নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

বিসমীকরণ===৩

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৪





। । তোমার হাতের আঙুলগুলো

যেভাবে আমার শরীরে ডেবে যায়

তারপর, তীরের মতো বিদ্ধ হই

তোমার বুকে>>

মাটি যখন সদ্য ঘুম ভেঙে ওঠা কোনো ঢেউ

আমরা তখন

চোখ-না-ফেরানো মুগ্ধ ঘুমে

বিপর্যস্ত দুটো চড়ুই । ।





। । রাত নেমে আসে, তবু অন্ধকার হয় না পৃথিবী।

এলার্ম ঘড়ির রেডিয়াম কাঁটা দেখি-

সতর্ক টিক টিক।

স্লিপ মোডে রাখা ল্যাপটপ

মিট মিট বার্তা।

সিলিং এ সাঁটা তিনটি রেডিয়াম তারা,

পাশের বাড়িটার কোণার কক্ষ,

...যেন তখনও নেশাকাতর সবকিছু

আলো দিতে দিতে । ।





। । যখন থাকে না এমন কেউ

মনে পড়ে না এমন কাউকে

যাকে আনমনে একটা sms করা যায়,

তখন নিঝুম হয়ে পৃথিবী

নিজেকেই নিজে বার্তা পাঠায় । ।







________চৈতী আলোর

____০____বিষাদে______০

______০কালো ০০০০মূর্ত_____০

___০ভীষণ ০০_______ক্ষুধার্ত_০

_______''বিপর্যস্ত সতর্ক বিদ্ধ পৃথিবী যখন''

___________০০বিসমীকরণী কক্ষ০০

________________সমান্তরালে

__________________চলছি

___________________০০

___________________পথ

____________________০০

__________________আমরা

_________________০ ০

____________ব্যবধানে থাকে অন্ধকার

_______সেখানেই_ ___________ _পার্থক্য।''





- পেন আর্নার

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

বকুল০৮ বলেছেন:
যখন থাকে না এমন কেউ
মনে পড়ে না এমন কাউকে
যাকে আনমনে একটা sms করা যায়,
তখন নিঝুম হয়ে পৃথিবী
নিজেকেই নিজে বার্তা পাঠায়

.।.।.।.।.।.।.।.।।

টেক্সট মেসেজ টা অসাধারণ!

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ। সুস্থ থাকুন।

ব্লগে স্বাগতম।

২| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!

২১ শে মে, ২০১৪ রাত ৯:২৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া :-)

৩| ২১ শে মে, ২০১৪ রাত ৮:৫৮

মামুন রশিদ বলেছেন: কবিতা আর ডেকোরেশন দুটোই সুন্দর ।

২১ শে মে, ২০১৪ রাত ৯:২৬

পেন আর্নার বলেছেন: হাহা। ধন্যবাদ দাদা।
:-)

৪| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২২ শে মে, ২০১৪ বিকাল ৩:০১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ অভি ভাইয়া।

৫| ২১ শে মে, ২০১৪ রাত ১০:২১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

ভালো লাগলো

২২ শে মে, ২০১৪ বিকাল ৩:০২

পেন আর্নার বলেছেন: জী, ধন্যবাদ।

ব্লগে স্বাগতম।

৬| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো। বোল্ড শব্দগুলোর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? জানতে ইচ্ছে করছে।


ফেইসবুকে আপনাকে কী নামে খুঁজবো? আপনার জন্য এখানে একটা মেসেজ রয়েছে।

শুভেচ্ছা জানবেন।

২৩ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

কবিতা অথবা লেখায় কখন কোন শব্দগুলো যে জোরালো হয়ে ওঠে সেটা বলা মুশকিল। বিশেষ তাৎপর্য কিছু নেই অথবা হয়তো আছে, তবে লিখতে লিখতে ইচ্ছে হলো শব্দগুলোকে গাঢ় করে দেই। তাই দিলাম আর কি।

ফেসবুকে আপনার পোস্টটি পড়েছি। ভাল উদ্যোগ। কিন্তু এই উদ্যোগের সাথে আমি জড়াবো কিনা সে ব্যাপারে আমি সন্দিহান। আজকাল মন কোনোকিছুতেই বসছে না, একাগ্রতা নেই। ব্যক্তিগত ঝামেলায় আছি, হাতে সময়ও খুব কম। ফেসবুকে রিকু পাঠিয়ে দিয়েছি।

শুভকামনা জানবেন। ভাল থাকবেন।

৭| ২২ শে মে, ২০১৪ রাত ৯:১৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার, তানিয়া।

২৩ শে মে, ২০১৪ দুপুর ১:২৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.