নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

নিশ্চুপ

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:০৮

একরাশ মধুমালতি
নিশ্চুপ কুড়িয়ে আনা সন্ধ্যা শহর
গল্পছবি,
রাতের মতো নিস্তব্ধতা প্রতিটি ঘরফেরা চাকায়
যেন স্বস্তির গন্ধ কেবল প্রিয়তমর পাশ বালিশে
ঘেমে গেলে ইলেকট্রিক পাখাটায় বাড়িয়ে দেওয়া গতি-
সেও এক আটপৌরে সংসারের বাকি সদস্যের আর একজন ।
অল্প ঝোল ডাল চেটেপুটে খাওয়ার তৃপ্তি ক্ষুধার পুরো অস্তিত্বকে একলাই
লুকিয়ে ফেলে হাসির আড়ালে,
ঠিক সেই সময়ে, প্রিয়তমার মুখে চোখ রেখে পার করা যায় হাজারো সান্ধ্য আইনের রাস্তা
মূলত, গাছেদেরও থাকে সান্ধ্য আইন—
এসব কি কেবল কবিদেরই ভাষায়?
নাকি তুমি দেখেছো তাদের
কেমন-চুপ-থাকা সব অনুভবতাদের
অথবা, ভুল দেখতে দেখতে পুরনো শুদ্ধতাকে ভুলে যায় ঐ খেরোখাতার কাটাছেঁড়া
কবিতারা-
কৃণনরূপ
নিশ্চুপ
একরাশ মধুমালতি
কুড়িয়ে আনা সন্ধ্যা শহর
গল্পছবি ।

____________
২সরা আগস্ট, ২০১৫



**'কৃণন' শব্দটি নিজের তৈরি। অনুভবতার সাথে যেভাবে এর অর্থ দাঁড় করাতে চেষ্টা করেছি-
কৃণন (ক্রিয়া) - আত্মগোপন করা, নিজের মতো থাকা, বিচ্ছিন্ন থাকা
কৃণনরূপ (বিশেষণ)

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৮

হামিদ আহসান বলেছেন: সুন্দর প্রকাশ ৷ ভাল লেগেছে .....

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামিদ আহসান।

আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকুন।

২| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৩

সুমন কর বলেছেন: চমৎকার এবং ২য় ভালো লাগা রইলো।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

শুভ রাত।

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ২:৫৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

উর্বি বলেছেন: চমৎকার

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ২:৫৯

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ উর্বি।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯

আমিনুর রহমান বলেছেন:



পিচ্চি একটা মেয়ে এতো সুন্দর করে কিভাবে লিখে #:-S

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৫২

পেন আর্নার বলেছেন: হিহি :)

আমার ভাইপোরা কেমন আছে??!

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:০২

আমিনুর রহমান বলেছেন:



ভালো আছে সবাই :)

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৯

পেন আর্নার বলেছেন: ^_^

৭| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

রাইসুল নয়ন বলেছেন: মেলা দিন পর এ গ্রহে আসলাম!
লেখা পড়ে বেশ শান্তি শান্তি লাগছে।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ রাইসুল ভাই।

ব্লগের পুরনো পরিবেশকে মনে করি, মিস করি।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্ন্যাপশট যাপিতকাল ৷ স্নিগ্ধ, মুগ্ধতা ৷

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানবেন।

ভালো থাকা হোক সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.