নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

খবর

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮

৪ঠা অগ্রহায়ণ, ১৪২১ বঙ্গাব্দ



খবরঃ
কলঙ্কিত এক জ্যোৎস্নার রাতে নগ্ন হাতে একটি কলমকে খুন করা হয়েছে।
বিদ্ধস্ত টুকরো পাতায় বেঘোরে ছিটকে ছিটিয়ে পড়া তার কিছু শেষ...


বিস্তারিতঃ
জ্যোৎস্না রাত, একটি... প্রশ্রয়ের রাত। শোনা যায়,
এ রাতে বহু বেনামী চিঠি লেখা হয় অ-জ্ঞাত ঠিকানায়।
জ্ঞাত ঠিকানা ছেড়ে
কোথায়, কেউবা নিজেই অ-জ্ঞাত হয়ে চলে যায়।
প্রশ্রয় পেয়ে, বহু রহস্যের বন্ধ জানলায়
আশ্রয় খোঁজে
বিষণ্ণ আর জীবিতপ্রায় আত্মারাও।
ভুল অঙ্কে ভুল করে
কেউবা বসিয়ে দেয়
এক আর একের ভাগফল।
ফলাফল
শুনে হাসে
উন্মাদনায় মাতে
বেউরির বন।
নাম না জানা, মন-
আত্মপরিচয় গোপনকারী,
এক কবি গাঁজাখুরি
কলঙ্কিত এক জ্যোৎস্নার রাতে নগ্ন হাতে একটি কলমকে খুন করেছে।
বিদ্ধস্ত টুকরো পাতায় বেঘোরে ছিটকে ছিটিয়ে পড়া তার কিছু শেষ কথা—
আপনারা শুধু ওটুকুই পড়তে পারবেন।
অজানা কথা অজানাই থেকে যাবে
চিরকালের মতো।
লিখতে লিখতে কালি ঝরিয়ে
নিঃশেষ করে
খুব যত্নে;
খুব যত্নে
খুন করে গেছে কবি,
খুন করে গেছে তার সচেতন প্রতিচ্ছবি।



*[ছবি কৃতজ্ঞতা- গুগোল]

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২২

 বলেছেন: ++++++ :D

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

পেন আর্নার বলেছেন: দুই আঁটি ধইন্যা। :-)

ভালো থাকুন।

২| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো লেগেছে!

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৪

পেন আর্নার বলেছেন: আপনার মন্তব্যও খুব ভালো লাগলো :-)

ভালো থাকুন ভাইয়া।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

মামুনূর রহমান বলেছেন: ভালো লাগলো ।

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকুন নিরন্তর।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

অদৃশ্য বলেছেন:





কলমটি খুন হবার আগে যা লিখে গেল তার কিছুটা কি আমরা জানতে পারলাম আর কিছুটা কি অজানার গহীনে থেকে গেল... নাকি কলমটা বিধ্বস্ত হবার আগে যা লিখেছিলো তার পুরোটাই গোপন থেকে গেলো...

লিখাটির একটি আলাদা স্বাদ পাচ্ছিলাম... ভাবনাটা সুন্দর...

শুভকামনা...

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

পেন আর্নার বলেছেন: কিছুটা জানলেন, কিছুটা হয়তো থেকে গেলো অন্ধকারে...।

ধন্যবাদ অদৃশ্য ভাইয়া।
ভালো থাকুন।

শুভকামনা।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২

মৃদুল শ্রাবন বলেছেন: এ রকম একটা জ্যোৎস্না রাতে আমি খুন হতে চাই, খুনি খুঁজছি।

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৩

পেন আর্নার বলেছেন: চমৎকার।

খুন হয়ে যান, শুভকামনা...।

তার সাথে ভালোও থাকুন।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: এই হত্যাকাণ্ডে কোন অভিযুক্ত আসামী নেই, বরঙ পুরষ্কৃত হবেন খুনী কবি। কলমের কালি শেষ হলে রক্ত ভরে নিয়ে তিনি লাল রঙে লিখবেন বিপ্লব আর বিষাদের কথামালা।

শুভকামনা।

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯

পেন আর্নার বলেছেন: .....আহা।

সেটাই!

ধন্যবাদ হামা ভাই...লেখাটা কেমন পেলেন, সেটাও জানিয়ে গেলে ধন্য হবো।

ভালো থাকুন।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো হইছে


জ্যোৎস্না রাত, একটি, প্রশ্রয়ের রাত। শোনা যায়,
এ রাতে বহু বেনামী চিঠি লেখা হয় অ-জ্ঞাত ঠিকানায়।
জ্ঞাত ঠিকানা ছেড়ে
কোথায়, কেউবা নিজেই অ-জ্ঞাত হয়ে চলে যায়।

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ভাই।

ভালো থাকুন নিরন্তর।

৮| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য , মুগ্ধপাঠ্য !

মুগ্ধতা জানবেন :)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪২

পেন আর্নার বলেছেন: হিহিহি!

ধন্যবাদ অভি ভাইয়া। মুগ্ধতা জানলাম।

শুভকামনায় থাকুন, ভালো থাকুন।

৯| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫

আলম দীপ্র বলেছেন: পাঠে মুগ্ধতা ! অসাধারণ !

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দীপ্র ভাইয়া।

আমার ব্লগে স্বাগতম। ভালো থাকুন নিরন্তর।

১০| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: ভিন্ন স্বাদের কবিতায় ভাল লাগা রইলো। অনেক ভালো লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

পেন আর্নার বলেছেন: আপনাদের ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো।
এটাই সার্থকতা, লেখার।

ভালো থাকুন সবসময়।

১১| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অব্যক্ত মনঃকথা রয়ে যায় পাঠকপটে ৷

ফরম্যাটখানি ভিন্নধর্মী ৷

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর দাদা।

ভালো থাকুন সবসময়।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৩

এহসান সাবির বলেছেন: লিখতে লিখতে কালি ঝরিয়ে
নিঃশেষ করে
খুব যত্নে,
খুব যত্নে,
খুন করে গেছে কবি,
খুন করে গেছে তার সচেতন প্রতিচ্ছবি।



চমৎকার।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ, আবারো।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.