নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

একটা ধ্বংসস্তূপ দিতে বলেছিলাম, গড়বো বলে। হলো না।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৫

যখন মৃত্যুর পথ বেছে নিয়েছি, তখন কেউ একটু বাঁচতে বললে ভীষণ কষ্ট হয়। ভীষণ।

আমার ভেতর তোলপাড় অবস্থা

যন্ত্রণা খুইয়ে খুইয়ে বেরুচ্ছে

যন্ত্রণার ভাষাগুলো এত মজবুত যে

ঈশ্বরকে অপমান করে এখন অবলীলায় মৃত্যুকে মেনে নিতে পারি।

না, কেউ বুঝবে না।

কারো বুঝে নেবার কথাও না। শুধু আন্দাজে কতগুলো ঢিল ছুড়তে পারবে আমার কবরচাপা অনুভূতিগুলোর ওপর।

যিনি জানেন, যাঁর আন্দাজ করতে হয় না- তাঁর ওপরই আমার সমস্ত আক্ষেপ।

এই আক্ষেপ নিয়ে আমি তাঁর কাছেই চলে যেতে চাই।

জাহান্নাম যদি থাকে, তাহলে

সেটা হতেও নিকৃষ্ট কোনো জায়গায়

আমি যেতে চাই,

তবুও এই সুন্দর পৃথিবীতে বেঁচে মরে থাকতে চাই না।

কষ্ট একটা হালকা শব্দ।

অর্থ না বুঝেই মানুষ অন্যের কষ্টে আহা করে।

আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

চোখের পানি কত সস্তা!

মন চাইলেই কষ্টের সাথে সঙ্গম করে

আর ঝরে ঝরে পড়ে।

আমি ঢেকে যেতে চাই

চিরতরে।

আমার আত্মার এত যন্ত্রণা দেখে

মায়াই লাগছে।

মুক্তি কোথাও নেই।

আপন নীড়েও না,

পরের আশ্রমেও না।

মুক্তি একটা ভ্রম সৃষ্টিকারী শব্দ।



তবুও, ভ্রমগুলো আমাকে জাপটে ধরে,

বলে- ''এভাবে হার মেনে নিও না।

চিন্তা করো সেই দুটি মানুষের কথা,

যাঁরা শুধু তোমাকে পৃথিবীতেই আনেননি,

বাঁচিয়েও রেখেছেন একটা মায়ার ঘরে-

যেখানে তুমি এতটা বছর নির্ভয়ে খেলেছো!''



