নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

'কখন' বুঝবেন আপনি বিয়ের উপযুক্ত হয়েছেন- :|

২৫ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৫







যখন মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি তুলতে আপনার ১৫ সেকেন্ড লাগে।



যখন রাগ করার কারণ থাকলেও একটা হাসিমুখ দিয়ে অন্যের মন থেকে আপনি সেই শঙ্কা দূর করে দেন।



যখন আপনার একা একা থাকতে ভাল লাগে। বেশিরভাগ, পর্দাটানা কোনো একটা আলোআঁধারি কক্ষে।



যখন অনায়েসে, কোনো কারণ ছাড়াই আপনার হাত থেকে এটা-ওটা পড়ে যায়।



যখন আপনি বাথরুমে গেছেন, কিন্তু কী জন্য গেছেন সেটা ভুলে যান।



যখন মনের ইচ্ছে না থাকলেও আপনার হাত 'এরোটিক' জাতীয় শব্দগুলো গুগোল করে, এবং তাতে আপনার আগ্রহ বাড়ে না।



যখন রাতে প্রচণ্ড ঘুম পেলেও আপনি কী যেন ভাবেন, আর ভাবনার ঘোরে আপনার অজান্তেই ঘুমটা চলে যায়।



যখন চারিদিক ঝড় বয়ে গেলেও আপনার মনে হয় বৃষ্টি পড়ছে।



যখন সদ্য বিবাহিত কোনো জুটিকে দেখলে খুব ভাল লাগে।



যখন রাস্তায় হাঁটাহাঁটি করতে করতে কোনো জামার দোকানের সামনে এসে পড়েন, এমনিই ভেতরে ঢোকেন এবং একটা নির্দিষ্ট জামার দিকে তাকিয়ে আপনি শুধু একটা মুখকেই কল্পনা করেন।



যখন আপনার খালি খালি বিছানায় গড়াতে মন চায়।



যখন রঙবেরঙ মানুষের বেসামাল ভিড়ের মাঝে আপনার বুকে একটা অদ্ভুত শূন্যতা জেগে ওঠে এবং আপনি মনেমনেই এগুলো নিয়ে কিছু একটা লিখে ফেলেন, যার মধ্যে বিশেষ মানুষটার কথা না চাইতেও এসে যায়।



যখন হঠাৎ গালে হাত দিয়ে আপনার মুচকি হাসতে ইচ্ছে করে।



যখন আপনি নিজমুখেই নির্লজ্জের মত বলেন- আমি বিয়ে করতে চাই!



যখন দিনান্তে আপনার মুখে একটাই সারবাক্য থাকে- 'আর ভাল্লাগে না!'



এবং

যখন আপনি আরও আরও 'কখন' এর কথা উল্লেখ করতে চান, কিন্তু সব 'কখন'কে সবসময় উপস্থাপন করা গেলেও করতে মন চায় না ভেবে আর করেন না।





ঠিক তখনই বুঝবেন, আপনার মাথার ঠিক নাই এবং আপনি বিয়ের উপযুক্ত হয়েছেন।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ৯:২১

দালাল০০৭০০৭ বলেছেন: হা হা মজার

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৮

পেন আর্নার বলেছেন: এটা মোটেও মজার না। এটা কষ্টের :|

২| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৪

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: হায় আল্লাহ, প্রায় সব লক্ষণইতো আমার মাঝে দৃশ্যমান।
তবে কি আমারও.... :!> :#> :#>

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৭

পেন আর্নার বলেছেন: ওয়েটিং লিস্টে আছেন... :-B

৩| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪১

কে আমি ২০১২ বলেছেন: মজা লাগলো। :)

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫০

পেন আর্নার বলেছেন: ফাউল পোস্ট।

মনের যেই হালত, তাতে আমিও 'কখন' বুঝবেন আপনি বিয়ের উপযুক্ত হয়েছেন- এই শিরোনাম দেখে বাকিটুকু পড়তে আগ্রহ প্রকাশ করতাম!

যাইহোক, ধইন্যবাদ! :-B

৪| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

মনিরুল হাসান বলেছেন: যারা মিষ্টি খেতে খুব পছন্দ করে আর যারা ঝাল খেতে খুব পছন্দ করে, দুধরনের মানুষের বেলাতেই কি মিষ্টির তোলার প্রথম নিয়ম একইভাবে চলবে?

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

পেন আর্নার বলেছেন: হতেও পারে। এখন, মনোযোগ আসলে কোথায় কার প্রতি থাকে থাকে সেটা বিচার করলে যেকোনো কিছুর ক্ষেত্রেই বেখেয়ালিপনা হতে পারে। B:-/

৫| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১২:২২

আত্নভোলা বলেছেন: ওরে কেউ আমারে বিয়া দিয়াল্লা...............

২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:১৫

পেন আর্নার বলেছেন: #:-S

৬| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!!!!!!!!!

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৩:২০

পেন আর্নার বলেছেন: ও ভাই, আপনে কবে লাইনে দাঁড়াইবেন? B-))

৭| ২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪১

অ্যামাটার বলেছেন: ইয়া খোদা! :|

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮

পেন আর্নার বলেছেন: :||

৮| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: কই আমার তো এরম কিছু হয় নাই!

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:০৩

পেন আর্নার বলেছেন: হম।

৯| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

অদৃশ্য বলেছেন:







বাহ্‌... স্পেশালিষ্ট



শুভকামনা...

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:০১

পেন আর্নার বলেছেন: |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.