নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

মুহ্‌তাসিম তকী

আমি ক্লান্ত প্রাণ এক!

মুহ্‌তাসিম তকী › বিস্তারিত পোস্টঃ

তুই ভালোবাসলেই

১৫ ই মে, ২০১৮ রাত ৩:৪৪


পাগলী আমার সন্ধ্যা ঘরে সুখ প্রদীপ হয়ে থেকে যা তুই।
থেকে যা আমার পুরো অস্তিত্ব জুড়ে।
তোর জন্য এক আসমান নীল এনে সাজাবো সুখ কুটির।
লাল,নীল বেলুনে ভরিয়ে দেবো তোর ছোট্ট শোবার ঘর।
পাগলী,
আমার বুকের বাম পাশটায় ঘর বেঁধে নে তুই।
তুই ভালোবাসলেই,
আকাশ জুড়ে সুখ পায়রা ওড়াবো।
তুই ভালোবাসলেই,
সাত রঙ্গা বেলুনে ভেসে যাব দুজনে!
পাগলী আমার খুব ভোরের আলো হয়ে যা তুই।
তুই ভালোবাসলেই,
এক নিঃশ্বাসে শূষে নেবো দুখ্পাহাড়।
তুই ভালোবাসলেই,
অভিমানের পাহাড় ভেঙ্গে সাগর বানাবো ভালোবাসার।
তুই ভালোবাসলেই,
আমি রোদ আকাশে মেঘ হবো,
ছায়া হবো ভালোবাসায়।
তুই ভালোবাসলেই,
আমি শেষ বিকেলের বাতাস হবো,
সাত রঙ্গা বেলুন নিয়ে দোল খাবো নীল জানলায়।
ভাসিয়ে নেবো শুক তারাদের দেশে।
পাগলী,
তুই ভালোবাসলেই,
হাতভরা প্রিয় বেলুন নিয়ে চলে আসবো,
নিকট থেকে নিকটতম দূরত্বে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ রাত ৩:৫৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আবেগে ভরপুর প্রেমময় কবিতা।

১৫ ই মে, ২০১৮ ভোর ৪:০০

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৫ ই মে, ২০১৮ ভোর ৪:১০

মেঘ বালকের কথা বলেছেন: দারুন! আপনার লেখা?

১৫ ই মে, ২০১৮ ভোর ৫:৩৯

মুহ্‌তাসিম তকী বলেছেন: জি।

৩| ১৫ ই মে, ২০১৮ ভোর ৫:০১

অনুতপ্ত হৃদয় বলেছেন: চমৎকার লেখা প্রেমময়

১৫ ই মে, ২০১৮ ভোর ৫:৩৯

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১৫ ই মে, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: আহা কি আবেগ !!!

৫| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:০১

মোস্তফা সোহেল বলেছেন: প্রেমের কবিতা অনেক ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.