কিন্তু আমার মন বিগলিত হয় না

একটা ওড়নার দিকে চোখ পড়ে

যেটা মাথায় দিয়ে ঈশ্বরের পানে দু'হাত উঠে যেতো,

ফ্যানটার দিকে চোখ পড়ে,

রান্নাঘরে রাখা ছুরিটার কথা মনে পড়ে,

দরজার ছিটকিনিটার দিকে চোখ পড়ে।

দিনের আলো থাকতেও

ঘরে ফেরার উৎসব থাকতেও

আমার চোখের সব পর্দা বন্ধ হয়ে যায়।

আমি অগ্রসর হতে থাকি,

এটা-ওটা ছুড়ে ফেলি

প্রবল আক্রোশে।

একটা পাকা অভিনয়ের মত

পরিপূর্ণ হতে থাকে আমার সমস্ত সংলাপ।

কখনো চোখ মেলি,

বন্ধ করি,

কল্পনাতেই ইতিমধ্যে নিজেকে

দশবার খুন করে ফেলি।



জঘন্য অবস্থা মনের,

ভীষণ জঘন্য।

আমি আর কখনো সামনে আসতে চাই না।

আমি আর কখনো কোনো কথা লিখতে চাই না।

আমাকে দেখার কিছুই নেই,

আমি অসুস্থ নই।

আমাকে জানার কিছুই নেই,

আমি ভীড়ের মানুষ নই।

আমার দেয়া সমস্ত কথা আমি উঠিয়ে নিচ্ছি

নির্লজ্জের মত।

আমাকে ভুল কিংবা শুদ্ধ- বুঝে নেবার কোনো সুযোগই আমি আর রাখতে চাই না।

আজকাল আমি কারো কোনো কথার ধারে কেটে টুকরো টুকরো হয়ে যাই না,

এজন্যই আমার এত স্পর্ধা।

আমি যা বলেছিলাম, তার চেয়ে বেশি সেগুলোকে অনুভব করেছিলাম।

এখন সব অতীত।



আলো ক্ষণিকের, কারণ সে অমূল্য।

এই পৃথিবী, সমস্ত সৃষ্টি- অন্ধকারেরই গর্ভজাত সন্তান,

কিন্তু ঈশ্বর কোমল ও দয়ার দিকপাল

তাই, দয়া দিয়ে তিনি আমার মত অসংখ্য নিকৃষ্ট মানুষের জন্য

ক্ষণিকের সূর্যকে তৈরি করে দিয়েছেন।

ব্যর্থ আমরা, যারা এই ক্ষণিকটাকে উপভোগ করতে পারি না!

আমরা হতভাগা। আমি হতভাগা।

হতভাগার কোথাও না কোথাও জায়গা হবার দরকার হয়

আমার জায়গাটাও সেখানে নির্ধারিত।

মানুষ আসবে-

মানুষ যাবে-

নিয়মের কারাগারে থেকেও মানুষ সমস্তকিছুতেই উৎসবের গন্ধ খুঁজে নেবে।

আমার বাড়িতে আজ মানুষ আসবে- আমাকে দেখতে,

আসুক।

আমার বন্ধ নিঃশ্বাসের অজুহাতে

তাদের শোক-আহাজারির উৎসবটাও মন্দ হবে না।

চলতে থাকুক।

বিশ্রীভাবে চলতে থাকুক এসব নির্বোধ আবেদন-আলাপন-সমবেদনার অভিনয়।

চলতে থাকুক গোপনে গোপনে যাবতীয় সব ফ্যাসাদ।

গলার জোর যতদিনে উঠে যাবে দেয়ালে পিঠ ঠেকবার পর,

ততদিনে অনেক আমি'র এভাবেই মৃত্যু হয়ে যাক!



আমার আর লিখতে ভাল লাগছে না।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুণ, মুগ্ধ হয়ে পড়লাম।

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২

পেন আর্নার বলেছেন: ফাউল লেখা পড়ার জন্য 'ধন্যবাদ' শব্দটা বলা একেবারেই ফাউল।

ভাল থাকুন ভাইয়া।

২| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

বৃষ্টিধারা বলেছেন: মুগ্ধতা......

০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য !

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ অভি।

ভাল থাকুন।

৪| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দাদা।

ভাল থাকুন।

৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!!!
+++++

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০০

পেন আর্নার বলেছেন: জ্বী ধন্যবাদ।

ভাল থাকুন সবসময়।

৬| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কল্পনাতেই ইতিমধ্যে নিজেকে
দশবার খুন করে ফেলি।
- এই লাইন দুইটা পড়ে চমকে গেলাম, কারণ আমার কয়েকদিন আগের লেখাতেও ঠিক এরকম একটা কথা লিখেছি! ভাবনায় মিল দেখে অবাক বিস্ময়! আপনার অন্য লেখাতেও নিশ্চয় তাহলে নিজের কিছু কথা পেয়ে যাব!

কবিতায় ভালো লাগা রইলো!

০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৮

পেন আর্নার বলেছেন: কত মানুষের ভাবনারাই অন্য মানুষের ভেতর জমে থাকা ভাবনাগুলোর সাথে মিলে যায়! একরকম ভাবনার মানুষগুলোকে সাধারনত আপন গণ্ডীর মধ্যে পাওয়া যায় না। পাওয়া যায় তবুও হঠাৎ। জেনে ভাল লাগলো, আপনার ভাবনা আমারটার সাথে একটুখানি মিল খেয়েছে।

ভাল থাকুন। শুভকামনা।
ব্লগে স্বাগতম!

৭| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৮

অদৃশ্য বলেছেন:






খুব চমৎকার লিখা, যা কিনা গতকালকেই পাঠ করে ফেলেছিলাম... তবে লিখাটিতে হতাশার চরম অবস্থা দৃশ্যমান হয়...

মৃত্যু কখনোই কোন কিছুর সমাধান নয়... যারা অনেক হতাশার মাঝে পড়ে, অতিষ্ট হয়ে মৃত্যু চিন্তা করেন, তারা আসলে অত্যন্ত দুর্বল চিত্তের... এবং নির্বোধও বটে...

