নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

কোটা নিপাত যাক, মেধার বিকাশ হোক

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯



কোটা মানেই মেধাকে অস্বীকার করা। মেধাকে অস্বীকার বা অবহেলা করার পরিণতি জাতির জন্য ভয়াবহ হতে পারে। সচেতন নাগরিক যখন জাতিকে বাচাঁতে চায়, তখন কিছু ম্যাওপ্যাও স্বার্থান্বেষী মহল রাষ্ট্র প্রধানের ব্রেন ওয়াস করে জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এটা মোটেও কাম্য নয়।
নিঃশন্দেহে মুক্তিযোদ্ধারা জাতির গৌরব। তাদের সম্মান সবার উপরে। আজীবন তারা রাষ্ট্রীয় সম্মান, গৌরবময় জীবন যাপনের বিশেষ সুবিধা পেয়ে যাবে। তাতে কারোর দ্বীমত থাকার কথা নয়। বরং প্রজাতন্ত্রের সকল জনগণ তাদেরকে নিয়ে গৌরব বোধ করবে। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে মনে করি, এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা সম্মানিত বোধ করবেন এবং করেন। আমার মরহুম মুক্তিযোদ্ধা পিতা বলতেন- যুদ্ধে গেছি দেশ স্বাধীনের জন্য, অন্য কিছু পাওয়ার আশায় নয়।

মুক্তিযোদ্ধা সন্তানদের মেধাতালিকায় অগ্রাধিকার দেয়া যুক্তি সংগত, কোটা কখনোই নয়। আর নাতি পুতিদের কোটা, বিশেষ সুবিধা, কোন কিছুর প্রশ্নই উঠতে পারে না। সচেতন নাগরিক এগুলো বুঝে। বলতে পারে না। এ দেশে সব কিছু বলা নিষেধ।

কোন কিছুরই কোটা থাকা উচিৎ নয়। এমনকি নারীরও কোটা থাকা উচিৎ নয়। সব কিছুই থাকবে উন্মুক্ত। নারীর কি মেধা নেই? সব মেধা কি পুরুষের? উপজাতিদের কি মেধা নেই? সব মেধা বাংগালীর? মেধা খাটিয়ে যে উপরে উঠতে পারবে, সেই সেরা। তাহলেই মেধার বিকাশ ঘটবে, মেধার মূল্যায়ন হবে। জাতি এগিয়ে যাবে। আল্লাহ সহায় হোন। আল্লাহ ম্যাওপ্যাওদের বলয় থেকে বেরিয়ে সরকার প্রধানকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তাওফিক দিক।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাঠক নিরব:(

কয়েক পারসেন্ট কোটা থাকলে ক্ষতি কী??

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

তার ছিড়া আমি বলেছেন: আমার দৃষ্টিতে কোটা যদি থাকতেই হয়, তাহলে প্রতিবন্ধিদের জন্য কিছু কোটা থাকতে পারে। কেননা, তাদের দুঃখের সীমা নাই। আমার আপনার মত সব কিছু তাদের জন্য স্বাভাবিক নয়। অতএব, মানবিক দৃষ্টিকোন থেকে তার যোগ্যতা অনুযায়ী কোটা থাকতে পারে।

২| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে মেধাবী নেই, আছে কিছু পড়ুয়া ছেলেমেয়ে।

পেছনে-পড়া জনগোষ্টীর: গারো, খাসিয়া, টিপারা, মগ, জেলেদের জন্য কোটার দরকার আছে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা বনদ্ধ করা হোক; মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা প্রোগ্রাম চালু করা করা হোক।

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

তার ছিড়া আমি বলেছেন: আপনার মন্তব্যকে আমি সম্মান করি, তবে প্রথমতঃ সব দেশেই মেধাবী থাকে। বাংলাদেশেও আছে, এ দেশে মেধার মূল্য নেই। তাই যাদের সামর্থ আছে, তারা বহির্বিশ্বে পাচার হয়ে যাচ্ছে। আর বাকিরা অবমূল্যায় ও অবহেলার গ্যাড়া কলে চুপসে যাচ্ছে।

দ্বিতীয়তঃ পেছনে পড়া জনগোষ্ঠী তথা গারো, খাসিয়া, টিপারা, মগ, জেলেদের শিক্ষা, খাদ্য ও বাসস্থানের সমান সুবিধা থাকলে, তারাও প্রতিযোগিতা মুলক কর্মকান্ডে মেধা বিকাশে এগিয়ে যাবে। কারোর করুনার পাত্র হতে হবে না।

৩| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

চোরাবালি- বলেছেন: প্রতিবন্ধী ছাড়া সকল কোটা বিলুপ্তি করা হউক।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

তার ছিড়া আমি বলেছেন: সহমত। ধন্যবাদ।

৪| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি অদ্ভুত!!!

নাতি পুতি ও!!!

মুক্তিযুদ্ধ করেনি কে এদেশে? কয়টা রাজাকার ছাড়া!

