নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

কথা

১৪ ই জুন, ২০১৪ রাত ১০:৩৬





একদিন তোমার আমার একটা সংসার হবে।



অনেকদিন পর। অনেক রাতের পর।

অনেক প্রতীক্ষার অবশেষে।



কল্পনার ছবিগুলো হাতের ফ্রেমে বাঁধতে বাঁধতে

কতোবার হবে চোখাচোখি

চুপচাপ, অনেকদিন।

তোমার পেছনে আমি, কখনো আমার পেছনে তুমি

নিঃশব্দে।

আমাদের মাঝে কোনো কথা হবে না।

(শ্রুতিময়) শব্দেরা ছুটি নেবে একটা দীর্ঘ সময় পাড়ি দিয়ে।

অথবা ইস্তফা দিয়ে, ঠাঁসা হয়ে ঘুম দেবে কোনো বদ্ধ ঘরের আলমারিতে।



আমাদের ভাষা হবে শুধু কবিতা,

কখনো সু্‌র,

কিংবা গাঢ় রাতের

নিস্তব্ধতা।



তারপর হঠাৎ একদিন আমি কথা বলে উঠবো,

যেদিন তোমাকে আমার গান শোনাতে মন চাইবে।

তুমি কিছু বলবে না।

হাসবে একটু।



পরের দিন সকালে, বিছানায়

ঘুম থেকে জেগে তোমার পাশটায় একটা চিঠি পাবো।

সেখানে লেখা-

''ঠিক এই দিনের প্রতীক্ষায় থাকার কথাই তোমার লেখা কোনো কবিতায় পড়েছিলাম একদিন।

অবশেষে...?''

পড়ে আমি হাসবো।

ঠিক আজকের মতো করে।



(এই কথাগুলোর সাথে একান্ত কিছু খেয়ালেরা চলে। আপন আপন। যার যার মতো। এখানে কোনো নির্দিষ্ট ছবি এঁকে দেবার অধিকার আমার নেই।)

(৬/১৩/১৪)

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮

শ্লোগান০০৭ বলেছেন: মুগ্ধতা নিন কবি......। দারুণ

১৫ ই জুন, ২০১৪ সকাল ৭:২৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

শুভকামনা।

২| ১৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:

১ম ভালোলাগা কবি।

১৫ ই জুন, ২০১৪ সকাল ৭:২৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

শুভ সকাল।

৩| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:১৬

বৃতি বলেছেন: মুগ্ধপাঠ।

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু।

সুন্দর থাকুন সবসময়।

৪| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!

আপনি কি বাঁশি বাজান? প্রো পিক দেখে জিজ্ঞেস করলাম!

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।

জ্বী না। এমনিই ওভাবে ছবি তুলেছিলাম। :-)

শুভেচ্ছা।

৫| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: রুমান্টিক পয়েম ।+

ভাল লেগেছে।

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দাদা।

ভালো থাকুন। সবসময়।

৬| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৫

জাহাঙ্গীর.আলম বলেছেন: আশার স্বপ্নকথা কবিতাময় ৷

তবে খানিকটা দ্বিধাদ্বন্দ ছিল ৷

(শ্রুতিময়) শব্দেরা ছুটি নেবে একটি দীর্ঘ সময় পাড়ি দিয়ে। --শব্দ কেন বন্দী ?

গাঢ়ো >>গাঢ়

১৫ ই জুন, ২০১৪ রাত ১১:১২

পেন আর্নার বলেছেন: পুরো কবিতাজুড়ে আমার অনুভূতিটি এমন- একটি প্রতীক্ষার অবশেষে, প্রতীক্ষার মাঝে তৈরি হওয়া মনের যোগাযোগ এবং এর ভাষা আমাদেরকে অনেকটা অন্যভাবে আবিষ্ট করে রেখেছে, যা সংসার গড়বার পর তখনও আমাদের মাঝে বর্তমান। আমরা মুখে কথা না বলেই তখনও একজন অন্যজনকে বুঝে নিচ্ছি। মানে, কথা বলাটা তখনও খুব জরুরী হয়ে পড়ছে না। একটা ছন্দের মতো সামঞ্জস্য আছে আমাদের অতীত এবং বর্তমানের যোগাযোগে।
'শ্রুতিময়' শব্দটা শব্দের ধরন বোঝাবার উদ্দেশ্যে লিখেছি। আমাদের মাঝে কোনো প্রকার কথাবার্তা হবার দরকার হবে না, দীর্ঘ সময়ের জন্য। কতোদিন, কে জানে। এই লাইনটি লেখার জন্য উপরোক্ত কারণগুলোকেই ছন্দ করে সাজিয়েছি।

অনেক ধন্যবাদ।

আর বানান নিয়ে আমার নিজস্ব একটা ঢং-রীতি আছে। :-)
তবুও, গাঢ়ো কে > গাঢ় করে দিলাম।

শুভকামনা।

৭| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন: কল্পনার ছবিগুলো হাতের ফ্রেমে বাঁধতে বাঁধতে
কতোবার হবে চোখাচোখি
চুপচাপ, অনেকদিন।
তোমার পেছনে আমি, কখনো আমার পেছনে তুমি
নিঃশব্দে।


বড়ই রোমন্টিক কবিতা।

চমৎকার !!!

১৫ ই জুন, ২০১৪ রাত ১১:১২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন ভাইয়া।

ভালো থাকবেন।

৮| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

আমি ইহতিব বলেছেন: কি মিষ্টি একটা কবিতা !!!

১৫ ই জুন, ২০১৪ রাত ১১:১৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু :-)

একগুচ্ছ শুভেচ্ছা।
সুন্দর থাকুন।

৯| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৫ ই জুন, ২০১৪ রাত ১১:২৮

পেন আর্নার বলেছেন: 'অনেক' শব্দটা লিখতে ভালো লাগে না হাসান ভাই।

আপনাকে 'শুধু' ধন্যবাদ।
আপনি আমার লেখা পড়লে আমি আনন্দ পাই।

ভালো থাকুন নিরন্তর।

১০| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর কবিতা ...
সংকলনে যাচ্ছে ...

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:১৫

পেন আর্নার বলেছেন: আনাড়ি একজন মানুষের ব্লগে স্বাগতম নাফিস ভাই।
আপনাকে ধন্যবাদ।

বাই দ্য ওয়ে, কীসের সংকলন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.