নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসস্তূপ

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী।

পেন আর্নার

একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।

পেন আর্নার › বিস্তারিত পোস্টঃ

আলোর ওপর আলো

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১১

দিনশেষে সবই বুঝে যাই

নিজের চেহারার পেছনে থাকা স্পষ্ট অভিনেতা, তার দৌড় এতদূরই।

সে যা বললো, সব একটা খোঁড়া বাক্যে এসে শেষমেষ মোড় নিলো সেই গৎবাঁধা গতানুগতিক যাপনের রাস্তায়
ক্ষণিক আগেও ভাব ছিলো, যেন কে! যেন কী!
জীবন যেন এতোই সহজ পড়ার জন্য ......বা পড়ে শেষ করার জন্য!

আর ঐ যে, চুপ লোকটা। তার চোখ পড়ে থাকে রাস্তায়। কী দেখে সে এতো? আর এতোইবা কেন চুপ?
নিজেকে কী ভাবে!

না এটাকেই আজকের বিষয় করি না! চা হবে! সাথে..
সরগরম, তেজতপ্ত স্বর, কারো কথাই কম দামী নয়
ব্যস বলতে পারলেই হয়!


চুপ লোকটা বসেই থাকে। সে জানে না কী নিয়ে শোরগোল চলছে সেখানে

জীবনের শোরগোলটাকে সে দেখে চুপ করে। শোনে নির্বাক। অবলোকন? হয়তো; একটা পৃথক পৃথিবীকে চুপ করে বুকে পুরে
সে হাসে
সেই হাসির ভার দূর থেকে দেখতে পায় কেউ, অন্ধকারে...............ঐ যে সে

দেখে।
অবশ্যই দেখে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: বেশ।

২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০৩

পেন আর্নার বলেছেন: :-)

২| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৮

রোকনুজ্জামান খান বলেছেন: প্রচুর বেগ পেতে হচ্ছে।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

পেন আর্নার বলেছেন: স্বাভাবিক। সত্য অনুভূতি মন্তব্যের জন্য ধন্য রোকনুজ্জামান খান।

জীবনে ঘটে যাওয়া একটি খণ্ড চিত্র। এর সাথে বাস্তবতার মিল। খুঁজে পেলাম তাই লিখলাম।

ভালো থাকুন।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১০

কানিজ রিনা বলেছেন: ঐ যে সে দেখে অবশ্যই দেখে, দারুন।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭

পেন আর্নার বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.