নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

যদি কখনো...

৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২১

আস্তে আস্তে ছবি থেকে ছবির মানুষটা বেরিয়ে এসে আমার একটা ছবি তুলে নিয়ে বললো,


আপনি স্বপ্ন দেখছেন।
আমি বললাম, কীভাবে জানলেন?
সে বললো, আপনি আমাকে বলছেন।
কখন?
ঠিক এখন।
আর কী বলছি?
বলছেন যে, অবাস্তবকেই স্বপ্নের ভেতর দেখা যায়।
কেন? শুধু অবাস্তবই কেন, বাস্তবকেও যে মাঝে মাঝে স্বপ্নে দেখতে ইচ্ছে করে। এখন আমি হয়তো সেটাই দেখছি।
'এখন'। শব্দটা কতো স্পর্শকাতর, তাই না?
জ্বি।
জ্বি?! জ্বি কেন? হ্যাঁ বলুন। এতো আনুষ্ঠানিকতার কী আছে?
না, আমি এমনিতেই জ্বি বলি। বলছি।
আচ্ছা। চলুন বসা যাক এই ধারে।
নদী কোত্থেকে এলো!
আপনি যা ইচ্ছা করছেন, তা-ই দেখছেন। চলুন বসি।
আচ্ছা। কিন্তু আপনি কে?
আমি কেউ না। পরিচয় লিখতে গেলেই বিপদে পড়ে যাবেন।
কী অদ্ভুত তাই না?
কি অদ্ভুত?
এই যে, আপনার পরিচয় লিখছি না। তবু একটা অবচেতন ধারণা হয়তো হচ্ছে সবার, যে, আপনি একটি পুরুষ সত্তা।
তাই?
হম। আমাকে 'আমি' সম্বোধন করার পরই যে আমি 'আমি' হয়ে স্পষ্ট হই। আর আমিটা অবচেতনে একাকী সবসময় কেন জানিনা তার বিপরীত তুমি সত্তার সাথে আলাপন করে।
হম। কিন্তু বিপরীত সত্তা তো ঠিক আপনারই বিপরীত একজন আপনিও হতে পারেন। পারেন না? যাইহোক, নিজেকে অদ্ভুত লাগে কখনো?
... নিজেকে অদ্ভুত লাগে না। তবে নিজের ভেতরে থাকা কিছু ভাবনাকে অদ্ভুত লাগে খুব। তবে সবসময় না।
আর কখন অদ্ভুত লাগে না?
যখন ভাবনাগুলোকে সুন্দর লাগে।
কেন সুন্দর লাগে?
কারণ তারা সুন্দর। হাহা!


.....
আপনি কি এখানেই বসে থাকবেন?
কেন? আপনি উঠে যাবেন?
আমি ভুলে যাচ্ছি সব। লিখতে হবে।
আপনি তো এখনও ঘুমোচ্ছেন। আরেকটু বসতে পারেন।
আমি এখান থেকে উঠে গেলেই জেগে যাবো।
যদি না জাগেন?
তবে আবার আসবো।
আচ্ছা। কিন্তু...
কিন্তু? আপনাকে আর খুঁজে পাবো না, এই তো?
...হ্যাঁ।
সে আমি জানি। আমি এও জানি, অন্য কোনো সত্তায় আপনি আবারো ঠিক লুকিয়ে আসবেন। আর এভাবেই আবার আমার সাথে নদীর পাড়ে বসবেন।
(তার স্মিত হাসি)
আমার ছবিটা তখনও আমার হাতে। মনে হলো যেন স্বপ্ন দেখছি। বের হতে হবে সেটা থেকে। আস্তে আস্তে ছবি থেকে বেরিয়ে গেলো ছবির মানুষটা...



কিছু আধা-ভাঙা ভাবনা নিয়ে বিছানা থেকে উঠে ডায়েরিটা খুললাম...।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৮

সুমন কর বলেছেন: নিজের সাথে একা কথা বলা নাকি চিন্তা !!