সাড়ে সাতকোটি বাঙালীর সকলেইতো স্বাধীনতা চেয়েছে। কেউ বাড়ীতে ীবেনর ঝুকি নিয়ে মুক্তিদের আশ্রয় দিয়ে মুক্তিযুদ্ধ করেছে। কেউ খাবার যোগার করে! কেউ পারাপার করে! কেউ নিজে নির্ঘুম থেকে পাহারা দিয়ে মুক্তিদের ঘুমাতে সুযোগ দিয়েছে!
অথচ তাদের তো কোন সনদ নেই! তারা সনদের আশায় করেওনি।
করেছে নি:স্বার্ত দেশপ্রেমে!
অথচ আজ সনদের কারণে কত স্বার্থের টানাপোড়েন! ভাবতেও অবাক লাগে!

গুটিকয় রাজাকার ছাড়া সকল মুক্তিযোদ্ধাদের জন্যও তবে একই সুবিধার ব্যাবস্থা করা হোক।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩

তার ছিড়া আমি বলেছেন: মুক্তিযুদ্ধ করেনি কে এদেশে? কয়টা রাজাকার ছাড়া! আপনার সাথে আমি একমত হতে পারলাম না।
সাত কোটি বাঙালীর মুক্তিযোদ্ধা কয়জন?
যারা সুযোগ সন্ধানী, তারাও কি মুক্তি যোদ্ধা?
যারা বাধ্য হয়ে মুক্তিফৌজদেরও ডাব পেড়ে খাইয়েছে, আবার পাকিদেরও ডাব পেড়ে খাইয়েছে, তারাও কি মুক্তি যোদ্ধা?
যারা মৃত্যু ভয়ে পালিয়ে বেড়িয়েছে, তারাও কি মুক্তিযোদ্ধা?

৫| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


@বিদ্রোহী ভৃগু ,

আপনি মুক্তিযুদ্ধ করেননি, ও মুক্তিযোদ্ধাদের বিপক্ষে আছেন আজীবন।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

তার ছিড়া আমি বলেছেন: হয়তোবা

৬| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মলাসইলমুইনা বলেছেন: কোটা প্রথা দিয়ে যে উপকার করা হবে দেশের, অদক্ষ নিয়োগে দেশের ক্ষতিটা হবে তার চেয়ে অনেক বেশি | পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে একটা লংটার্ম পরিকল্পনার ভিত্তিতেই দেখতে হবে | একেবারেই বিসিএসে এদের কোটায় নিয়োগ না দিয়ে স্থানীয় প্ৰশাসন নিয়োগ দেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা যেতে পারে | সরকারের মূল প্রশাসনের (বিসিএস দিয়ে যারা নিয়োগ পাচ্ছেন) নিয়োগ ক্ষেত্রে মেধা আর দক্ষতাকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা দরকার |

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১

তার ছিড়া আমি বলেছেন: জনাব, আপনার সাথে শতভাগ সহমত পোষন করছি। কোন সুস্থ বিবেক কোটা সাপোর্ট করতে পারে না। সব কিছুরই একটা সুন্দর সমাধান আছে, কোটা কোন বুদ্ধিভিত্তিক সমাধান নয়।

৭| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

ইউনিয়ন বলেছেন: কিছু কোঠা ছাগল দিয়ে হালচাষ করার মত। এতিম, পঙ্গু, ইত্যাদি কোটা ছাড়া অন্য কোটাগুলো হাস্যকর।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৬

তার ছিড়া আমি বলেছেন: শুধু হাস্যকর নয়, চরম বোকামীও।
দেশকে উন্নয়নশীল হতে হলে, ঘোষনা নয়, কোটার বিলুপ্তি অত্যাবশ্যক।

৮| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিদেশে কামলা খাটি বলেছেন: ধর্ম ভিত্তিক কোটা কি হবে না।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯

তার ছিড়া আমি বলেছেন: হতে পারে, অপেক্ষায় থাকেন।

৯| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৮

ওমেরা বলেছেন: কথা বলে লাভ নেই , কোটা চলছে চলবে নাতির পরে পুতি , পুতির পরে ধুতি, ধুতির পরে খুতি । আর মিলাইত্ পারি না তবে চলবে !


২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

তার ছিড়া আমি বলেছেন: আপনার ক্ষোভ প্রকাশ করতে পেরেছেন, ধন্যবাদ। তবে হাসালেন, সে জন্য আরেকবার ধন্যবাদ।........... তবে চলবে হয়তো!!!!

১০| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৥ চাঁদগাজী

আপনার কি মাথার তারছিড়া!! ??
আপনার জন্ম ৭১এর পরে তার জন্য কি মুক্তিযুদ্ধের বিপক্ষে কি আ্ওয়ামী ষ্টাইলে বলছেন?
আপনিতো আবার জেড ফোর্সেরৈ সৈনিক দাবী করেও সবসময় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বিরুদ্ধে
বিষোদগারে ব্যাস্ত!

