নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

আপনি লাইসেন্স পাবেন না

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২০



গত ১০ অক্টোবর-১৭ আমার মোটরসাইকেল ড্রাইভিং টেষ্ট ছিল। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও হচ্ছে। খুবই চিন্তায় ছিলাম সকাল ৮টায় ডিসি অফিসে পরীক্ষার হলে প্রবেশ করতে কারবো কিনা? অবশেষে পেরেছি, রেইন কোর্ট পরেই ঢুকেছি। বিআরটিএ -এর ট্রাফিক ও রোড সাইনের একটি লিফলেট সহ প্রশ্ন পত্র হাতে পেয়েই লেখা শুরু এবং শেষ। "ট্রাফিক ও রোড সাইন" লিফলেটটি লিখিত ও দুপুর ১২টায় অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অনেক কাজে লেগেছে নি:সন্দেহে। এই এক পাতার লিফলেটটি হাতে ধরিয়ে দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা করে নিয়েছে তারা। আমার কাছে টাকা চাইলে পকেট হাতড়ে ৪টা ৫০০ টাকার নোট ছাড়া আর কোন ভাংতি টাকা না থাকায় ১০ টাকা দেয়া থেকে বেঁচে গেলাম।
দুপুর ১:৩০ দিকে ফিল্ড টেষ্ট, মাঠ ভেঁজা থাকায় রাস্তার উপরেই পরীক্ষা নেয়া হলো। আমার পালা আসলে যথানিয়মে প্যাচ পুচ মেরে চলে আসলাম। বাসায় ঢোকার পথেই পাশের বাসার আংকেলের সাথে দেখা, রিটায়ার্ড পার্সন।
তিনি আমাকে বললেন কোথায় গিয়েছিলেন?
আমি উত্তর দিলাম: ড্রাইভিং এক্সাম ছিল।
তিনি বললেন: "আপনি লাইসেন্স পাবেন না।"
আমি বলি: কেন? আমি কি রোহিঙ্গা? লাইসেন্স পাবো না!
আংকেল: আপনি পরীক্ষায় যতই ভালো করেন না কেন, ওরা আপনাকে ফেল করিয়ে ছাড়বে। আপনি যতই ভাল মানুষ হন না কেন, লাইসেন্স আপনি পাবেন না।
আমি: তাহলে উপায় কি?
আংকেল: টাকা লাগবে। মানি ইজ দ্যা সেকেন্ড গড।
আমি: আর কত টাকা দেবো?
আংকেল: কত টাকা দিয়েছেন?
আমি: ৬০০০/-
আংকেল: ও ওও, তাহলে পাবেন। কিচ্ছু করার নেই্। টাকা আপনাকে দিতেই হবে।
তাহলে আমি লাইসেন্স পাচ্ছি। আশা করা যায়। উল্লেখ্য: সাভাবিক ভাবে মোটরসাইকেলের লাইসেন্স পেতে ৩০০০/- থেকে ৩৫০০/-
টাকার মত লাগে।

এই লেখাটার একমাত্র উদ্দেশ্য-
বাংলাদেশের সামাজিক অবক্ষয়, সাভাবিক জীবন যাত্রার মান কতটা নিচে নেমে গেলে একজন মুরুব্বি লোকের মাথায় এই কথা বদ্ধমূল হয় যে, টাকা ছাড়া কিছুই হয়না।

এ কারনেই আমার মাঝে মাঝে মনে হয়, আহা! ফখরুদ্দিনের সরকার যদি দীর্ঘজীবি হতো।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


"এ কারনেই আমার মাঝে মাঝে মনে হয়, আহা! ফখরুদ্দিনের সরকার যদি দীর্ঘজীবি হতো। "

-সেই সরকার থাকলে লাইসেন্স পেতেন ফ্রি, মটর সাইকেল কেনার পয়সা থাকতো না।

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

তার ছিড়া আমি বলেছেন: প্রিয় চাঁদগাজী, মটর সাইকেল কেনার পয়সা থাকতো না কেন? তা আমার বোধগম্য নয়।

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: প্রিয় চাঁদগাজী, মটর সাইকেল কেনার পয়সা থাকতো না কেন? তা আমার বোধগম্য নয়। "

-আওয়ামী লীগের আমলে বাতাসে টাকা উড়ছে, অনেকের মটর সাইকেলের পয়সা ভুতে যোগাচ্ছে

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

তার ছিড়া আমি বলেছেন: দু:খিত, অনেকের মধ্যে আমি নেই। এটাই সত্য। আশা করি বুঝতে পেরেছেন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি সাড়ে সাত হাজার টাকায় হালকা যানের ড্রাইভিং লাইসেন্স নিয়েছি।