পড়তে ভালো লাগল। +।

৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২১

পেন আর্নার বলেছেন: দুটোই। :-)

ধন্যবাদ ভাই।

২| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৩

fa siam বলেছেন: ভাল লাগল

৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ fa siam।

আমার ব্লগে স্বাগতম।

৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। বেশ একটা বিমূর্ত আবহ আছে।

৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাই।

লেখাগুলো হারিয়ে যাচ্ছে..।

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭

অদৃশ্য বলেছেন:



আধাজাগ্রত অবস্থায় বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কল্পিত দৃশ্য... আমার কি মনে হয় জানেন কেউ চাইলে তার স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারেন... তবে সেটা কিভাবে তা বলতে পারছিনা... এজন্যই ওভাবে বললাম... আমি অনেক চমৎকার সব স্বপ্ন দেখতাম আগে সাথে ভয়াবহ কিছুও ছিলো... তবে বেশিরভাগই চমৎকার... ঘুম ভাঙ্গার পর আমি অস্থির হয়ে যেতাম, আমি অনেক চেষ্টা করতাম সেগুলোকে গোছানোর তার খুব অল্পই আমার মনে পড়তো... কিন্তু স্বপ্নের অনুভূতিটুকু আমাকে আচ্ছন্ন করে রাখতো অনেকটা সময়... খুব চমৎকার স্বপ্নগুলোকে আমি আবার দেখতে চাইতাম, কোন এক মুহুর্ত থেকে... চেষ্টা করতাম, দেখা যেতো যে আমি নতুন কিছুতে চলে গেছি... তবে আমি না চাইলেও কিছু স্বপ্ন আমার কাছে কয়েকবার এসেছে, হুবহু না হলেও সেটাই বর্ধিতাংশ হিসেবে যাতে আগের সব কিছুই ছিলো... বেশ মজার তাইনা...

আপনার স্বপ্নদৃশ্যের কথোপকথোন থেকেই আমার উপরের কথাগুলো বললাম... আপনি চাইলে, খুব চাইলে হয়তো আমার তাকেই সেই নদীর কিনারে পাশে বসা অবস্থায় পাবেন... না পাবার সম্ভাবনা অবশ্য বেশি...
ভালো লেগেছে লিখাটি... স্বপ্নদৃশ্য লিখতে পারাটা চমৎকার ব্যাপার... আমারও খুব ইচ্ছে, যদিও আমি স্বপ্নদৃশ্য নিয়ে একটি কবিতা লিখবার চেষ্টা করেছিলাম বহু আগে... এবং সেই দৃশ্যটি আমার এখনো মনে আছে...

অনেকদিন পরে কোন পোষ্ট দিলেন... আরও নিয়মিত লিখুন...
শুভকামনা...

৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

পেন আর্নার বলেছেন: '... কিন্তু স্বপ্নের অনুভূতিটুকু আমাকে আচ্ছন্ন করে রাখতো অনেকটা সময়... খুব চমৎকার স্বপ্নগুলোকে আমি আবার দেখতে চাইতাম'

কী বলবো, অনেক কথা। তুলে ধরলাম তাই। :-) কিছু ঘটনা অনুভবের পৃথিবীকে ছেড়ে আরো কোথাও যেন যেতে চায়, তেমন..

কিছু কবিতা স্বপ্নের গর্ভ থেকেই জন্ম নেয়। জন্ম নিলেও, মাঝে মাঝে কেবলই গর্ভে থাকে তারা। প্রকাশ্য শব্দে তাদের জড়ানো যায় না, জড়িয়ে উষ্ণতাও দেয়া যায় না। কিছু কবিতা মৌন মনের স্বীকৃতি খোঁজে। বা নীরবতা। তারা তেমনই। আর এসব নীরবতার বিপরীতে সব শব্দই পাষাণ। হাহাহা!

শুভকামনা কবি..।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অন্যরকম দৃশ্যপট। ভালো লাগল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০০

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২

অদৃশ্য বলেছেন:



'' কিছু কবিতা স্বপ্নের গর্ভ থেকেই জন্ম নেয়। জন্ম নিলেও, মাঝে মাঝে কেবলই গর্ভে থাকে তারা। প্রকাশ্য শব্দে তাদের জড়ানো যায় না, জড়িয়ে উষ্ণতাও দেয়া যায় না। কিছু কবিতা মৌন মনের স্বীকৃতি খোঁজে। বা নীরবতা। তারা তেমনই। আর এসব নীরবতার বিপরীতে সব শব্দই পাষাণ।''

দারুন কথা... চমৎকার ভাবনা, চমৎকার শব্দ ও কথা, এসব থেকে চমৎকার দৃশ্য... কবিতা...

শুভকামনা...

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৮

পেন আর্নার বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.