নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

'লালন...'

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

কখনো কিছু কি বলার ছিল?



না হয়তো, আবার হতে পারে-

বলার মত শব্দগুলো পরিপূর্ণভাবে পরিপুষ্টই হয়ে ওঠেনি এখনও।

অস্থির হয়ে উঠছিলাম, কতদিন কতকিছু জমে গেছে ভেতরে

বলাই হয়নি!



অথচ, কোত্থেকে কি একটা অনুভূতি স্পর্শ করে গেল-



বলল, 'যখন তোমার গর্ভে তোমার সন্তান আসে, তুমি তোমার মনগর্ভেও পৃথিবীর সবচাইতে অকৃত্রিম সুখটাকে ধারণ করো। এবং খুব চাও, যেন এখনই সেটা কেউ দেখে ফেলুক যে কতটা আনন্দ তুমি লালন করছো তোমার মাঝে! কিন্তু তোমার সন্তান যে এখনও পরিপুষ্ট নয়! তোমার সন্তানই তো তোমার আনন্দের বাহক, যার মাধ্যম দিয়ে (যাকে দেখে) মানুষ তোমার আনন্দকে উপলব্ধি করবে। কিন্তু সে যে এখনও অপরিপূর্ণ। পৃথিবীর আলো-বাতাস প্রবেশ করার মত সহ্যক্ষমতা-সক্ষমতা ওর শরীরে এখনও গঠিত হয়নি। সে জন্য সময় দরকার। কমপক্ষে দশ মাস, দশ দিন। প্রয়োজন, ওর রন্ধ্রে-রন্ধ্রের প্রতিটি সুনিপুণ চিত্রকলার। তোমার যত্ন আর লালনের প্রতিটি বিনিয়োগ সময়ে সময়ে ওর প্রতিটি অণুর অস্তিত্বকে নিশ্চিত করবে। সেই প্রতীক্ষাগুলো তোমার থাকতেই হবে। সময়ের করণ যে সময়ই করে দেয়। তোমাকে শুধু সাধন করে যেতে হবে, লালন করতে হবে। তবেই না আনন্দাশ্রু যথার্থ হয়! ঠিক সেভাবেই; যে কথাগুলো আজও শব্দে লিখতে কিংবা বলতে পারোনি বলে অস্থির হয়ে আছো, ভেবে নাও তোমার ভেতরে তারা এখনও পরিপুষ্ট হচ্ছে ধীরে ধীরে। মানুষের অপেক্ষা থেকে তোমার লালিত প্রতীক্ষার দাম অনেক বেশি। সেটাকেই সামনে রাখো।'





ঠিক এরপরেই, অস্থিরতা বলে সন্দিহান শব্দটা আমার মাঝ থেকে চিরছুটি নিল; স্বেচ্ছায়। আর আমি কথামত, প্রতীক্ষার সাধন করে যেতে লাগলাম......







সবকিছুর পরে আজও যা, কালও তা-



''মানুষের অপেক্ষা থেকে তোমার লালিত প্রতীক্ষার দাম অনেক বেশি।''





মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

বৃতি বলেছেন: চমৎকার!

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু।
ভাল থাকবেন।

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মুগ্ধ হয়ে পড়লাম

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

পেন আর্নার বলেছেন: কৃতজ্ঞ ভাইয়া।
শুভকামনা।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

একজন আরমান বলেছেন:
শেষ লাইনটা দারুণ।

মুগ্ধ !

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।

আপনাদের জন্য শুভকামনা।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

সকাল রয় বলেছেন: শেষ লাইনটা দারুণ।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সকাল রয়। ভাল থাকবেন।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

সোজা কথা বলেছেন: খুবই চমত্‍কার !

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সোজা কথা।

ভাল থাকুন।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

উদাস কিশোর বলেছেন: ভাল্লাগছে :)
চমত্‍কার

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

পেন আর্নার বলেছেন: কৃতজ্ঞ।

ভাল থাকা হোক সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.