নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা?

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

পৃথিবীর সবচেয়ে দুষ্টু মুখটা শান্ত হয়ে আসে
ঘুমে...
অনুভব করি।
অনুভব করা, মানে, তার সাথে বন্ধুত্ব করা। সে হতে পারে নদীও,
বা কোনো এক সকালের স্নিগ্ধতা।
হতে পারে একগুচ্ছ শূন্যতাও, (তাও শূন্যতার ধারেকাছে যেতে পারে না এমনকিছু)
প্রকাশ্য শব্দে তাদের জড়ানো যায় না, জড়িয়ে উষ্ণতাও দেয়া যায় না। কিছু কবিতাকথা মৌন মনের স্বীকৃতি খোঁজে।
বা কেবলই নীরবতা। তারা তেমনই। তারা তেমনই অনুভব।

তবু লিখছি। লিখছি এমনভাবে, যেন সমুদ্রে ছিঁড়ে ছিঁড়ে ফেলে চলছি অনুভূতির পাতা! পিছুটান নেই। কোথায় গিয়ে ডুবছে, ভাসছে, হারিয়ে যাচ্ছে- সে খেয়ালও নেই!


খুব মুগ্ধতা নিয়ে পড়ি পড়ি করে পাঠক হয়ে উঠিনি নিজে নিজের। নির্ভুল করে ভুল করেছি বিপরীতের পাতে ছিলো যতো অজুহাতের আমলনামা। এরাও শূন্যতা।
শূন্যতা, বহুবচনে।
একের শূন্যতা মানে তো পুরো শূন্যতা নয়। কেবল শূন্যের একটি অবস্থা। আর যদি ধরি লীনের বাইরে, যা একাকার, সেটাও শূন্য নয়। কখনোই শূন্য নয়।
যা বিলীন, তা কখনোই শূন্য নয়।

এমনকি যদি ধরিও
মানুষ, এবং মানুষের মাঝেই থাকা একটা বোধ
যা একাকার হয়ে যাচ্ছে, বা বিলীন হয়ে যাচ্ছে একটা জায়গায়- তবে সেখানে শূন্যতা নয়, অনন্ত ভরপুরতাই সত্য।

শূন্য দিয়ে শুরু। কিছু একটা দিয়ে যখন শুরু হয়, তখন সেই কিছু একটার আগে থাকে সেই কিছু একটার সৃষ্টি। শূন্যের আগে রয়েছে শূন্যের সৃষ্টি। যাকে আমরা অসঙ্গায়িত বলি।

ছবি যেমন সেটাই বলে, যা তাকে বলতে বলা হয়। তার আপন কোনো বোল বা শব্দ নেই। কথা নেই। ছবির বাইরে ভেতরে যে জীবন, সে জীবন বরাবরই স্বচ্ছ আয়না। দেখতে চাইলেই কেবল দেখা যায়।
নতুবা যাপনেই সমাধি নেয় সব প্রতিচ্ছবিরা। প্রতিফলন।
বেঁচে থাকে কেবল, গতানুগতিকতা।
বেঁচে থাকে কেবল ধারণা।


বেঁচে থাকে কেবল ধারণা, যাকে সংজ্ঞায়িত আর অসংজ্ঞায়িতের মাঝে মনে হয় কোনো উৎকৃষ্ট উচ্ছিষ্ট।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৯

fa siam বলেছেন: অসাধারন

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ fa siam :-)

বিমূর্ত কথারা সব। হাহা!

২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

বিজন রয় বলেছেন: প্রকৃতঃ শূন্যতার এই হৃদস্পন্দন জীবনের এক অনন্ত গহ্বর।

আমার এক কবিতার একটি লাইন আপনাকে দিয়ে গেলাম। এই লেকার সাথে মিলতেও পারে। বস্তুতঃ শূন্যতা আর মুগ্ধতার পাশাপাশি অবস্থান একটি দারুন ব্যাপার।

আপনার ১০০তম পোস্টে শুভকামনা জানিয়ে গেলাম।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

পেন আর্নার বলেছেন: নিজের ব্লগে আরেকটু কম চোখ পড়লে আমি হয়তো আপনার মন্তব্যেই জানতে পারতাম যে এটি আমার শ' তম পোস্ট হেহে।

