নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

মুহ্‌তাসিম তকী

আমি ক্লান্ত প্রাণ এক!

মুহ্‌তাসিম তকী › বিস্তারিত পোস্টঃ

দায়িত্ব

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪


প্রিয় নীলা,
তোমায় বউয়ের সাজে দেখবো বলে,
লাইট,ক্যামেরা,এ্যাকশন ছেড়ে,
আমি হোম ওয়ার্কের খাতায় স্বপ্ন বুনে যাই।
আমার একলা একাকীত্বময় জীবনের
প্রতিটা ফ্রেমই বদলে দিয়েছো তুমি।
সাজিয়ে দিয়েছো গভীর মমতায়।
আজকাল তোমার চোখে তাকালেই
আমি ভুলে যাই সব।
আমার ছন্নছাড়া জীবন,
নিমেষেই বদলে যেতে চায় তোমায় ভেবে।
তোমার ঘন কালো চুলের মায়া,
মায়াবী চোখের চাহনি,
আমায় প্রতিনিয়ত জড়িয়ে নেয় ভালোবাসার এক পবিত্র বন্ধনে।
আমি সব ভুলে যাই!
ভুলে যাই তোমার আর আমার এক শহর দূরত্ব।
ভুলে যাই চাইলেই খুব ভোরবেলা,
চোখে চোখ রেখে বলা হবে না ভালোবাসি।
তাই আজকাল আর কোন কিছুতেই মন টেকে না!
প্রিয় নীলা,
তোমার বউয়ের সাজে দেখবো বলে,
আমার কোন কিচ্ছুতেই মন টেকে না!
তোমার পবিত্র হাতে হাত রেখে,
জীবনের সমস্ত পথ পারি দেয়ার,
এক গুরুদায়িত্ব নিয়ে,
আমি শিহরিত হই বারবার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

কাওসার চৌধুরী বলেছেন:


চমৎকার কবিতা। কবিতার ভাষা তেমন বুঝি না বলে কবিতা তেম পড়ি না। কিন্তু আপনার কবিতাটা ব্যতিক্রম। অসম্ভব ভাল লাগার। খুব ভাল লেগেছে পড়ে। শুভ কামনা আপনার জন্য।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৩

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.