নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

মুহ্‌তাসিম তকী

আমি ক্লান্ত প্রাণ এক!

মুহ্‌তাসিম তকী › বিস্তারিত পোস্টঃ

শহুরে বৃষ্টি

১১ ই মে, ২০১৮ রাত ৯:২২


একসময় বৃষ্টি হলেই লিখতে বসে যেতাম,
প্রিয় ডায়রিতে তোমায় আঁকতাম বর্ণমালায়।
তোমার কাজল চোখের রঙে,
লিখে ফেলতাম ভালোবাসি!

এই ভয়ানক দূরত্বের শহরে,
বৃষ্টির প্রতিটি ফোঁটাই যেন আলাদা!
বৃষ্টি হলেই রাত জুড়ে উষ্ণতা বেড়ে যায়।
তোমায় ছুঁতে ইচ্ছে হয় খুব!
জ্বরের আবেশে মন ফিরে যায় প্রিয় শহরে।
আজকাল বৃষ্টিতে আমার আর কবিতা আসে না।

এই শহুরে বৃষ্টির প্রতি ফোঁটা,
আমার অপেক্ষার প্রহর গুলো দীর্ঘ থেকে দীর্ঘতম করে।
শুধু একবার ফিরে যাবার অপেক্ষা।
তোমার চোখে চোখ রেখে,
ঠিক লিখে ফেলবো কিছু।
খোঁপায় গুঁজে দেবো প্রিয় কদম ফুল।

নীলা,
একবার চোখ বুজে দেখে নাও আমাকে,
তাকাও চোখের দিকে!
ভয়ানক বিরহের এই শহরে,
তোমায় দেখতে চাওয়া চোখ জুড়ে,
বাড়ি ফিরবার আকাঙ্ক্ষা!
আমি ফিরতে চাই নীলা।
প্রিয় শহরের প্রিয় বৃষ্টিতে ভিজে,
তোমায় লিখতে চাই খুব প্রিয় কোন কবিতা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: এই তো ভাল একটা কবিতা লিখে ফেললেন!

১২ ই মে, ২০১৮ ভোর ৪:৫৮

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

১৫ ই মে, ২০১৮ রাত ১:৫৭

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.