বয়স হলে নাকি ভ্রমরোগ হলে - নিজেকে ডাক্তার দেখান!
আর বিনা ইস্যুতে অন্যের ব্যাপারে নাক না গলানোই ভাল মানুষের লক্ষন!




১১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সংশোধনী
আপনার জন্ম ৭১এর পরে তার জন্য কি মুক্তিযুদ্ধের বিপক্ষে কি আ্ওয়ামী ষ্টাইলে বলছেন?

আপনারা যাদের জন্ম ৭১ এর পরে, তার জন্য তারা কি মুক্তিযুদ্ধের বিপক্ষে! এ কথা কি আওয়ামী ষ্টাইলে বলছেন?

১২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: মুক্তিযুদ্ধ করেনি কে এদেশে? কয়টা রাজাকার ছাড়া! আপনার সাথে আমি একমত হতে পারলাম না।

<< ওকে ভাই- একমত হতেই হবে কোন কিড়ে দেয়া নেইতো। ভাবনার, দেখার অনুভবের ভিন্নতাতেই মত ভিন্ন হয়।

তবে ভেবে দেখুন যারা সুযোগ সন্ধানী তারাতো রাজাকারই হয়েছে! যারা প্রাণ ভয়ে পালিয়েছে তা তাদের দুর্বলতা হতে পার, অন্য কিছু নয়। যুগে যুগে সবাই সাহসী হয়না ! কেউ কেউ হয়। তারাই হয় বীর।

এখনেএইভাবে যদি পুরা জাতিকে বিভাজনে লেগে পড়েন- তবেতো কোটা প্রথার আর বিরোধিতারই দরকার পরে না। কোটা প্রথাতো একটা বিভাজনেরই নাম!

যাক- আপনার ছবির প্রতিকি প্রতিবাদটা ভাল লেগেছে বলেই মন্তব্য করেছি। আর কারো সম্র্পকে না জানা থাকলে নিরব থাকাই জ্ঞানীর লক্ষন আর উত্তম আচরণ। সংশয় প্রকাশ নয়।
ভাল থাকুন।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

তার ছিড়া আমি বলেছেন: অবশ্যই ভিন্নমত থাকতে পারে, আর আমি ভদ্রতার সাথে ভিন্নমত প্রকাশ করাকে পছন্দ করি। ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর।

১৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের সাথে আমি সহমত।

আজ চাঁদগাজী ও এই বিষয়টি নিয়ে সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, চাঁদগাজীর পোষ্টটি পড়েছি। সত্য কথাই লিখেছেন।

১৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই ছবির ২০৪১ সাল জিনিসটা বুঝিনাই,একটু বলবেন।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

তার ছিড়া আমি বলেছেন: আমি যা বুঝেছিঃ ২০৪১ সাল { ভিশন ২০৪১} দিয়ে বোঝানো হচ্ছে যে, মেধাবীরা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু পুলিশ { তথা.....} তাদের বাধা দিচ্ছে। আর ১৯৪৩ সাল দ্বারা বুঝানো হচ্ছে, কোটা ধারীরা বাংলাদেশকে তাদের অযোগ্যতার কারনে পিছনের দিকে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ তাদের হাতে যিম্মি। পুুলিশ এতে সহযোগীতা করছে।

প্রকৃত অর্থ পরিকল্পনাকারী ভালো জানে।

১৫| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৬

আবু তালেব শেখ বলেছেন: প্রধানমন্ত্রী সাফসাফ জানিয়ে দিয়েছেন এ বিষয়ে। উনার কথা লাখ কথার এক কথা। আন্দোলন না করে বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমানোই শ্রেয়।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

তার ছিড়া আমি বলেছেন: আশা করি ছাত্রদের আন্দোলন বৃথা যাবে না।

১৬| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

বিদেশে কামলা খাটি বলেছেন: ধর্মীয় কোটা দিন। বাকি সব কোটা বাদ দিন। সবার উপর ধর্ম।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৮

তার ছিড়া আমি বলেছেন: কোটা একটি অভিশাপ। আল্লাহ এ জাতিকে কোটার হাত থেকে মুক্তি দিক।

১৭| ২৪ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সর্বক্ষেত্রে সকল ধরণের কোটা চালু করলে একদিকে ভালোই হবে - বাংলাদেশের আপামর পাবলিক কোনো না কোনো কোটায় স্থান পাবেই | আর তা সম্ভব না হলে পাবনার কোটা মনে হয় বাড়াতে হবে শীঘ্রই | ;) জয় হোক বঞ্চিত জনগণের |

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

তার ছিড়া আমি বলেছেন: জয় হোক বঞ্চিত জনগণের। ধন্যবাদ।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২

সনেট কবি বলেছেন: কোটার মাধ্যমে জাতিকে কৌটার মাঝে ভরে রাখার প্রচেষ্টা চলছে।

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

তার ছিড়া আমি বলেছেন: ঠিক তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.