নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

সাক্ষী ---

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৭

ছেলেটা
পালিয়ে গেলো
ঠিক পালালো না,
ইচ্ছে করে
হারিয়ে গেলো
সোমা দৌড়লো পেছন পেছন
যতোটা সময়ের ঐ ভয় তাকে তাড়িয়ে বেড়ায়
সোমা দৌড়লো পেছন পেছন
বাগান, সদর দরজা, মাধবতলা, জোসেফ হাউজ, কলত্রির গৌড়ী মন্দির, শেরেটির নির্জন রাস্তাটা-
সব পেরিয়ে,
এক অচেনা অজানায় আক্রান্ত ভীষণ সোমা
ঠায় দাঁড়িয়ে গেলো
শিশুর মতো কেঁদে-
কে দেবে খোঁজ?
কোথায় গেলো সম্ভু? ও কি এখনোও হারিয়েছে?!
কোথা থেকে জানিনা, এক রঙ-চরিত
তদ্ভব আঁধারের ভাঁজে ভাঁজে তখন বিলি হয়
শেষ ছোঁয়ালির সুর
টানে বাতাস ফিসফিস
আমি জাগি
আমি জাগি
আমি, সাক্ষী।

বাগানের ঐ বেড়ায় এখনোও লেগে আছে আঙুলের ছাপ
পালিয়ে যাবার সময় সম্ভু ধরেছিলো ওটা,
সদর দরজা পেরুতেই যে শিমুল গাছ
ওর সামনে এখনোও জমে আছে কয়েকটা আহত পাতা
খালি পায়ের সম্ভু, আহা
ভেবেছিলো গোটা রাত শিমুল গাছে কাটিয়ে চিন্তায় ফেলে দেবে সকলকে,
ঐতো, গৌড়ী মন্দিরের পূর্ব দেয়ালে
লেগে আছে ঘামের নোনতা দাগ
ছেলেটা তখনোও দাঁড়িয়ে কাঁদছিলো
বোনের প্রাণান্ত ডাকে অভিমানে ফেটে,
শেষ জোসেফ হাউজের লন্ঠনের আলোয় দেখেছিলাম সম্ভুর মুখ
মমতার হাতে জড়ানো এক কোমল অভিমান সেই মুখ,
আর এই শেরেটি, নির্জন রাস্তাটির পায়ে পায়ে সব উৎকন্ঠার বাঁধন ভেঙে চলে গেছে-
হারিয়ে গেছে যেখান থেকে
ঐ মুখ
ঐ পদচিহ্ন
ছুটতে থাকা।

বাতাসেরা থমকা থেমে আবার গতি নেয়।
পায়ের কাছে রেখে যায় আমাকে।
জড়োসড়ো কাবু, ঠায় দাঁড়িয়ে
বিমূর্ত মূর্তির মতোন
অশ্রুকাতর বোন
সোমা
আর ওদের মাঝখান
হয়ে
পড়ে থাকি আমি, নীরব,
পড়ে থাকি আমি
সাক্ষী।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭

শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।

শম্ভুর জন্য বোন সোমার আকুতিটা ছবির মত চোখের সামনে ভাসছে - সত্যি অপূর্ব সৃষ্টি আপনার।

ভাল থাকুন। সবসময়।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৮

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাই।
আমার ব্লগে স্বাগতম। আপনার মন্তব্যটি ভালো লেগেছে খুব।

ভালো থাকুন নিরন্তর।

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: পুরো একটি স্নেহমাখা গল্পই পেলাম, কবিতায়।

ভালো লাগা রইলো।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

হম।

ভালো থাকুন। :-)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৯

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন :-)

ভালো থাকুন।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ প্রামানিক।

আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকুন।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

জেন রসি বলেছেন: চমৎকার। ভিন্ন আঙ্গিকে উপস্থাপনা এবং সাবলীল গতিময় লেখা ভালো লেগেছে।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ জেন রসি।

শুভকামনা।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২২

উর্বি বলেছেন: ভালো লাগল

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ উর্বি।

শুভকামনা।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৫

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার লেখা, খুব ভালো লাগলো।উপস্হাপনার ধরন দারুন

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

পেন আর্নার বলেছেন: :-)

ধন্যবাদ ভাই।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই :-)

৯| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

অদৃশ্য বলেছেন:





সুন্দর...


শুভকামনা...

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই।

বহুদিন পর..।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ক্ষণকাল, বহমান, অব্যক্ত জীবনকথন ৷ অনুভবের ফ্লাশশট ৷

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

পেন আর্নার বলেছেন: :)

ধন্যবাদ দাদা। ভাই।

শুভকামনা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.