নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

অলস আঁকিয়ের আঁকা সাম্প্রতিক ছবিগুলো

২২ শে মে, ২০১৫ রাত ১২:৩৩

আঁকতে ইচ্ছা করে-করে না'র সন্ধিক্ষণে আঁকা কিছু চরিত্র...

**

ছেলেটার চোখ অবিকল তার মায়ের মতো দেখতে।

**

নন্দিতা।

**

লেখক।

**

পেরিকনসেপশোনাল রি-ট্রান্সমিউটেশন ব্লা ব্লা ব্লা

**

ছবিটাকে নাম দেইনি। তবে দেখলে কী কী জানি মাথায় আসে।

**

থ্রিডি আঁকার খায়েশ পূরণ করলাম।

**

ছবিটাকে নাম দেইনি। শুধুমাত্র কল্পনার রূপান্তর।

**

যেভাবে আঁকা, সেভাবেই রাখা। কাঁটাছেঁড়া মুছতে অলস লাগে তো।

**

আনন্দ চীর।

**

ম্লান।

**

স্থবির অপার অন্ধকারে।

**

চাই।


(আমার আঁকা সব ছবিতেই ভুল থাকে।)
- পেন আর্নার

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৪৩

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: প্রথম ভালো লাগা। আপনিতো জিনিয়াসরে ভাই।

২২ শে মে, ২০১৫ সকাল ৯:০২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ জানবেন। এবং ব্লগে স্বাগতম। না রে ভাই, আমি জিনিয়াস নই।

ভালো থাকুন। ভালো থাকুন।

২| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৪৫

মাসুম মুনাওয়ার বলেছেন: ভালো লাগলো

২২ শে মে, ২০১৫ সকাল ৯:০৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ মাসুম মুনাওয়ার ভাই। আমার ব্লগে স্বাগতম।

ভালো থাকা হোক নিরন্তর।

৩| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৫০

রিকি বলেছেন: আমার আঁকা সব ছবিতেই ভুল থাকে--- এত নিখুঁত ভাবে এঁকেও যদি নিজেকে ভুল বলেন ভাই! পোস্টে অনেক অনেক ভালো লাগা... :)

২২ শে মে, ২০১৫ সকাল ৯:১২

পেন আর্নার বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানুন রিকি ভাই। এবং ব্লগে স্বাগতম।

ঘটনা তো এখানেই. .আলো ছায়া, যা সাধারণ চোখে ধরা পড়বার কথা নয় :-) এজন্য কতো আনন্দচিত্তে ভুলভাল ছবি আঁকতে পারি ^_^
ভালো আঁকিয়েরা ধরতে পারবেন ভুল। যদিও আমি পাত্তা দিবো না :P

ভালো থাকুন!

৪| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৫৮

আহসানের ব্লগ বলেছেন: নন্দিতা টার মডেল কে ?

২২ শে মে, ২০১৫ সকাল ৯:০৭

পেন আর্নার বলেছেন: একজন বোন।

৫| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৫৮

আহসানের ব্লগ বলেছেন: প্লাস +++

২২ শে মে, ২০১৫ সকাল ৯:০৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আহসান আপনাকে। :-)

ভালো থাকুন।

৬| ২২ শে মে, ২০১৫ রাত ১:১৩

শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন: সুন্দর হয়েছে!

ভাল লাগা জানবেন :) !

২২ শে মে, ২০১৫ সকাল ৯:০৪

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ শঙ্খচিল_শঙ্খচিল :-)

ভালো থাকুন সবসময়। আমার ব্লগে স্বাগতম।

৭| ২২ শে মে, ২০১৫ রাত ২:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: আপনার আঁকার হাত খুব ভালো। প্রতিটি ছবিই ভালো হয়েছে।

২২ শে মে, ২০১৫ সকাল ৯:০১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক। আমার ব্লগে স্বাগতম।
আমার মা তাঁর ছেলেবেলায় ছবি আঁকতেন। আমার দাদা খুব ভালো ছবি আঁকতেন। তাও কলমে। আমি তেমন আঁকি না।