'বস্তুতঃ শূন্যতা আর মুগ্ধতার পাশাপাশি অবস্থান একটি দারুন ব্যাপার।' - আমার কিন্তু আপনার এই কথাটি খুব ভালো লেগেছে। :-)

প্রকৃত, শূন্যতা নিয়ে আপনার করা প্রশ্নমন্তব্যকে কেন্দ্র করে সাত পাক দিয়ে আরও কয়েকপাক ঘুরছি। তারই ফলশ্রুতিতে এই লেখা বা ভাবনা। শেষ হবে না। শূন্যতা আর অনন্ততা।


ধন্যবাদ দাদা।

৩| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: বেঁচে থাকে কেবল ধারণা, যাকে সংজ্ঞায়িত আর অসংজ্ঞায়িতের মাঝে মনে হয় কোনো উৎকৃষ্ট উচ্ছিষ্ট। -- পুরো কবিতা ভালো লাগল।

স্নিগ্ধতা আর মুগ্ধতায় ভরপুর। +।

১০০তম পোস্টের জন্য অভিনন্দন !! ভালো থাকুন।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৫

পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। :-)

ভালো লাগলো। শূন্যতা নিয়ে আপন কোনো কথা থাকলে অবশ্যই ভাগ করে নেবেন। ভালো লাগবে জেনে।

শুভকামনা। নিরন্তর হোক ভালো থাকা।

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

বিজন রয় বলেছেন: তাহলে এই লেখাটি আমাকে উৎসর্গ করতে পারেন, আমি কিছু মনে করবো না। হা হা হা ..............

আমি ব্লগে খুব বেশি পোস্ট করিনি। তবে যেগুলো করেছি ওখানে শূন্যতার অনেক কিছুই পাবেন, আর হ্যাঁ ওখানে আমার প্রতিউত্তরগুলোও দেখতে পারেন।

শুধু নিজের কথাই বলে গেলাম, হা হা হা .......

আমি আপনার বন্ধু হলাম কিনা বুঝতে পারছি না।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৩

পেন আর্নার বলেছেন: মু হা হা হা হা!

নিচ্চয় নিচ্চয়। প্রশ্ন না পেলে উত্তর অনুসন্ধানের অবকাশই পেতাম না! কৃতজ্ঞতা।

কবিতাটি উৎসর্গিত হলো তবে। :-) তবে শর্ত আছে। তক্ক চাই। :-)

আমি দেখেছি। আপনার প্রত্যুত্তরগুলোও আস্তে আস্তে দেখবো আশা করি। বন্ধুরা সবাই কথা বলে না, কেউ কেউ শোনেও..হেহে!

৫| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬

বিজন রয় বলেছেন: যেহেতু এই কবিতার আবির্ভাবে আমি কিছুটা জড়িয়ে আছি, তাই এটাকে প্রিয়তে আমি রাখতেই পারি।

হা হা হা ...........

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮

পেন আর্নার বলেছেন: :-)

স্বাগত।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১২

অদৃশ্য বলেছেন:



'' হতে পারে একগুচ্ছ শূন্যতাও,
প্রকাশ্য শব্দে তাদের জড়ানো যায় না, জড়িয়ে উষ্ণতাও দেয়া যায় না। কিছু কবিতাকথা মৌন মনের স্বীকৃতি খোঁজে।
বা কেবলই নীরবতা। তারা তেমনই। তারা তেমনই অনুভব।''

এটা অসাধারণ এক অনুভূতির প্রকাশ... এমন এক শূন্যতা, শব্দ দিয়ে যাদের অবকাঠামো নির্মান সম্ভব নয়... শব্দ দিয়ে যাদের মোহনীয় প্রকাশও সম্ভব নয়... আত্মিক অনুধাবন যা শুধুমাত্র শূন্যকে অনুভব করতে শেখায়, শব্দহীন... আমি নিশ্চিৎ আপনার এই কথাগুলোকে আরও চমৎকার ভাবে বিন্যাস করা সম্ভব, যা আমি আপাতত পারছিনা... শুধু অনুভব করছি...

