজ।

আমি একসময় ছবি আঁকতাম। এখন মন চলে হাত চলে না।

পোস্টদাতাকে অনেক শুভেচ্ছা :)

২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৭

পেন আর্নার বলেছেন: আমারও ভাল লাগলো আপনার ভাললাগার কথা জেনে। আমি আনন্দিত। যে কাজগুলোকে মানুষ ভালবাসে তা করা আসলেও সহজ।

আপনাকেও অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আঁকা ছবিগুলো একদিন পোস্ট করুন না, দেখে নেয়া যাবে! :-)

১৫| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

রাখালছেলে বলেছেন: শেষেরটা মারাত্মক । আপনার হাত ভাল । চালিয়ে যান । আমি চেষ্টা করি মাঝে মাঝে ।কিন্তু .... হয় না ।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

পেন আর্নার বলেছেন: চেষ্টা করুন। হয়ে যাবে :-)
কোনকিছুর প্রতি ভাললাগা থাকাটা অনেক বড় জিনিস। সেটাকে যত্ন করতে হয় :-)

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

আমি ইহতিব বলেছেন: ছবি ও কথা দুটোই চমৎকার। অনেকগুলো ++++++++++++++++++++++++++++++++++++

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০১

পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ :-)
শুভকামনা এবং স্বাগতম। ভাল থাকুন।

১৭| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
৩ নাম্বারটা আর শেষের টা দারুণ লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

পেন আর্নার বলেছেন: খুব খুশি হইলাম আরমান ভাই :-)
ভালা আছেন তো?

১৮| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮

ট্রাক বলেছেন: দারুন!!!!!!

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

পেন আর্নার বলেছেন: ধইন্যা! :-)
শুভকামনা।

১৯| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অস্থির ভাল্লাগছে।

প্লাস লন।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫০

পেন আর্নার বলেছেন: অস্থির ধন্যবাদ! ;)
লইলাম প্লাস। ভাল থাকুন।

২০| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার সব আঁকাআঁকি !

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

পেন আর্নার বলেছেন: :-) ধন্যবাদ আপি। ব্লগে স্বাগতম।

২১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :-)
আমার ব্লগে স্বাগতম আপনাকে।

২২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

গগণজয় বলেছেন: দারুন!!!!!!

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩১

পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ গগণজয়। ভাল থাকবেন।

২৩| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার তো মৌলিকভাবে ওয়ালপেপার ও ফেসবুক কভার পিক বানিয়ে বাজারজাত করার বিষয়ে ভাবা উচিৎ! অসাম! আগেরটার থেকেও এটা বেশী ভালো লাগ্লো আমার কাছে। খুবই কিউট। প্রিয়তে নিলাম।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

পেন আর্নার বলেছেন: হেহে! কী যে বলেন 8-| এগুলো আমার শখ কেবলই। আমার মনে হয় আমি কবিতা লিখতে পারি না। বরংচ এঁকে এঁকে মনের কথাগুলো বলে দেয়াটা সহজ আমার কাছে!

অনেক ধন্যবাদ লিও ভাই। খুব ভাল থাকবেন।

২৪| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চরম!

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ :-)

২৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
এইতো আছি। :)

২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১১

পেন আর্নার বলেছেন: :-)

২৬| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৫

খেয়া ঘাট বলেছেন: জজি।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৯

পেন আর্নার বলেছেন: একগুচ্ছ ধন্যবাদ। :-)
ব্লগে স্বাগতম।

২৭| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আঁকা ছবিগুলো একদিন পোস্ট করুন না, দেখে নেয়া যাবে!”

দেখে নেবেন? :|

এরপরও ভয় পাবো না?



স্কুল জীবনের ছবি। দেখানোর মতো না। ধন্যবাদ আপনাকে :)

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

পেন আর্নার বলেছেন: প্লিজ, তুলনা যদি বিন্দুমাত্রও করার ইচ্ছে থাকে তাহলে বলছি- আমি জানি আমি কী।

ব্যাপার না। :-) ওগুলোও খুব সুন্দর কিছু স্মৃতি ধারণ করে আছে। আমারগুলো হাতের কাছে থাকলে অবশ্যই দিতাম! :-*

২৮| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: সুন্দর !!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

পেন আর্নার বলেছেন: :-) অনেক ধন্যবাদ। ব্লগে স্বাগতম।

২৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬

ইষ্টিকুটুম বলেছেন: বাহ! আপনার সাথে দেখছি আমার এখানেও মিল। তবে, আপনি যা এঁকেছেন, এইসব আমি কোনদিনই পারি নাই।

আপনার গুলো অ-সাম!!

আমারগুলো আবার এগুলো থেকে আলাদা। দেখতে আসবেন আশা করি।

আমার ব্লগের অনেকগুলো ছবি পোস্ট এর মধ্য হতে রিসেন্ট পোস্ট টার লিঙ্ক দিলাম।

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০১

পেন আর্নার বলেছেন: থাঙ্কু ইষ্টিকুটুম!

সময় করে আসবো অবশ্যই। আবারো ধন্যবাদ! ভালো থাকা হোক সবসময়।

৩০| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬

অস্পিসাস প্রেইস বলেছেন:

অসাধাআআআআআরণ। ছবির সাথে কথা অসাম।


২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ :-) ভালো থাকুন।

৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬

শ্রাবণ জল বলেছেন: অসাধারণ!!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল।
ভাল থাকুন সবসময়।

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

সাদমান সাদিক বলেছেন: অসাধারণ :) :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৬

পেন আর্নার বলেছেন: কৃতজ্ঞ :)

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.