নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম।পথ আগলে দাঁড়ালো রফিক,সালাম, বরকত, শফিউর ...
রফিক: হাতে ফুল নিয়ে কই যাও চান্দু?
আমি: জী ভাই,শহীদ মিনার যাচ্ছি ।
সালাম: ফুল দিয়ে কি হবে?
আমি: না, মানে আপনাদের স্মরণ করবো।আপনাদের আত্মা শান্তি পাবে।
বরকত:হা হা হা! চান্দু,হাসাইলা মোরে।কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো আমাদের কারও কবর জিয়ারত করেছো? কখনো দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো??
আমি:জী..না… মানে…
রফিক: হুমম,প্রতি বছর এভাবে কত টাকার ফুল দিয়ে আমাদের শ্রদ্ধা জানাও?
আমি:না মানে… কোটি টাকার বেশী হয়ত ।
শফিউর:আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউকি খোঁজ নিয়েছো?
সালাম: আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহকরে, তার কি কোন খবর কেউ রেখেছো?
আমি: না মানে…ভাই,আসলে জীবনতো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিবো?
বরকত: যুদ্ধ তো করেছে মুক্তিযোদ্ধারা তাহলে তাদের নাতি পুতিরা কেন এত সুযোগ সুবিধা পায়?
শফিউর: বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি কিছু বইলো না। বেশি উস্কালে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামে ওরা আরেকটা পার্টি বানাবে ...[ফুল দেয়া হলো না,বাসায় ফিরে আসলাম।আর কোনদিন ফুল দিতে যাব না।] -[ কাল্পনিক কথোপকথন ]

কাল্পনিক হলেও আমার মতের সাথে, মনের সাথে মিলে গেছে। তাই ফেসবুক থেকে পাঠকদের উদ্দেশ্যে হুবহু কপি- পেষ্ট করলাম।

পাঠক! দয়াকরে আজে বাজে কমেন্ট না করে একটু ভাবুন এবং মতামত পেশ করুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

মনিরুল হাসান বলেছেন: ভালো পোস্ট। একজন মানুষের জন্যে দোয়া করাটা যত দরকারী, একটা মিনারে ফুল দেয়া সেই মানুষটার জন্যে মোটেও তত দরকারী না। বরং, তার জন্যে দোয়া করলেই সেটা ভালো হয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

তার ছিড়া আমি বলেছেন: আসুন আমাদের মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের জন্য প্রান খুলে দোয়া করি।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭

জাফরুল মবীন বলেছেন: ভাষা শহীদদেরকে সম্মান জানানোর পাশাপাশি তাদের পরিবারের নিকট সদস্যদেরও ভালমন্দ দেখা ও তাদের যত্ন নেওয়া অবশ্যই উচিৎ বলে মনে করি।এটা রাষ্ট্র করলে খুব ভাল হয়।তবে ব্যক্তি বা সামাজিক সংগঠনের উদ্যোগেও করা যেতে পারে।

ধন্যবাদ অাপনাকে বিষয়টি সবার নজরে আনার জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ আপনাকেও বিষয়টি আরেকটু খুলে বলার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.