ভালো থাকুন নিরন্তর।

৮| ২২ শে মে, ২০১৫ সকাল ৯:০৯

এন জে শাওন বলেছেন: দারুন। তবে ৩মাত্রিক টাই সবচেয়ে সুন্দর লাগছে।

২২ শে মে, ২০১৫ সকাল ৯:২২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ এন জে শাওন। এবং আমার ব্লগে স্বাগতম।

আমার কাছেও এটা বেশ প্রিয়। কীভাবে কীভাবে যেন এঁকে ফেলেছিলাম।
ভালো থাকুন।

৯| ২২ শে মে, ২০১৫ দুপুর ১:২৭

সুমন কর বলেছেন: এতো সুন্দর আপনি আঁকেন !! চমৎকার ।।।

৬+।

২২ শে মে, ২০১৫ রাত ৯:৩৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। ভালো মন্তব্যে সত্যি ভালো লাগে। কিন্তু আমি অতো ভালো আঁকি না, চেষ্টা করি।

সুস্থ থাকুন।

১০| ২২ শে মে, ২০১৫ দুপুর ১:২৯

অন্যসময় ঢাবি বলেছেন: ভাল লাগল

২২ শে মে, ২০১৫ রাত ৯:৩৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ অন্যসময়। আমার ব্লগে স্বাগতম।

ভালো থাকুন।

১১| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৪৯

এলা বলেছেন: আল্লাহ, কী সুন্দর! ! আপনার কাছে আঁকা শিখবো। আমি নিজেও আঁকতে ভালোবাসি, যদিও কিছুই পারিনা।

"স্থবির অপার অন্ধকারে" আর নাম না দেয়া ছবি দুইটা খুব ভালো লেগেছে।

২২ শে মে, ২০১৫ রাত ৯:৩৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ এলা আপু! আমার ব্লগে স্বাগতম। হেহে, পারতে হবে না। কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যা মনে চায় আঁকুন। আঁকতে থাকুন। হাত চলে আসতে বাধ্য :-)

আবারো ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৫৮

জেন রসি বলেছেন: বাহ!
চমৎকার!

২২ শে মে, ২০১৫ রাত ৯:৩৮

পেন আর্নার বলেছেন: :-) ধন্যবাদ জেন রসি।

ভালো থাকুন।

১৩| ২২ শে মে, ২০১৫ বিকাল ৩:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ফাটিফাটা.....আমি এমনটা স্বপ্নেও আঁকার কথা চিন্তা করতে পারিনা

২২ শে মে, ২০১৫ রাত ৯:৪১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ। আমার ব্লগে স্বাগতম।

প্রথমে কেবল স্বপ্নই থাকে। তারপর কীভাবে কীভাবে যেন স্বপ্নচিন্তাগুলো প্রতিফলিত হয়েও যায়।

সুস্থ থাকুন।

১৪| ২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাহ!!! চমৎকার।


আপনার আকার হাত তো খুবই ভাল।

২২ শে মে, ২০১৫ রাত ৯:৪৯

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দাদা! :-) শুভকামনা।

আপনিও শুভকামনা রেখেন, যেন আরেকটু ভালো আঁকতে পারি।
সুস্থ থাকুন।

১৫| ২২ শে মে, ২০১৫ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: পেন আর্নার ,




যদি শখের আঁকিয়ে হয়ে থাকেন তবে বলতেই হয় , আপনার আঁকার হাত ভালো ।

শুভেচ্ছান্তে ।

২২ শে মে, ২০১৫ রাত ৯:৫১

পেন আর্নার বলেছেন: :-) ধন্যবাদ আপনাকে আহমেদ জী এস।

আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকা হোক নিরন্তর।

১৬| ২২ শে মে, ২০১৫ রাত ১০:৩০

জুন বলেছেন: অনেক আগে শোনা একটি গান এর কথা মনে পড়ে গেল পেন আর্নার ।
ভুল যদি হয় না হয় এমন হোকনা ভুল ....

