নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহতাসিম তকীর বাংলা ব্লগ

মুহ্‌তাসিম তকী

আমি ক্লান্ত প্রাণ এক!

মুহ্‌তাসিম তকী › বিস্তারিত পোস্টঃ

আমাকে ভোলা যাবে না

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:১২



আমাকে চাইলেই ভুলে যাওয়া যাবে না নীলা,
চাইলেই ছুঁড়ে ফেলতে পারবে না আমাকে।
আমি তোমার শ্যামল বর্ণের মায়া।
মায়াবী কাঁজল রেখায় আঁকা ভালোবাসা।
আমাকে চাইলেই ভুলতে পারবে না তুমি।
সমস্ত কবিতায়,সমস্ত স্মৃতি পঞ্জিকা জুড়ে,
আমি ফিরে আসবো বারবার।
আমি ফিরে আসবো তোমার চেনা পথ জুড়ে,
তোমার একাকী বিকেলের মন খারাপে,
কিংবা মন খারাপের একটা রাত জুড়ে
হুট করে চাওয়া কবিতা শুনবার বাসনায়,
আমি ফিরবোই।
আমি ক্ষনিকের কোন পথিক
কিংবা ডায়েরির পাতায় লেখা শব্দ নয়,
যে তুমি চাইলেই রাস্তা থেকে সরিয়ে ফেলবে আমায়,
অথবা ছিঁড়ে ফেলবে পুরোনো ডায়েরি থেকে।
আমাকে চাইলেই মুছে ফেলা যাবে না নীলা।
তোমার জীবনের সমস্ত অলিতে গলিতে মিশে গেছি আমি।
আমি লেখা হয়ে গেছি তোমার জীবনী-জুড়ে,
বিচ্ছেদের বন্দীশালায় যতোই আলাদা করো না আমায়,
আমাকে আটকানো যাবে না কিছুতেই।
তোমাকেই ভালোবেসে যাবো,
সমস্ত কবিতায় আর অনুভূতিতে,
তোমাকে বারংবার মনে করাবো,
এই অগোছালো প্রেমিকই ভালোবাসে তোমাকে,
আমি ক্ষমা চেয়ে যাব বারবার।
আমি তোমার পথেই লিখে যাবো আমাদের সমস্ত ভালো থাকার অনুভুতি।
তোমার অভিমানের পাহাড় ভেঙেই বানিয়ে দেবো তাজমহল।
আমাকে ভোলা যাবে না নীলা।
তোমার মায়াবী চোখ জুড়ে আমি থেকে যাব,
সমস্ত কবিতায়,সমস্ত স্মৃতি পঞ্জিকা জুড়ে,
আমি ফিরে আসবো বারবার।
আমাকে কিছুতেই ভোলা যাবে না।
আমি ভুলতে দেবো না কিছুতেই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

সনেট কবি বলেছেন: বেশ

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: ভালো।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

মুহ্‌তাসিম তকী বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমাকেই ভালোবেসে যাবো,
সমস্ত কবিতায় আর অনুভূতিতে,
তোমাকে বারংবার মনে করাবো,

.................................................................................................
ভালবাসা শুধু মাত্র একজনকে পাওয়ার সাধনা নয়
নিজের মনকে, মানুষকে ভালবাসার উপযোগি করা
যা থেকে সমাজে মানবতার জন্য কাজ করা ।
...................................................................................................

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভুলা যায়না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.