নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

লিমন বনাম মাদ্রাসা ছাত্র সিদ্দিক

২১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৬

কলেজ ছাত্র লিমন বনাম মাদ্রাসা ছাত্র সিদ্দিক।

নিরপরাধ কলেজ ছাত্র লিমনকে গুলি করে পঙ্গু করেছিল র্যাব।বাংলাদেশের সকল সংবাদপত্র, মিডিয়া এটাকে হেডলাইন করে প্রচার করেছিল।এমনকি আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াও এটাকে ফলাও করে প্রকাশ করে।স্বয়ং বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হাসপাতালে যেয়ে তার পাশে দাড়িয়েছিল।আন্তর্জতিক বিভিন্ন মাধবাধিকার সংগঠনের পক্ষ থেকেও বিশ্ববাসীকে অতি উচ্চ নীতিব্যাক্য শোনাতে দেখা গেছে।বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে দেখা গেছে। এমনকি র্যাব বিলুপ্তির যৌক্তিক দাবী তখনও উঠেছিল।অপরদিকে গত 16 ডিসেঃ নিরপরাধ মাদ্রাসা ছাত্র সিদ্দিককে গুলি করে পঙ্গু করে পুলিশ।এ খবরটা বাংলাদেশে বিদ্যমান কোন পত্রিকার হেডলাইন হয়নি,ভিতরের পৃষ্ঠায় নিচের দিকে এক কোনায়, যেখানে সাধারণত মানুষের দৃষ্টি যায় না, কিছু পত্রিকায় সেখানে স্থান পেয়েছে।কোন কোন পত্রিকায় স্থানও পায় নি।আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারের প্রশ্নই ওঠে না।তার পাশে যায় নি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।নিন্দা ও প্রতিবাদ জানায় নি কোন রাজনৈতিক,সামাজিক সংগঠন।কিন্তু কেন ??

কেন এই বৈষম্য?

সে মাদ্রাসার ছাত্র বলে?

সে মোল্লা-মৌলভী বলে?

সে ইস্কুল-কলেজের ছাত্র না বলে?

সে মাদ্রাসার ছাত্র বলে কি তার মানবাধিকার নেই?

সে মোল্লা-মৌলভী বলে কি তার খবর মিডিয়াতে প্রচারযোগ্য নয়?

সে ইস্কুল-কলেজের ছাত্র না বলে কি তার রাজনৈতিক,সামাজিক অধিকার নেয়?

সে যদি মাদ্রাসার ছাত্র,মোল্ল-মৌলভী না হয়ে ইস্কুল কলেজের ছাত্র হত!

তাহলে কি তথাকথিত মানবাধিকারের ধ্বজাধারীরা তার স্বপক্ষে অবস্থান নিত?

এটাই কি গণতান্ত্রিক রাষ্টের সংঙ্গা?

গণতান্ত্রিক রাষ্টে এটাই কি আমাদের প্রাপ্তি?

সচেতন জনতার কাছে প্রশ্ন।



By Alamgeer Hussain





ফেসবুক থেকে সংগৃহিত

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই ঐ গেরস্থ বউয়ের গল্প জাননতো...

ঝাটার বারি খেয়ে যে বলছিল - আপনে কি আমরা লগে সংসার করবেন না??

গেরস্থ উত্তরে বলেছিল- মাইরের ধরন দেইক্যাও বুঝস না!!!!

গণতন্ত্র, মানবাধীকার আর ইসলামোফোবিয়ায় পুরা বিশ্ব আক্রান্ত! আর কাঠমোল্লা, ওহাবি তন্ত্র ক্ষমতার লোভে স্বরুপে সবসময়! তো.. বলির বকরাতো আম অনুসারীরাই হবে নাকি?

লিমন, বিশ্বজিতদের জন্য যা হবে ছিদ্দিকের জন্য তা না হওয়াই সুশীলতা!

দু:খজনক।



২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

তার ছিড়া আমি বলেছেন: লিমন, বিশ্বজিতদের জন্য যা হবে ছিদ্দিকের জন্য তা না হওয়াই সুশীলতা!


সত্যিই তাই।
এটাই হল গণতন্ত্র ও মানবাধীকারের বর্তমান সংগা!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

জনাব মাহাবুব বলেছেন: মাদ্রাসা ছাত্র বলে তার পক্ষে দাড়ানোর কেউ নাই।

সুশীল মিডিয়া, সুশীল সমাজ, সুশীল মানবাধিকার, সুশীল রাজনৈতিক দল কেউ তার পাশে দাড়াবে না। কারন তার দোষ একটাই সে মাদ্রাসা ছাত্র, সে ধর্মকে অনেক শ্রদ্ধা করে।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

তার ছিড়া আমি বলেছেন: ঠিক বলেছেন ভাই।

তার দোষ একটাই সে মাদ্রাসা ছাত্র, সে ধর্মকে অনেক শ্রদ্ধা করে।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

ঢাকাবাসী বলেছেন: এ এক অদ্ভুত দেশ!

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

তার ছিড়া আমি বলেছেন: আমার পিতা একজন মুক্তিযোদ্ধা, তিনি এমন অদ্ভুত দেশের আশায় পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন নাই। ............

কি আর বলবো ভাই!
মুক্তি যুদ্ধে যাদের কোন ভূমিকা ছিল না, তারাই নাকি এখন লিডার, সুশীল, মানবাধীকার রক্ষাকারী, মুক্তি যুদ্ধের স্বপক্ষ শক্তি, বুদ্ধিজীবী ইত্যাদি ইত্যাদি।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

খেলাঘর বলেছেন:


সিদ্দিককে কি কারণে গুলি করেছিল?

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

তার ছিড়া আমি বলেছেন: হাটহাজারী মাদ্রাসার সামনে সিএনজিওয়ালার সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দারুল উলুম মুঈনুল ইসলামে তাফসীর বিভাগে অধ্যায়নরত একজন ছাত্র বিষয়টি সুরাহা করতে এগিয়ে যায়। সেখানে এসে হাজির হয় পুলিশ সদস্যরাও। ঐ ছাত্রের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে একজন পুলিশ অযাচিত ভাবে ছাত্রটির উপর গুলি চালিয়ে বসে।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

সূর্য্য৮৯০৯ বলেছেন: মাহমুদুর রহমান বলেছিলেন মুসলমানদের মানবাধিকার থাকতে নাই

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

তার ছিড়া আমি বলেছেন: উনি একদম খাটি কথাটিই বলেছেন।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.