চমৎকার একেছেন ।
+

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:২৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ জুন :-)

ভালো থাকবেন।

১৭| ২৩ শে মে, ২০১৫ রাত ৩:৪৮

উর্বি বলেছেন: অস্থির সুন্দর সব গুলো ছবি :

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:৩০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ উর্বি। :-)

১৮| ২৩ শে মে, ২০১৫ সকাল ১০:৩০

হাসান রাজু বলেছেন: :|| ক্যামনে পারেন ম্যান ???????????????? B:-) /

২৪ শে মে, ২০১৫ রাত ১২:৪৪

পেন আর্নার বলেছেন: B:-) কী জানি ম্যান !

১৯| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন! আমি তো তেমন কোন ভুল দেখলাম না!! সব ছবিই তো চমৎকার লাগলো। আপনি ছবি, আর কবিতা দুটোই ভালো আকেন ও লিখেন।

২৪ শে মে, ২০১৫ রাত ১২:৫৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই। আচ্ছা থাক, ভুল দেখা লাগবেও না। আনন্দটা ভাগ করতেই ছবিগুলো দেয়া ^_^
আশা করি, সেটাই নিয়েছেন :-)

অনেক ধন্যবাদ আবারো। পথ হেঁটে যাচ্ছি ..চেষ্টা করছি। ভালো থাকবেন ভাই।

২০| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৯

পাজল্‌ড ডক বলেছেন: ''স্থবির অপার অন্ধকারে'' এবং ''চাই'' এই দুইটা বেশি ভালো লাগলো।

২৪ শে মে, ২০১৫ রাত ১২:৪৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ পাজল্‌ড ডক :-)

'চাই' আমার খুবি প্রিয়। আঁকাতে নয়, প্রিয়তাটা এর বলতে চাওয়া ভাবনাটাতে।

ভালো থাকুন।

২১| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:৫২

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর , অনেক ভাল লাগল । শুভ কামনা ।

২৪ শে মে, ২০১৫ রাত ১২:৪৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা। আমার ব্লগে স্বাগতম।

ভালো থাকুন সবসময়।

২২| ২৪ শে মে, ২০১৫ রাত ১:০২

সুলতানা রহমান বলেছেন: সবগুলো ছবি অসাধারণ।
নন্দিতা কে জীবন্ত মনে হয়েছে।

২৪ শে মে, ২০১৫ সকাল ১০:২৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুলতানা রহমান আপু। আমার ব্লগে স্বাগতম।

ভালো থাকুন।

২৩| ২৪ শে মে, ২০১৫ সকাল ৮:২৮

আরজু পনি বলেছেন:
আমার কন্যাকে গতকাল অফলাইনে আপনার এই ছবিগুলো দেখিয়েছি যেনো ভালো আঁকার আগ্রহ পায় ।
ও মোটামুটি ভালোই আঁকে ।

আপনার একটা দোষ বলি...অথবা পরোক্ষভাবে বুঝিয়ে দেই...
নেগেটিভ চিন্তা মানুষের গুণগুলিকে মলিন করে দেয়।

আশা করি বুঝতে পেরেছেন ।

আপনি ফেসবুকে আমার খুব পছন্দের একজন মানুষ। কিন্তু আপনার এই নেগেটিভ ভাবনার প্রকাশ দেখলে অস্বস্তি হয়।
অনেক শুভকামনা রইল ... :D

২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৩৪

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু। জ্বি, বুঝতে পেরেছি। মানুষটা আমি ইতিবাচক যদিও, ইদানিংকার কিছু ঘটনায় অস্বস্তির সাথেই ছোঁয়াছুঁয়ি খেলে চলছি। খুঁড়ছি আপু নিজেকে। জানি তো আমি, এমনটা আমিও নই। জীবনটা সংক্ষিপ্ত, কিন্তু টু বি অনেস্ট, সঠিকভাবে সঠিক হতে চাইছি সময় নিয়ে :-)

আবারো ধন্যবাদ।
শুভকামনা আপনার কন্যার জন্য আপু :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.