নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

সুরঃ এ স্মাইল ফ্রম দ্য ওয়েস্ট

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১৫


[প্রকৃত ছবি - ইভান ভিয়েরা]

আমার মৃত্যুর পরে
একবার হলেও সেই চোখের ছায়া
পড়বে এই ঘরে
সুরের এমন এক জগত আমাকে চেনাতে এসে
আমার হৃদয়ের ছায়ায় তারও একটা আলোহীন অংশ, না চাইতেও,
সে ফেলে গেছে।
আমার লিখতে ইচ্ছা হয় না, চার দিন হয়ে গেলো। কথাদের তর্কে-বিতর্কে
ঘুমকেও অনেকরাত কাছে আসতে দিতে পারিনি। তবু
এরকম সুরেদের মাঝে হারিয়ে যাওয়া যায় তখনও।
এরকম সুরে, হারিয়ে যাওয়া থাকে
মিছে মিছে স্মৃতির পিছু নেওয়া থাকে
পিছুটান থাকে। হাসিও থাকে
আক্ষেপের হাসি।

একটা ব্যর্থ অতীতের সংক্ষিপ্ত আক্ষেপের হাসি; তবুও কেন জানি সে হাসি মুখে পড়তেই
নিজেকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে আমার অস্তিত্বকে। অস্তিত্ব—
যাকে দীর্ঘ পথ দেখাবার জন্য তার মতোন কোনো ছায়ার জন্মকে এই পৃথিবী বারবার গর্ভ দিয়ে দেয়।
পশ্চিম সমুদ্রে মায়ারা পড়ে থাকে, কান খোলা রেখে। দূর থেকে কেঁদে ভেসে আসে সুর। তেমনি সুর।
কোন সে জানালা থেকে দৃষ্টির কৌতূহলী আবেদন একবার ছুঁয়ে গেছিলো তাকে, তার ভাবনাকে-
ভাবলে আজও মন কাঁপে।
বাতাসে বাতাসে অনুভূতির অস্ফুট হয়ে যাওয়া প্রভাব,
না না হয়ে থাকা ভাব,
দৃশ্যতা-অদৃশ্যতা
সবকিছু
তাকে ঘেরা।
সব অয়োময়োতা
আর সুখো বোধন
তাকেই জানাতে চায় অনেক কথা।
তবু একটা কথা, গোছানো কথাদের ভিড় ছেড়ে বারবারই ইচ্ছে করে হারিয়ে যেতে চায় ইচ্ছের বাইরে।
.. না বললেও সে শুনে নেবে, কোনো না কোনোদিন।

এই ছোট ছোট আনন্দ বুঝে নেবার অধিকার যে দিয়েছিলো একদিন,
এই ছোট ছোট বুঝে পাওয়া।
সচেতনে নয়, এসব অবচেতন-অচেতন ভালোলাগারা অধিকারে পরিণত হয়
কবে যে কীভাবে,
জীবনের খানিকটা সময়ে!
অথচ
মনে রাখি
চিরকাল...... ।।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৬

সায়েদা সোহেলী বলেছেন: যেন না বললেও সে শুনে নেবে কোন না কোন একদিন ...

লেখা ভালো ই লেগেছে কিন্তু নামকরণ টা ধরতে পারিনি

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু। এবং অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

সহজভাবে বললে, নামকরণটা করেছি একটি প্রিয় গানের শিরোনামে (একই নামের)।
আমার অনেক লেখার পেছনে কাজ করে সুর। ইন্সট্রুমেন্টাল ট্র্যাক। তো সেই গান বা সুরের অনুরণন থেকে কিছু নিজি কথা এবং অনুভবতাকে আমি লেখায় রূপ দিয়েছি।

তবে, লেখায় শিরনামের স্পষ্ট ছাপও আছে। ছাপটা শব্দ বুননের থেকে ভাবের বুননে বেশি। এই লেখায় কারো জন্য আমৃত্যু প্রতীক্ষা আছে, কারো আগমনের ছায়া আছে, দূরত্ব আছে এবং সেই দূরত্বে থেকেও নিজেকে আপন করে নেওয়া আছে। এই 'যা' আছে, তার সমস্ত প্রতিফলনকে আমি যদি একটা হাসির মতো সুখবোধন কিছু ধরে নেই এবং একে নির্দিষ্ট দিক দেই, তাহলে নামকরণটা মিলেমিশে যায়।


আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুস্থ থাকুন।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

আলম দীপ্র বলেছেন: বাহ ! বেশ !
ভালো লেগেছে । লিখে চলুন । শুভকামনা রইল । :)

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দীপ্র ভাইয়া।

আপনার প্রতিও শুভকামনা। :-)
ভালো থাকুন।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: অন্য রকম লেখা। ভাল লাগল।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন ভাইয়া।

শুভসন্ধ্যা এবং শুভরাত।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ডি মুন বলেছেন: তবু একটা কথা, গোছানো কথাদের ভিড় ছেড়ে বারবারই ইচ্ছে করে হারিয়ে যেতে চায় ইচ্ছের বাইরে।


লাইনটা খুব ভালো লাগল।

সুন্দর কবিতা
++++

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ডি মুন।

ব্লগে স্বাগতম। নিরন্তর ভালো থাকুন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২০

খেলাঘর বলেছেন:


এটা আমি লিখলে আপনি পছন্দ করতেন?

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৮

পেন আর্নার বলেছেন: ঠিক জানি না। না জানারই কথা।


ভালো থাকুন।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

শুভ সকাল।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৫

এহসান সাবির বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০২

পেন আর্নার বলেছেন: আচ্ছা।

শুভকামনা।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

নেক্সাস বলেছেন: চমৎকার কবিতা

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ নেক্সাস।

আমার ব্লগে আপনাকে স্বাগতম।

ভালো থাকবেন।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

অদৃশ্য বলেছেন:



চমৎকার অনুভূতির প্রকাশ... সত্য বলতে কি আমি নিজেও সুর দ্বারা আক্রান্ত প্রায়শই... সুর আমাকেও দারুনভাবে টানে এবং বিভিন্ন সময়ের মাঝে আমাকেও দাড় করিয়ে দেয়... অবিশ্বাস্য হলেও কথাগুলো সত্য... আপনার লিখাটিই তার প্রমাণ যে এমনটা অনেকেরই হয়... লিখাটি দারুভাবেই অনুভব করতে পেরেছি...

শুভকামনা...

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

পেন আর্নার বলেছেন: মন্তব্যে ভালোলাগা জানবেন অদৃশ্য ভাই।

শুভেচ্ছা।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১০

সায়েদা সোহেলী বলেছেন: হুম আবার পড়লাম নামকরনের ব্যখ্যা মাথায় রেখে


প্রথম বার প্লাস দিতে ভুলে গিয়েছিলাম , এবার আর সে ভুল হয়নি :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১১

পেন আর্নার বলেছেন: :-) আচ্ছা।

ভালো থাকুন আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.