নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

নেশার জন্ম

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮





আমার গর্ভে ক্রমেই ঘনিয়ে আসছে

এক অনাগত সন্তানের জন্মদিন।

সচরাচর বন্ধচোখে;

কতদিন কত নির্ঘুম রাতে

নবজাতকটি ঘুমিয়ে থাকে,

আমার পাশে।

ওর ঘুমটাকে আরও গভীর করে দেয়

আমার দুটি স্থবির হাত।

মনে পড়বে না

কতক্ষণ ওকে দেখতে থাকি,

চোখে চোখেই সে বড় হয়ে যায়

কল্পনার আঁচলে।



আমার তো আর ভালবাসতে পারার ক্ষমতা নেই,

সবই ওর প্রাপ্য।

মায়ামুখের সবটুকু নিষ্পাপ আচ্ছন্নতাকে

ঘিরে-

আমি ভালবেসে ফেলি আমার নবজাতকটাকে।

ওর জন্ম যে, আমাকে আরেক অধ্যায়ে জন্ম দেয়!

ওর নিষ্পাপ ছায়া,

আমার অশ্রু তুলে রাখে

দুটি চোখের তারায়।



প্রথম বুলি যে 'মা'- ই হবে তা চাই না,

প্রথম বুলি হোক সেটাই-

যা আমি কখনো শুনিনি!





*একজন মা হবো। আর নবজাতকটি হবে আমার সন্তান। এই নেশার জন্ম হয়তো সবসময়ই গর্ভ থেকে হয়না!*

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
আগেই বলেছি মুগ্ধ !

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!!!

+++

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

শ্যামল জাহির বলেছেন: চরম!

ভাল লাগলো অনেক।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৮

পেন আর্নার বলেছেন: ভাললাগা গ্রহণ করলাম।
ভাল থাকা হোক সবসময়।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬

শামীম সুজায়েত বলেছেন: কবিতা খুব বেশি পড়া হয়না। কিন্তু এটা যেন আমাকে টেনে নিয়ে গেলো শেষ লাইন পর্যন্ত। একবার নয়, কয়েক বার।

ভাল লাগার এক মুগ্ধকর অনুভূতি।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬

পেন আর্নার বলেছেন: আপনার কথা পড়ে আনন্দ পেলাম।
শুভেচ্ছা ও শুভকামনা।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:২২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৯

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকা হোক সবসময়।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

বৃতি বলেছেন: অনেক ভালো লাগা রেখে গেলাম ।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২০

পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন খুব।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

অদৃশ্য বলেছেন:





মাঝখানে আপনাকে দেখা গেলোনা যে? ... চমৎকার সব আঁকা ছবিগুলোও আর আমাদের দেখালেন না...


''নেশার জন্ম'' লিখাটি সত্যই অনুভবের নেশা তৈরী করলো... সম্ভবত মায়েরা বা মা হতে যাওয়া নারীরা লিখাটি আরও গভীরভাবে অনুভব করবেন...

মা এবং অনাগত সন্তনের জন্য শুভকামনা...

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৪

পেন আর্নার বলেছেন: হ্যাঁ, একটু ভাবনার ফাঁদে আটকে আছি। রেগুলার হতে পারছি না। হবো। ধীরে ধীরে। নতুন কোন ছবি আঁকলে অবশ্যই দেবো।

অনেক ধন্যবাদ আপনাকে অদৃশ্য। মা হতে যাওয়ার মত সৌভাগ্য হয়নি আমার। তবে অনুভবতা দীর্ঘদিনের। সেটাই প্রকাশ করেছি কেবল। আমি আমার অনাগত সন্তানকে খুব ভালবাসি।

খুব ভালো থাকবেন।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

বশর সিদ্দিকী বলেছেন: মা এবং অনাগত সন্তনের জন্য শুভকামনা...

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৫

পেন আর্নার বলেছেন: হ্যাঁ, আসলেও অনাগত।

আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



একজন আরমান বলেছেন:
আগেই বলেছি মুগ্ধ !