লিখাটির আরও একটি অংশ আমার কাছে অসাধারণ... যা নিয়ে পরে কথা বলবো...

শুভকামনা...

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৬

পেন আর্নার বলেছেন: শুভকামনা অদৃশ্য 'দা।

কথা হবে ইনশাআল্লাহ্‌।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

একজন আরমান বলেছেন:
ভাবনার এতো গভীরে যান কি করে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

পেন আর্নার বলেছেন: :-)

কেমন আছেন ভাই?

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

অদৃশ্য বলেছেন:



'' তবু লিখছি। লিখছি এমনভাবে, যেন সমুদ্রে ছিঁড়ে ছিঁড়ে ফেলে চলছি অনুভূতির পাতা! পিছুটান নেই। কোথায় গিয়ে ডুবছে, ভাসছে, হারিয়ে যাচ্ছে- সে খেয়ালও নেই! ''___

অসাধারণ... এই প্রকাশটুকুও অসাধারণ... এটা এমন এক দৃশ্য তৈরি করলো যা খুব নিজের ভেবে নিতে ইচ্ছে করে... এই শব্দগুলোর ব্যবহার সম্ভবত আমি আগেও কোথাও দেখেছি, আপনার মাধ্যমেই... কেউ খুব গভীরভাবে না ভাবলে এমন কথা সহজ শব্দের মাধ্যমে লিখতে পারবেনা... আপনার এই অংশটুকু খুব সহজে খুবই গভীর ভাবনার প্রকাশ, আমার কাছে...

শুভকামনা...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

পেন আর্নার বলেছেন: জ্বি কথাগুলো আপনাকে করা একটি রিপলাই-মন্তব্যে লিখেছিলাম।
বলেছিলেন, কোথাও কোনো লেখার অংশ করে লিখে ফেলতে :-)


৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

অদৃশ্য বলেছেন:



'' যা বিলীন, তা কখনোই শূন্য নয়।''

হয়তো আমিও এমনটা ভাবি... আমি আরও ভাবি যে শূন্যতা তেমন কিছু যাকে আমি খুঁজি, চাই অথচ তাকে আমি চিনিনা, জানিনা... সে আমার সাথেই থাকে বা আমাকে পথ দেখানোর চেষ্টা করে, আকর্ষণের চেষ্টা করে অথচ আমি তাঁকে খুঁজে পাইনা ( আমি খুঁজতেই থাকি )... তার অস্তিত্ব কল্পনা করতে পারিনা ( চেষ্টা করতেই থাকি )... সে আমাকে গ্রাস করে, তাকে অনুভব করবার জন্য, তাকে সামনে আনবার জন্য, অস্তিত্ব দানের জন্য... অথচ আমি পারিনা, আমি ভেবে পাইনা... আর তাকে যতটুকু ধরতে পারি তা শব্দ, কথা বা দৃশ্যের মাধ্যমে কোনভাবেই তার প্রকাশ/রূপদান সম্ভব নয়... তার অস্তিত্ব অনুভূতির অংশে অংশে জানান দেয়...

শূন্যতার অস্তিত্ব আছে কি?

অপ্রাসঙ্গিক আলোচনা, চাইলে স্কিপ করে যেতে পারেন অথবা আপনার শূন্য-অনুভূতির প্রকাশ করতে পারেন... শূন্য-অনুভূতির প্রকাশ! সেটা কি সম্ভব! ( আমার মনে হয়, যে তার শূন্য-অনুভূতির প্রকাশ করতে পারে, সে সবকিছুই করতে পারে তার চলার পথে )... তাহলে বলি, শূন্য-অনুভূতি বা শূন্যতার অস্তিত্ব সম্পর্কে ধারনা প্রকাশ করেন...

শুভকামনা...

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

অদৃশ্য বলেছেন:



হ্যাঁ, ঠিক তাই... অসাধারণ কথা সবসময়ই অসাধারণ... গায়েব হয়ে গেলেন যে, নতুন লিখা দিন...

শুভকামনা...

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৭:১১

পেন আর্নার বলেছেন: জীবন নামের অন্য সংসারে ডুব মেরেছি অদৃশ্য 'দা।

জবাব দেবো, কী দেবো- ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ি/ কঠিন হয়ে পড়ি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.