নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

তিমিরণ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০





অভাব,

তোমার

.

.

.

.

.

.

আমার মাঝে।

অনেক অভাব।

শুরুটা কোথায় ছিল, জানতে চাইনি পরে।

অকাল মৃত্যুর আগেও বলবো না,

'তোমায় ভালবাসি

অথবা, কখনও বেসেছিলাম।'

বেঁচেছিলাম?

কই, বলিনি তো!

এক ছটাকের একটু বেশি বাঁচার ইচ্ছেটা

হয়তো তখনি মরেছিল,

বাসনার ঘরে

ঝড়ের বসবাস থেমে গেছিল যেদিন।



শূন্যতার কাছে শেষ মুহূর্তটাও

একদম শূন্য।

সে (শূন্যের) গহ্বরে

ডুব দেবার আগে,

আধমায়া জড়ানো সুখটা

তোমায় দিতাম কোন মুখে?



তুমি একাই থেকো;

আমার মত শূন্য হয়ে যেও না।

আমি হতভাগী নই।

হলে অন্তত, ভাগ্যের একটা অংশ দেখা হতো।

হতভাগীও নই

তাহলে ভাগ্য- সেতো ক্ষণজন্মা!

সারাজীবন শূন্যের সাথে এক যোগ করে গেলে,

ফলাফল কী পেলে?

সেখানে তুমি একাই ছিলে।

আমি?

ছিলাম,

সেদিনও-

আজও-

ব্যবধানে।

এক থেকে দূরে,

বৃত্তের খুব কাছে.....।





(ছবিঃ পেন আর্নার)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

বেলা শেষে বলেছেন: Beautiful.

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ বেলা শেষে।

ব্লগে স্বাগতম।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

মামুন রশিদ বলেছেন: কবিতা আর ছবি দুটোই সুন্দর ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া।

শুভরাত্রি।

৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: এক থেকে দূরে,
বৃত্তের খুব কাছে.....।


চমৎকার !

০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৪৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ।

অনেকদিন পর এলেন।

৪| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: লেখা এবং ছবি দুটোই ভালো হয়েছে।

০২ রা মার্চ, ২০১৪ রাত ২:৩৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

ভাল থাকুন।

৫| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

অদৃশ্য বলেছেন:






লিখাটি ভালো লেগেছে... অনুভব করবার চেষ্টা করেছি...


শিল্পীর জন্য
শুভকামনা...

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:২৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাইয়া।

মাঝে মাঝে লিখে শেষ করে শান্তির চেয়ে বিরক্তি লাগে বেশি। এইটা তেমনি একটা লেখা।

শুভকামনা আপনার জন্যও।

৬| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

অদৃশ্য বলেছেন:






সামনে কবিতা আসুক... অবশ্য আপনার আঁকা ছবি হলেও মন্দ হয়না...

শুভকামনা...

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আবারো!

৭| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.