নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

।। সেই ।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৪



[ছবি - Vilhjálmur Ingi Vilhjálmsson]



তোমার গেঁথে যাওয়া টাইম ক্যাপস্যুলে খুব পুরনো হয়ে আছি

আর তুমি এখনও সেই টই টই খোকন,



এই ভালো থাকার বহু না-কারণে

তবু অনেক ভালো থাকার গুপ্ত অবগাহন

-

উপেক্ষা করা যায় না, তবু।



কোথাও কারো কাছ থেকে লুটে যায় ভালো থাকার আশাগুলো

কোথাওবা এমনিই লুটিয়ে পড়ে থাকে ভালো থাকারা,

-

তখনও

একটু হাসতে হয়

আর একটু না বুঝিয়ে— বুঝতে দিতে হয়।



কোথাও ধারণারা ভুল হয়ে জন্ম নেয় আপন গর্ভে,

ব্যাঙের ছাতার মতোন

কোথাওবা ছুরিগুলো নকশায় নকশায়

ভাসায়

যন্ত্রণার ক্ষরণ...,





তবু,

তবুও...

আর তুমি এখনও সেই টই টই খোকন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

পেন আর্নার বলেছেন: :-)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কোথাও ধারণারা ভুল হয়ে জন্ম নেয় আপন গর্ভে,
ব্যাঙের ছাতার মতোন
কোথাওবা ছুরিগুলো নকশায় নকশায়
ভাসায়
যন্ত্রণার ক্ষরণ...,


সুন্দর।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬

পেন আর্নার বলেছেন: :-)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর।

শুভ বসন্ত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সাবির ভাই।

শুভ বসন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.