জীবন একটা চরম পরীক্ষা... তবে তা কিন্তু খুব দীর্ঘ সময়ের জন্য নয়... এই পার্থিব জীবন পরবর্তি জীবনটাই দীর্ঘমেয়াদি হবার কথা... এবং আমি খুব বিশ্বাস করি যে সেটাই ঠিক... আমি বিশ্বাস করি যে আমার অতৃপ্তি আমার মৃত্যুর পরবর্তি সময়েই ঘটবে...

আমি এর জন্য প্রস্তুতি নিতে পারি...স্রষ্ঠার প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে... মহাবিশ্বের দিকে একবার তাকিয়ে দেখুন... জীবনের এই সময়টুকু আসলে কিছুই না... আরও বহু রহস্য তার ভেতরে লুকানো... যা এই পার্থিবে বসে হয়তো কোন কালেও জানা সম্ভব না...

লিখালিখিতে আড়ও নিয়মিত হোন... আমাদের সাথে শেয়ার করুন আপনার চমৎকার এবং গভীর ভাবনাগুলো...


শুভকামনা...

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১০

পেন আর্নার বলেছেন: হাসি দিলাম শুধু।

শুভ কামনা।

৮| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৬

অদৃশ্য বলেছেন:





কেন হাসলেন?

অনেকগুলো বানান ভুলের জন্য নাকি মন্তব্যের বাড়তি কথার জন্য...

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২০

পেন আর্নার বলেছেন: মন্তব্যের বাড়তি কথার জন্য ( :) )

৯| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

অদৃশ্য বলেছেন:





প্রথমে এইটা ঠিক করে দিই... ''আমি বিশ্বাস করি যে আমার অতৃপ্তির সমাপ্তি আমার মৃত্যুর পরবর্তি সময়েই ঘটবে''... কথাটি একদম খাপছাড়া হয়ে গেছিলো...

বাড়তি কথা বলেছি যারা এমনটা ভাবেন তাদের জন্যই... লিখাটিতে যাদেরকে ফিল করে আপনি লিখেছেন তাদের জন্য... লেখিকা যেন ভেবে না নেন যে লিখাগুলো তার উদ্দেশ্যেই লিখা...

লিখাটি পাঠের পর পাঠকের যে প্রতিক্রিয়া হলো তারই প্রকাশ মন্তব্যের ওই বাড়তি কথা...

লেখিকা হাসবার জন্য পাঠক দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে...

আরও আরও চমৎকার ছবি, গল্প ও কবিতার অপেক্ষাতে থাকলাম...
শুভকামনা...

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৪

পেন আর্নার বলেছেন: আচ্ছা ঠিকাছে তাহলে। আবার হাসি দিলাম।
ভাল থাকুন সবসময়।

১০| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১০

হাসান মাহবুব বলেছেন: লেখাটায় একটা র'নেস আছে। কিছু কিছু জায়গায় ঘষামাজা দরকার, কিন্তু এভাবেই পড়তে ভালো লাগছে। তীব্র, কখনও অগোছালো কখনও পরিপাটি প্রকাশ।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৬

পেন আর্নার বলেছেন: হয়তো দরকার আছে ভাইয়া, কিন্তু আমার ভাল লাগে না করতে। সব শব্দ সুন্দর পরিপাটি হলে, এলোমেলো কথাগুলো কোথায় লিখবো?

পড়তে ভাল লাগছে তারপরও, এটার জন্য অনেক ধন্যবাদ।
সবসময় ভাল থাকুন ভাইয়া।

১১| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৯

অদৃশ্য বলেছেন:





হাসি সংক্রামক... এটা হলেই তা সবথেকে ভালো ও সুন্দর...

আর যদি হাসি সংক্রমণ করতে না পারে তবে তা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে থাকে... কিছু মনে নেবেন না, কথার পিঠে কথা বলতে মাঝে মাঝে ভালো লাগে...

আশাকরি আপনি বোঝেন যে মানুষের আগ্রহের কোন শেষ থাকেনা... বা প্রতি মুহুর্তে নতুন নতুন আগ্রহ তৈরি হয়...

শুভকামনা...

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২২

পেন আর্নার বলেছেন: জী :)

কোনো ব্যাপার নহে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.