নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

মুহ্‌তাসিম তকী

আমি ক্লান্ত প্রাণ এক!

মুহ্‌তাসিম তকী › বিস্তারিত পোস্টঃ

তুমি বিহীন কবিতা

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:১৯


আমি নতুন একটা কবিতা লিখতে চাই,
একদম তুমি বিহীন একটা কবিতা।
এ শহরের প্রতিটা জানালা গল্প বলে,
সেই গল্পের কিছুটা স্পর্শ পেতে চাই।
আমি নতুন একটা গল্প লিখতে চাই,
যে গল্পে তোর কোন অস্তিত্ব নেই।
খুব জোর করে হলেও বলতে চাই,
হ্যাঁ, সত্যিই খুব ভালো আছি,
বলতে চাই তোমার মিষ্টি গলা আর মিস্টি লাগে না আমার কাছে।
আর অন্জন দত্তের কিংবা হেলাল হাফিজের কবিতা নয়,
জোর করে হলোও হিপ হপ গানে জীবনটা উপভোগ করতে চাই অন্য সবার মতো।
খুব কষ্ট করে হলেও তোমার নীল জানালায় দাঁড়াতে চাই না আর।
এ শহরের অজস্র জানালা গুলোর নতুন সব গল্পের ভিড়ে হারিয়ে ফেলতে চাই নিজেকে।
নিকোটানে পোড়াতে চাই তোমার স্পর্শহীনতায় পাথর হয়ে যাওয়া আমার দুই ঠোঁট।
হাল ফ্যাসনের সানগ্লাস লাগিয়ে আড়াল করে ফেলতে চাই তোমার জন্য আমার সকল কান্না।
নীল জামা পড়া পরা নতুন কোন তরুণীর প্রেমে পড়তে চাই আর একবার।
চিৎকার করে বলতে চাই,
আমি ঘেন্না করি,
আমি ঘেন্না করি তোমাকে।
আমি ইতিটেনে দিতে চাই আমাকে নিয়ে তোমার সকল ছেলে খেলার।
আমি নতুন একটা কবিতা লিখতে চাই,
একদম তুমি বিহীন একটা কবিতা।
আমি পারি না,নীলা আমি সত্যিই পেরে উঠিনা।
আমার ভেতরের সত্তা অন্তরের অন্তস্থঃতল থেকে বলে দেয়,
জগতের সব নীল জামা শুধু তোমার হয়ে যাক।
আর কাউকে নীল জামায় দেখতে চাইনা।
আর কারো চোখে চোখ রাখতে চাই না
অন্যকারো হাত ধরে পাড়ি দিতে চাইনা জীবন সমুদ্র।
তুমি বিহীন আমার কোন কবিতা আসে না,
আসেনা নতুন কোন গল্প।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.