নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

ছেঁড়া

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩

মনে কতটা কষ্ট থাকলে একটা মমতার সাগর গড়া যায় সুরের কাঁচকূপে-

কেউ এসে শুনিয়ে যায়নি সেবেলার গল্প,‌ কপালে চুমু এঁকে।

দূরের আকাশে কখন ফোটে একটা দুটা মৌন তারা, বিষণ্ণ চোখের শান্তি হয়ে-

কখনো দেখেনি কেউ দরজার ওপাশ থেকে, বুকচাপা কান্না নিয়ে।

আঙুলের এক একটি স্পর্শ কেমন করে হয়ে ওঠে আঁধার ছেঁড়া হাহাকারী বাণ-

ঠোঁটের ভাষায় বাঁধিয়ে করেনি সেকথা কখনো কেউ নির্মাণ।

এক আকর্ষিক বিভ্রমে পড়ে তুলিতে তুলিতে রঙিন বিষের ছোবল নিয়ে

মুখ থুবড়ে পড়ছে জীবনের আদ্যপান্ত আস্তরণগুলো, নিগ্রহের শাদা পাতায়-

ঝড় এসে চলেও গেছে ক্লান্ত পায়ে, উৎসের কাছে। ধ্বংসের অবশেষ হাতে।

অথচ, এখনও আমি এখানে বসে-

একটা শব্দ লেখার জন্য কাঁদছি অবিরাম ধারায়।



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১০

মৃদুল শ্রাবন বলেছেন: ভালো লাগল। তবে গদ্যরুপে আরো ভালো লাগত।

২১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১৩

পেন আর্নার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে, মৃদুল শ্রাবণ।

গদ্যরুপে- হয়তো। শব্দগুলো স্বাধীন, যেদিক খুশি সেদিক উড়ে যাবার জন্য। যার যেভাবে ভালো লাগবে, সেক্ষেত্রও স্বাধীন।

ভালো থাকুন।

২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্নিগ্ধ পাঠ ৷

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর।

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালই।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই।

কেমন আছেন?

৪| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অথচ, এখনও আমি এখানে বসে-
একটা শব্দ লেখার জন্য কাঁদছি অবিরাম ধারায়।

এ লাইনগুলো নিজের ও মনে হচ্ছিলো।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: অথচ, এখনও আমি এখানে বসে-
একটা শব্দ লেখার জন্য কাঁদছি অবিরাম ধারায়।

সুন্দর !

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:২৬

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ অভি ভাইয়া।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

যমুনার চোরাবালি বলেছেন: সুন্দরের শেষ নেই তারপরও লিখাটির আরেকটু যত্ন নিলে আরো অনেক সুন্দর হতো। এখন যে সুন্দর হয়নি তা বলছি না কিন্তু।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২

পেন আর্নার বলেছেন: আচ্ছা।

ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.