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

তার ছিড়া আমি বলেছেন: এ ছাড়া গতি নেই। বাঁকা পথে আপনাকে হাটতেই হবে, গ্রাম-বাংলার বাঁকা পথের ন্যায়।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: আল্লায় আমারে বাঁচাইছে, আমার কোন যানও নাই তাই টাকাও লাগে না।
ধন্যবাদ তথ্যটি তুলে ধরার জন্য।

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

তার ছিড়া আমি বলেছেন: আপনি কেমনে বাঁচলেন? আমি টাকাটা ডাইরেক্ট দিলাম। আর আপনি দিবেন শশুর বাড়ী যাওয়ার সময় পাবলিক পরিবহন মালিকদের মাধ্যমে।
কারন: পরিবহন মালিকগণ আমার থেকে তিনগুন বেশি টাকা দিয়ে গাড়ী ইত্যাদির বিভিন্ন কাগজ-পত্র ম্যানেজ করে। সেই টাকা কিন্তু সুদে-আসলে আমাদের মত নিরীহ পাবলিক থেকেই নেয়। দশ টাকার ভাড়া বারো টাকা নেয়।
মূল সমস্যা আমাদের সরকারে। সরকার ভালো হলে, জনগন ভালো হতে বাধ্য। স্কুলের স্যার যখন সিগারেট খায়, ছাত্রদের সিখারেট খেতে সমস্যা কোথায়?

৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: লিখিত পরীক্ষার প্রশ্নটি এখানে দিয়ে দেন। ;) জাতি পড়ে নিক। আজকাল তো আবার প্রশ্ন ফাঁস হয়......

শুভকামনা রইলো।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

তার ছিড়া আমি বলেছেন: দু:খিত, সময় দেয়া হয়েছিল মাত্র ২০ মিনিট। এর মধ্যে এটেন্ডেন্স স্বাক্ষর। মোবাইল বের করা তো দুরে থাক, বের করাও নিষেধ ছিল। তাই কোন ছবি তোলা হয়নি।
মূল কথা হলো, এই বিষয়ের উপর ব্লগে কিছু লিখতে হবে, এটা আমার তখন জানা ছিল না। ঘটনা মোড় নিল বাসায় আসার পর।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এইটা কোন ব্লগ হইলো! আপনি যদি ঘুষ ছাড়া লাইসেন্স পেতেন তাহলে ব্লগটা লিখতে পারতেন। সরি ভাই! স্যাটায়ার করলাম। এই দেশটারে নিয়ে খুব অসহায় লাগে। কবে বন্ধ হবে এসব। ফাটাকেষ্ট ২/৪ টা থাপ্পড় দেয়। তারপর যেই লাউ হেই কদু...

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১১

মঈনউদ্দিন বলেছেন: ফখরুদ্দিনের সময়টাই আমরা সাধারেনের জন্য অনেক ভালো আছিল তখন আমি পাসপোর্ট বানাইছিলাম একটাকাও বেসি খরচ হয়না তখন..

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১

তার ছিড়া আমি বলেছেন: সত্যি কথা বলতে কি তখন আমার কেমন জানি সুখ সুখ লাগিতেছিল। সাধারন পাবলিকের জন্য সুখকর ছিল। রাজনীতিকরা এটা বুঝবে না।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী সাহেব বলেছেন-
-সেই সরকার থাকলে লাইসেন্স পেতেন ফ্রি, মটর সাইকেল কেনার পয়সা থাকতো না।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩

তার ছিড়া আমি বলেছেন: চাঁদগাজী আমেরিকা বসে কত কিছুইনা ভাবে। ধন্যবাদ।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , লাইসেন্স প্রাপ্তির হাল নাগাদ ট্রেন্ড জানা গেল ।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২০

তার ছিড়া আমি বলেছেন: অনেকদিন ব্লগে আসা হইনি, তাই উত্তর দিতে দেরি হলো। আপনাকে ধন্যবাদ।

আরো হাল নাগাদ নিউজ হলো, আলহামদুলিল্লাহ আমি সব রকম পেপার্স হাতে পেয়েছি। ফিঙ্গার প্রিন্টও হয়ে গেছে।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: এটাই এদেশে নিয়ম :(

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

তার ছিড়া আমি বলেছেন: এই অলিখিত নিয়মেই আমাদের হাত-পা বাধাঁ।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন: খাবার জিনিস তারা খায়। তাদের খাবারে কোন ব্যঘাত হচ্ছেনা। হওয়ার কোন লক্ষণও দেখছি না।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

তার ছিড়া আমি বলেছেন: হুম! যার খাবার সেই খায়। মুরগীর খাবার মুরগী খায়, গরুর খাবার গরু খায়, কুকুরের খাবার কুকুরই খায়। যার যার তার তার আব্দুছ সাত্তার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.