নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

মুহ্‌তাসিম তকী

আমি ক্লান্ত প্রাণ এক!

মুহ্‌তাসিম তকী › বিস্তারিত পোস্টঃ

তুমি ডাক পাঠালে

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪


কখনো মাঝ রাতে ঘুম ভেংগে যায়,
এক পুরাতন হারমনিকায় বেজে ওঠে ভাঙ্গা সুর।
দূরত্বের বেড়াজাল ছিঁড়ে,
আমি বিদ্রোহী হই!
এক ছুটে চলে আসি,
আমার একান্ত ভালোবাসার শহরে।
এই শহরেই তুমি আছো।
এর সমস্ত অস্তিত্বই তো তুমি!
আর আমি মিশে আছি তোমার অস্তিত্বে।
ওসব দূরত্ব আমি থোড়াই কেয়ার করি নীলা।
তুমি একবার ডাক পাঠালে,
সমস্ত ব্যবধান ভেঙ্গে আমি ছুটে আসবো।
আমি বার বার ছুটে আসবো!

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:২২

কাইকর বলেছেন: আহা...... কি ভালবাসা। পরক্ষনেই কিছুটা সময় ভালোবাসার মধ্যে ডুবে গিয়েছিলাম।সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ ও ভালোবাসা রইলো। এগিয়ে যান

২| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:০২

নীল মনি বলেছেন: নীলা হাজির কিন্তু এ নীলা সে নীলা না।
সুন্দর অভিব্যক্তি। তবে কিছু বানান একটু এডিট করে দিবেন কি?

ভাঙ্গা,বেড়াজাল ছিঁড়ে, মিশে আছি অস্তিত্বে নাকি অস্থিতে হবে,ব্যবধান,। ঠিক করার পর কমেন্ট মুছে দিতে পারেন

৩| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লেগেছে লেখা। ভালো লেগেছে নীলার প্রতি আপনার ভালোবাসা। শুভকামনা ভাইয়া।

৪| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর লাগলো কবিতা। লাইক দিলাম।

৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৬| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:০২

শায়মা বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম! নীলমনির মন্তব্য দেখে মজা পেলাম!

৭| ০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল হয়েছে। কবিকে বেশ আত্মপ্রত্যয়ী মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.