নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ

১৯ শে জুন, ২০১৬ রাত ৩:৫৯

আমি ঠিক এখনও জানিনা, যাকে ভালোবাসি রোজ
তাকে সেদিনও ভেঙ্গেচুরে ভালোবাসতে পারবো কি না
হঠাৎ মনে হলো আজ, তাকে ভালোবাসি
যাকে কখনো চোখে খুঁজিনি
কেবল মনে

সে সামনে এলে বিশ্বাস হবে না যেন,


চোখ বুজে তখনও হয়তো তাকে খুঁজে বেড়াবো মনে।


পৃথিবীর কোথাও দেখিনি সেই ভালবাসাকে
যে বুকে জন্ম নেয়, আর
পথে আসতে আসতেই
মরে পড়ে থাকে, একসাথে, দুটি হাতে। কী সুন্দর, কী অছোঁয়া, কী নিষ্পাপ



সে এই পৃথিবীর না, সে এই পৃথিবীর না, সে এই পৃথিবীর না

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৭:৩৭

বিজন রয় বলেছেন: অাজ সকালে অনেকগুলো ভালবাসার কবিতা পড়লাম। আপনার এটিও একটি।
অন্য পৃথিবীর ভালবাসা, অন্য রকম।
++++

১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:০২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ বিজন রয়।

:-)

শুভ হোক দিন।

২| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: আমার খুব প্রিয় একটা গানের সাথে মিল পেলাম (বলা যায় মিল বানিয়ে নিলাম)। সে এই পৃথিবীর নয় এর বদলে I don't belong here. Radiohead এর Creep.
https://www.youtube.com/watch?v=XFkzRNyygfk

১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৬

পেন আর্নার বলেছেন: শুনলাম ভাই।

I don't belong here.

৩| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:২২

অদৃশ্য বলেছেন:



এমন লিখা সবসময়ই আলাদা অনুভূতি তৈরি করে... আপনার লিখাটিও তেমন অনুভূতি তৈরি করেছে... যদি বলেন কেমন?... উত্তরটা ঠিক আপনার কবিতার মতোই... সে এই পৃথিবীর না...

স্বপ্নকে হয়তো মাটিতে নামিয়ে আনা সম্ভব তবে স্বপ্নানুভূতিকে বাস্তব অনুভূতিের সাথে মেলানো সম্ভব নয়... তেমনি কল্পনার ভালোবাসার সাথে বাস্তবেরটার ফারাকও অনেক... তাই কল্পনার ভালোবাসা কল্পনাতেই থাকুক... সে অনেক দূরেই থাকুক... সে নিখোঁজ থাকুক... আর ভালোবাসা তার গভীরতা বাড়াতে থাকুক...

শুভকামনা...

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১১

পেন আর্নার বলেছেন: আমি যা ভাবি-
'তুমি কখনোই সেটা নও, যা তুমি কল্পনা করেছো।
তুমি কেবল সেটাই, যা তুমি করছো।'

আপনার কথায়ও সম্মতি দিচ্ছি, কারণ, কল্পনাও একরকমের 'বাস্তবতা'। আমার কল্পনা আমার সাথে হেঁটে চলেছে প্রতিদিন, এর মতো সত্য বাস্তব আর কী হতে পারে (!)

শুভকামনা।

৪| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৩০

সুমন কর বলেছেন: ভালো লাগল। সুন্দর, অন্য রকম।

+।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১২

পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভ দুপুর ভাই।

৫| ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:০১

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ :-)

৬| ১৯ শে জুন, ২০১৬ রাত ১০:৩৩

বাশার বিশ্বাস বলেছেন: দারুন লাগ্লো তায় পরলাম ।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৪

পেন আর্নার বলেছেন: স্বাগতম :-)

৭| ২০ শে জুন, ২০১৬ রাত ১:১০

মনিরা সুলতানা বলেছেন: সে এই পৃথিবীর না!!!

২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৯

পেন আর্নার বলেছেন: এরকম ভাবতে কিন্তু মাঝে মাঝে ভালো লাগে (!)

৮| ২০ শে জুন, ২০১৬ ভোর ৪:১২

কালনী নদী বলেছেন: i think so!

২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৮

পেন আর্নার বলেছেন: কিছু ভালোবাসা নিখোঁজ থাক :-)

৯| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৯

শাব্দিক শব্দ বলেছেন: ভালো লাগলো, কবি!

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৬

পেন আর্নার বলেছেন: ধইন্যা :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.