নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

সারি

২১ শে মে, ২০১৫ রাত ১১:২১

পলেথিন বেঁধে ঘুড়ি ওড়ানোর দিন ভুলে গেছে ওরা
পাতার ওপর পাতার ছায়া, রৌদ্র আর
বাতাসের গান। আধ বিঘে জমির ওপর মরে পড়ে থাকা কবিতার পানকৌড়ি
সবুজ দিন, মৃদুল হাসি, রাঙ্গানো আঙ্গিনা
খুলে পড়ে আছে সব, সবি থাকে
যার যার যেমন তুলে নেওয়ার চোখ তারপর, তুলে নেয় সেভাবে।
কেউ কেউ আছে মুক্ত চোখে, জল টেনে টেনে হারিয়ে যায় সমুদ্রে;
তারই পুনর্জন্মানো কোনো ঘোর আয়নায় ভেসে ওঠে—
লম্বা খোলা চুলগুলো আনমনে আনমনে
আঁচল পড়া বুকের ওপর থেমে আছে সান্নিধ্যের নিঃশ্বাসের মতোন। কারও খেয়াল নেই।
কারও খেয়াল নেই কবে থেকে, সন্ধ্যারাত, তার ছবি আঁকছে
তার ছবি আঁকছে
ছেলেবেলার এক বৃদ্ধ রাখাল।



*নোটঃ পড়া- এখানে 'আঁচল পড়া বুকের ওপর..' এই লাইনে 'পড়া' শব্দটি বুকের ওপর আঁচলের পড়ে থাকা অবস্থাকে বোঝাচ্ছে।
পরিধানের 'পরা' অবস্থা অর্থে নয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ রাত ১২:৩২

আহসানের ব্লগ বলেছেন: ভালো লিখেচেন ।

২২ শে মে, ২০১৫ সকাল ৮:৫২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আহসান।

ভালো থাকুন।

২| ২২ শে মে, ২০১৫ রাত ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:২৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই। :-)

৩| ৩০ শে মে, ২০১৫ রাত ২:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অপেক্ষা অতলস্পর্শী সূদীর্ঘকালের ৷ বিস্মৃতিতে কিংবা প্রবাহে ৷

উপভোগ্যপাঠ ৷

৪| ৩১ শে মে, ২০১৫ দুপুর ১:৩৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ :-)

ভালো থাকা হোক নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.