:)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৫

পেন আর্নার বলেছেন: আর আপনি কী বলবেন?

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১

বোকামন বলেছেন:
আমি ভালবেসে ফেলি আমার নবজাতকটাকে।
ওর জন্ম যে, আমাকে আরেক অধ্যায়ে জন্ম দেয়!
ওর নিষ্পাপ ছায়া,
আমার অশ্রু তুলে রাখে
দুটি চোখের তারায়।


বাহ্ ! কী দারুণ !

মুগ্ধ প্রতিটি লাইনে .....।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা নেবেন।
ভালো থাকবেন খুব।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: অনাগত দিনটির জন্য শুভকামনা রইলো।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকা হোক সর্বসঙ্গী।
শুভেচ্ছা।

১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬

আমি ইহতিব বলেছেন: এই অনুভূতিগুলো এতটাই স্বর্গীয় আনন্দ দেয় যে মনে হয় সবচেয়ে সুন্দর ও স্বার্থকভাবে ভাষার প্রয়োগও মনোভাব ঠিকমত প্রকাশ করতে পারেনা। মানসিক আনন্দটা পরিপূর্ণভাবে প্রকাশে মায়ের মনে কোথাও যেন একটা অতৃপ্তি বিরাজ করে। আর এ কারনেই আমার মা হওয়ার গল্পটা অনেকবার লিখবো লিখবো ভেবেও লেখা হয়না।

আপনার লেখা ভালো লাগলো। শুভকামনা আপনার জন্য।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩০

পেন আর্নার বলেছেন: আপনি ঠিকই বলেছেন আপু। শব্দ কম পড়ে যায়! অনুভুতির কাছে শব্দ খুবই মলিন। লিখবেন নিশ্চয়ই, তবুও। লিখলেও একটা প্রশান্তি আছে। আর লিখলে তো, সেটা মোছাও যায়। একটু মুছবেন। আবার একটু লিখবেন।

শুভকামনা।

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮

লাবনী আক্তার বলেছেন: আমি ভালবেসে ফেলি আমার নবজাতকটাকে।
ওর জন্ম যে, আমাকে আরেক অধ্যায়ে জন্ম দেয়!
ওর নিষ্পাপ ছায়া,
আমার অশ্রু তুলে রাখে
দুটি চোখের তারায়।




খুব ভালো লাগল। শুভ কামনা রইল।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু।
ভালো থাকবেন...এবং শুভেচ্ছা জানবেন।

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার ভাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি এবং সম্পর্কটি সর্ম্পকে বলেছেন। ভালো লাগল।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৬

পেন আর্নার বলেছেন: না ভাইয়া। সত্যিই বলতে পারিনি। তবে চেষ্টা করেছি। এরকম অনুভূতি লিখে রাখা, লিখতে পারা সত্যিই আশ্চর্য বটে। আপনার বাবা-মা কেমন আছেন? তাঁদেরকে আপনার লেখাটা খুব মাসুম ছিল! হাহা!

অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৬

পেন আর্নার বলেছেন: *তাঁদেরকে নিয়ে আপনার লেখাটা*

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

রাইসুল নয়ন বলেছেন:


মুগ্ধ পাঠ।।

শুভকামনা রইলো।।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
আপনার জন্যেও শুভকামনা।
ভালো থাকবেন।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি ভালবেসে ফেলি আমার নবজাতকটাকে।
ওর জন্ম যে, আমাকে আরেক অধ্যায়ে জন্ম দেয়!
ওর নিষ্পাপ ছায়া,
আমার অশ্রু তুলে রাখে
দুটি চোখের তারায়-

মুগ্ধতা!

মা ও সন্তানের জন্য রইলো যুগল শুভকামনা!

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩২

পেন আর্নার বলেছেন: শুভকামনা আমার অনাগত সন্তানের জন্য নিয়ে রাখলাম। মা হবার সৌভাগ্য হয়নি যদিও। তবুও...

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.