নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

‍কষ্টেরা বাড়ে, কষ্টেরা ভাসে...

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৩





আমার মাঝে কষ্ট জমে গেলে

আমি সেটা সেঁউতি দিয়ে উঠাই না,

বরং আমি কাঁদি।

কাঁদলে কষ্ট কিন্তু শুঁকোয় না-

কষ্ট আরও বাড়ে!

তুমি জানো তো-

পানি না থাকলে নৌকা যে ভাসতে পারে না?

পারে কি?

তুমি তো সেই নৌকা, যে আমার কষ্টে ভাসো!

তাহলে কষ্ট কিভাবে শুঁকোই বলো!

তোমার কাছে একটা দখিনের বারান্দা চাই,

অনেকদিন ধরে।

ফুল দিয়ে সাজালেই ফুলশয্যার রাত হয় না যে।

সেজন্য, তোমার আর আমার মাঝে

ভালবাসা থাকাটা জরুরী!

দখিনের বারান্দায় দাঁড়িয়ে, আমার হাতে তোমার হাত রাখাটা জরুরী!

কতদিন,

একলা থাকা চাঁদের জ্যোৎস্না দেখেছি-

সেখানে তোমার না থাকার আক্ষেপ রেখেছি।

কী লাভ হলো বলো?

সবার জ্যোৎস্নায় রঙ লাগলেও

আমার জ্যোৎস্নায় তো শুধু তোমার প্রতীক্ষাই রয়ে গেল!

প্রতীক্ষা, রঙের মাঝে হয় না।

প্রতীক্ষার জন্য,

এক আকাশ মূর্ত আঁধারের দরকার হয়...।

প্রতীক্ষার জন্য,

আকণ্ঠ নরম কষ্টের দরকার হয়...।

আমি সেই কষ্টকে

আমার মাঝে নিরন্তর বাড়তে দেই।



তুমি জানো তো-

পানি না থাকলে নৌকা যে ভাসতে পারে না?

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল। ছবিটা বেশ সুন্দর।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২২

পেন আর্নার বলেছেন: জী ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

বটবৃক্ষ~ বলেছেন:

বিষন্নতা লেপ্টে থাকা প্রতিটি লাইন খুব বেশি আন্দোলিত করল....

কবিতাটাকে ভালোবেসে ফেললাম!!



প্রতীক্ষার জন্য,
এক আকাশ মূর্ত আঁধারের দরকার হয়...।
প্রতীক্ষার জন্য,
আকণ্ঠ নরম কষ্টের দরকার হয়...।
আমি সেই কষ্টকে
আমার মাঝে নিরন্তর বাড়তে দেই।


ধন্যবাদ আপনাকে।

জ্যোৎস্নায় রঙ লাগুক _এই কামনা করছি

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৩

পেন আর্নার বলেছেন: জী আপনাকেও ধন্যবাদ।

ভাল থাকুন।

৩| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮

অদৃশ্য বলেছেন:





ভালো লেগেছে...


শুভকামনা...

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৩

পেন আর্নার বলেছেন: ভাল থাকুন।

৪| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৭

কচি খান বলেছেন: সুন্দর !! ...দূৎখ-কষ্টের আত্মা ছাড়া হয়তো লেখা লিখা যায়না...!!!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৪

পেন আর্নার বলেছেন: হয়তো...।

৫| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

অরুদ্ধ সকাল বলেছেন:

আমার জ্যোৎস্নায় তো শুধু তোমার প্রতীক্ষাই রয়ে গেল!
প্রতীক্ষা, রঙের মাঝে হয় না।
প্রতীক্ষার জন্য,


যেনএকটু বেশিই সুন্দর!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৪

পেন আর্নার বলেছেন: ভাল থাকুন।

ব্লগে স্বাগতম।

৬| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

শুঁটকি মাছ বলেছেন: ঐদিনও আপনার একটা লেখা পড়লাম। বেশ ভালো লেখেন আপনি।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৫

পেন আর্নার বলেছেন: ভাল থাকুন।

আমি এখনও এটা মানতে নারাজ- ভাল লিখি আমি।

৭| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: কাঁদলে কষ্ট কিন্তু শুঁকোয় না-
কষ্ট আরও বাড়ে!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৬

পেন আর্নার বলেছেন: হম। #:-S

৮| ২০ শে মার্চ, ২০১৪ রাত ২:২২

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক সুন্দর ।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু। ব্লগে স্বাগতম।

ভহাল থাকবেন।

৯| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫০

লাবনী আক্তার বলেছেন: কবিতাটা কালই পড়েছিলাম ।

খুব চমৎকার কবিতা। আমার ভীষণ ভালো লেগেছে।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু।

১০| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

পেন আর্নার বলেছেন: জী ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: ভালা লাগে নাই বেশি। সেঁউতি মানে কী?

২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই। যতবার নিজে পড়লাম, মনে হয়নি এটা কোনো পদের লেখা।

নৌকার ভেতর পানি জমে গেলে, সেই পানি সেঁচার জন্য যে পাত্রটা থাকে- সেটাকে সেঁউতি বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.