নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

ভালো ছিলে?

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৫

সেদিন-

তখনও কোনো দেহে ঠাঁই পাইনি,

শুধু একটা আত্মা ছিলাম যখন;

শত-সহস্র আত্মাদের ভিড়ে

হয়তো তুমি খুব কাছেই ছিলে,

বলেছিলে-

পৃথিবীতে গিয়ে আমায় ভুলে যাবে নাতো?

আমি বলেছিলাম-

একদম না!

কিন্তু সত্যিই আমি তোমাকে ভুলে গিয়েছিলাম।

তোমাকে হারিয়ে ফেলেছিলাম।

তবু শুধু মনে হতো-

কী যেন চাই আমার,

কাকে যেন চাই!

তোমার আমার করা কত গল্পগুলো,

কোথা কোথা থেকে যেন বেড়িয়ে আসতো!

আমার শুধু মনে হতো-

কে যেন ছিল,

কী যেন ছিল?!

তারপর হঠাৎ একদিন

তুমি ঠিকই এলে,

দু'জন দু'জনকে ঠিকই চিনলাম,

সেই গল্পগুলোও ঠিক ফিরে এলো যেন!



ফিরে এলো না কেবল দুটো শব্দ-



ভালো আছো?





=আমার এতটা কাছে না এলেও পারতে।

আমিও তোমার অতটা কাছে না গেলে পারতাম।



কিন্তু কথা যখন ছিলই- দেখা হবে, কাছে আসা হবে

কতটা দিন আর মনের সীমানায় তারকাঁটা বেঁধে রাখা যেত!=

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:২১

বেবিফেস বলেছেন: কবিতায় ভাললাগা রেখে গেলাম।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:০২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।

ব্লগে স্বাগতম।

২| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৪

আমিনুর রহমান বলেছেন:





আমার এতটা কাছে না এলেও পারতে।
আমিও তোমার অতটা কাছে না গেলে পারতাম



চমৎকার আবেগী কবিতা।
কেমন আছিস তুই?

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ গো ভাই।

সবকিছু লেখার পর ফালতু লাগে। আমি ঠিক আছি। আপনারা ব্যস্ত, দেখাও যায় না #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.