নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

কেন্দ্রের মানুষ

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৮



(ড্রিমক্যাচার)



ঘুমোবার জন্য নিজের বাড়িতে

বিছানা-বালিশ-কাথা

সবই আছে।

তবু,

সুহার ছোট্ট খাটের অল্প একটা কোণা

ধার করে

আমার ক্লান্ত দেহটাকে এলিয়ে ঠাঁই দিলাম।

বাড়িতে চানাচুর ছিল,

মুড়িও ছিল।

তবুও,

খালাম্মার হাতে বানানো মুড়িমাখা খাওয়ার জন্য

আমি কুড়ের মত শুয়ে রইলাম।

ঘুম আসে। খুব ঘুম আসে।

মনে হলো, কত বছর যেন-

আমি ঘুমাইনি।

রাস্তার প্রতিটা ইট-বালুর কাছ থেকে একটু একটু ক্লান্তি কুড়িয়ে এনেছি।

চোখ কিচ্ছু দেখতে চায় না,

ঝাঁপিটা বন্ধ করে

এখন শুধু একটু ঘুমোতে চায়।

তবুও, ঘুম আসে না। আসে ভাবনারা...



অতঃপর, মুড়িমাখা আসে,

সুহাকে বলি, 'ছাদে চল!'



ছাদে দুরন্ত নয়, চুপচুপ বাতাস।

বাতাসের দোলে একটা-দু'টা মুড়ি

উড়ে চলে যায় কোথায়...

মেঝেতে বসে শান্তভাবে মুড়ি চিবোতে চিবোতে

আমি দেখি

গামলায় মুড়িমাখার দুটো অংশ হয়ে গেছে-

একটা সুহার, আর একটা আমার;

মাঝখানে একটা দেয়াল।



আমার খুব মন খারাপ হয়।



আমি বললাম, 'কত ভদ্র হয়ে গেছি, তাইনা? দেয়াল গড়ে খেতে হচ্ছে।'

সুহা তাকালো।

বললাম, 'নে, ভদ্রতা অন্য কোথাও যাক!

দেয়ালটা ভেঙে দে। আমার অংশে না হয় তোর হাত পড়বে, তোর অংশে না হয় ভুল করে আমার হাত পড়বে।

ঠোকাঠুকি হবে, কাড়াকাড়ি হবে, হাসাহাসি হবে!

জীবনে কী আছে বল?'

জানিনা, কী আছে- ভাবতে ভাবতে সন্ধ্যে পেরিয়ে রাত নেমে আসে।

আজকাল একটা বেড়ালের মতো হয়ে গেছি-

যেখানে আরাম পাই, সময় কাটিয়ে দেই।

আমার জীবন আর কেমন?

ছন্নছাড়া, যেখানে যেমন।



সকাল হতে অনেক দেরি।

ঘুমের মাঝে মৃত্যুরা রোল কল করে।

হঠাৎ করে একদিন হয়তো আমিও বলে ফেলতে পারি-

'ইয়েস, প্রেজেন্ট!' তাই......

সম্পত্তি বলতে আমার আছে-

~কয়েকটা ডায়েরি, তাতে কিছু কবিতা; কয়েকটা ছেঁড়া ছেঁড়া গল্প,

আর পেন্সিলে আঁকা দাগ সম্বলিত কতগুলো চরিত্র। কিন্তু সব চরিত্রই তো আর কাল্পনিক হতে পারেনা!~

......মৃত্যুর আগে বিশ্বস্ত কয়েকজনের নামে এগুলোকে উইল করে যেতে চাই।

জীবন তো থেমে থাকে না শুধু একজনের জন্য।

তবুও,

হৃদয়ের জমিতে মানুষ দখল চেয়ে বসে।

একটা প্রিয় বইয়ের প্রথম পাতার ওপর নিজের নামটা লিখতে পর্যন্ত দ্বিধা হয়-

সেখানে জমি(!)



