নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

চেতনার বাইরে...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৯





আমার মৃত্যুর দিনটা অনেক সুন্দর হবে। জীবনের প্রতি কৌতূহলেরা আবার উঁকি দিয়ে উঠবে নতুন করে।

একটি কালো অধ্যায় থেকে রঙিন অধ্যায়ে রূপান্তরিত হবে

উপলক্ষগুলো।

দেহের মৃত্যু একদিন অবশ্যই হবে,

চাইলেও যখন আমি কাউকে ছুঁয়ে দেখতে পারবো না। দেখা দিতে পারবো না।

হয়তো শুধু,

বেঁচে থাকবো কারোর মনে-

কিছু প্রিয় কথা হয়ে, কিছু প্রিয় সুর হয়ে অথবা একটি প্রিয় হাতছানি হয়ে।

আমি বেঁচে থাকবো- আমার ভালবাসার মানুষগুলোর হাসিতে,

ভয়ঙ্কর কষ্টে,

আর হয়তো নতুন কোনো স্বপ্নতে।

পৃথিবী বিদায় জানালেও, মাটির পৃথিবীকে আমি কোনোদিনও বিদায় জানাতে পারবো না। মাঝে মাঝে ইচ্ছে করে,

নিজেকে বিস্ফোরিত করে ফেলি!

যাঁর কথা আমার মাঝে এসে ঠাঁই নিয়ে আছে, তাঁকে আরও আপন করে ফেলি।

কিন্তু হয়না!

হয়নিও। অন্তত তাই,

আমার ব্যর্থতাগুলোকে আমি কখনই বিদায় জানাতে পারবো না।

আমি রয়ে যাবো তবু, কোথাও না কোথাও

দূরের মরীচিকায় একটি সুমিষ্ট রোদ হয়ে।

অথবা হয়তো পরিসীমার বাইরে,

একটি হলুদ মরীচিমালী হয়ে......





হাজার বছরের সন্ধ্যাগুলো সেদিন, একটি বিকেলের কাছে এসে থেমে যাবে।

পার্থিব অভিসন্ধিরা,

সন্দেহরা,

তখনও রয়ে যাবে রূপান্তরিত চেতনায়।

শুধু আমি চলে যাবো,

চেতনার বাইরে......।।







‍-পেন আর্নার

৮/২/২০১৪

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চেতন অবচেতন মৃত্যু ইত্যাদির ডার্ক ফ্লেভারের লেখা মনে হয়েছে।
?অনেক ভালো লেগেছে। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আজ আমি কোথাও যাবো না।
হয়তো তেমনি ব্যাপারটা।

শুভকামনা।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

সুমন কর বলেছেন: আমার ব্যর্থতাগুলোকে আমি কখনই বিদায় জানাতে পারবো না।
আমি রয়ে যাবো তবু, কোথাও না কোথাও
দূরের মরীচিকায় একটি সুমিষ্ট রোদ হয়ে।

ভাল লাগল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

ভাল থাকুন সবসময়।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সকাল রয় বলেছেন:
দুর্দান্ত

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

পেন আর্নার বলেছেন: জেনে ভাল লাগলো।

ভাল থাকা হোক সবসময়।

৪| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩

ডট কম ০০৯ বলেছেন: লেখাটা পুরাই আনকমন প্যাটার্নে লেখা হয়েছে।

কি যেন মিসিং মনে হল।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭

পেন আর্নার বলেছেন: অনুভূতি তো প্যাটার্ন-ব্যাকরণ মানে না। কিছু বাকি থাকলে, আমার কথাই বাকি থেকে গেছে হয়তো। বলতে পারিনি। কিছু লিখলে আমার মনে হয়, আমি ব্যর্থই থেকে গেছি। সব অনুভূতিই যেন অসম্পূর্ণ।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.