সে জমি তো চাষের জন্য নয়, আবাদের জন্য নয়।

সে জমি এখন একটা বিরান ভুমি,

সেখানে আছে ছোট ছোট অজস্র মুহূর্ত জন্ম নেবার অপেক্ষা।

অপেক্ষাগুলো গণ্ডীবদ্ধ। গণ্ডীবদ্ধ স্বপ্নের।

খুব আপন।

খুব বেপরোয়া।



আমার আবর্তিত অপেক্ষা কেবল সেই স্বপ্নকেন্দ্রকে ঘুরে।



- পেন আর্নার

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক সুন্দর :)

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

ভাল থাকুন।

২| ০৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩০

বিদ্রোহী বাঙালি বলেছেন: গল্পের ঢঙে কবিতা। প্রাঞ্জল ভাষায় রচিত। মাঝে মাঝে কিছু শব্দ বা লাইন খুব ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। সুহাকে ঘিরে স্বপ্ন আর সেই স্বপ্নকে ঘিরেই অপেক্ষারা ঘূর্ণায়মান। ভালোবাসার পরিসমাপ্তিটা কারো জানা নাই। কবিতাটিতে প্রেম বিরহের এক ধরণের মাদকতা আদ্যোপান্ত অনুভূত হয়েছে। ভালো লাগলো পেন অর্নার।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

পেন আর্নার বলেছেন: কথাগুলোর জন্য আপনাকে ধন্যবাদ।

'সুহা' এখানে আসলে একটি প্রতিনিধি চরিত্র, যে কিনা রক্তের সম্পর্ক ছাড়া বাঁধন এবং সেই বাঁধনগুলোকে ঘিরে থাকা একটি জগতকে প্রতিনিধিত্ব করছে। আর 'আমার-আমি' এই শব্দগুলো সেই জগতকে একটা কক্ষপথ দেয়, আমার জীবনকে একটি নির্দিষ্ট কেন্দ্র ঘিরে আবর্তিত হওয়ার জন্য।

ভাল থাকুন সবসময়।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ব্লগে স্বাগতম।
ভাল থাকুন।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি দেখি
গামলায় মুড়িমাখার দুটো অংশ হয়ে গেছে-
একটা সুহার, আর একটা আমার;
মাঝখানে একটা দেয়াল।


দূর্দান্ত! ভালো লাগলো, বেশ ভালো লাগলো!

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকবেন।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

ভাল থাকুন।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:





আমার আবর্তিত অপেক্ষা কেবল সেই স্বপ্নকেন্দ্রকে ঘুরে।

চমৎকার!!!

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩

পেন আর্নার বলেছেন: জী ধন্যবাদ।

ভাল থাকুন সবসময়।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৬

অদৃশ্য বলেছেন:





চমৎকার লিখা...



শুভকামনা...

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১

পেন আর্নার বলেছেন: আপনি আমার লেখা পড়েন, অথচ আমি তেমন পড়ি না আপনার গুলো। মাঝে মাঝে মনে হয়, ঋণ বেশি করে ফেলছি।

অনেক ধন্যবাদ। শুভরাত্রি।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৯

অদৃশ্য বলেছেন:






বিষয়টা তেমন কিছু না... আমার লিখাগুলো না পড়লে কোন সমস্যা নেই... সবাই সব লিখা পড়বে বা সবাই সবার লিখা পড়বে এমনতো নয়... ভালোলাগা না লাগার ব্যাপার বলেওতো কিছু আছে নাকি... আপনি আমার লিখা পড়লে লিখাগুলো খুশি হবে আর না পড়লে আমি যে মন খারাপ করবো এমন নয়... ঋণী হয়ে যাবার কোন কারন নেই

শুভকামনা...

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

পেন আর্নার বলেছেন: জী, কথাগুলো ঠিক।

ধন্যবাদ ভাইয়া।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৮

মায়াবী ছায়া বলেছেন: শুভ সকাল।অনেকদিন পর ব্লগে এসে আপ্নার এক্টা সুন্দর পোস্ট পড়া হয়ে গেল,,,খুব ভাল লাগলো। ভাল থাকুন।।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭

পেন আর্নার বলেছেন: শুভ বিকেল।
ধন্যবাদ আপু। ব্লগে স্বাগতম।

আপনিও ভাল থাকুন।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব ভালো।

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮

পেন আর্নার বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.