নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর চেহাড়া মানুষকে মুখোশ দেয় আর সুন্দর মন মানুষকে সুন্দর করে! কুৎসিত মনকে সুন্দর চেহারা দিয়ে স্বল্প সময় আড়াল করা যায় কিন্তু বেশিক্ষন লুকিয়ে রাখা যায় না।

আসিফ ইকবাল তােরক

অনুবাদকঃ আমি ঘৃনার শব্দকে ভালোবাসায় অনুবাদ করি।

আসিফ ইকবাল তােরক › বিস্তারিত পোস্টঃ

(ফটোগ্রাফি পাঠ) ডিএসএলআর ডায়াল মুডের কাজ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা!!!

২৮ শে মে, ২০১৩ ভোর ৫:৩৫

Know what your camera does in different mode:

আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করবো সেটি অবশ্য আপনাদের ডিএসএলআর এর ম্যানুয়েলবুকেই পাবেন! এবং খুবই ব্যাসিক জিনিস! ডিএসআলএর ডায়ালমুডের কাজ এবং কোন মুডে কি কাজ করে সেটা নিয়েই আজকের লেখা! যাদের ডিএসএলআর ক্যামেরা আছে তারা হয়তো সবাই ফামিলিয়ের এই ডায়ালমুডের আইকন গুলোর সাথে। এর পরও আজকে Dslr dial এর কিছু important key গুলো সম্পর্কে ইনফরমেশন দিব যেইটা আপনাদের ফিউচার এ কাজ এ লাগতে পারে। বুজতে পারছেন লেখাটা কেবল বিগিনারদের জন্য যারা কেবল মাত্র তাদের প্রথম ডিএসএলআরটি হাতে নিয়েছেন! আচ্ছা তাহলে শুরু করা যাক,







Auto (A যেইটা মাঝেমধ্যে green colored ক্যামেরার ছবি থাকে।)

এই মোড টি মোস্টলি নতুনদের জন্য। যারা সবে মাত্র dslr ব্যবহার করা শিখছে কারণ এটা automatically আপনার জন্য অ্যাপারচার, শাটার স্পিড, আই এস ও সেট করে নেয়। যেটা হেল্পফুল হবে নতুনদের জন্য। Easy way out from them newbie. আপনাকে কিছুই সিলেক্ট করতে হবে না! আপনি কেবল যে জিনিসটির ছবি তুলতে চাইবেন সেই জিনিসটি ক্যামেরার ফ্রেমের মধ্যে বাটনে ক্লিক করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ বাকিটা ক্যামেরা নিজে থেকে করে নিবে!

অনুরুপ আরেকটা আইকন আছে নোফ্লেশ অটো অর্থাৎ সবকিছু ক্যামেরা অটোসেট করে নিবে কিন্তু ফ্ল্যাশ ওপেন হবে নাহ! এই মুডটি আপনি কিছু বিশেষ বিশেষ জায়গায় ব্যবহার করতে পারেন যেখানে ফ্ল্যাশ ইউজ করা নিষেধ।



Macro (flower আইকন)

যদিও ফ্লাওয়ার আইকন দেওয়া থাকে এর মানে এই না যে এটা কেবল ফুলের ছবি তুলবার জন্য! সাধারনত এটা ম্যাক্রোমুড! যখন এইটা ব্যবহার হয় তখন এইটা অটোমেটিক্যালি আপনার ক্যামেরা extra closeup ফোকাস করে সাবজেক্ট এর ওপর। এই মোডটি আপনাকে এলাও করে অন্য যেকোনো কিছুর ছবি অনেক কাছ থেকে ফোকাস সহ তুলতে! সাধারনত ম্যাক্রো বা ছোটো কোনো জিনিসের ক্লোজআপ শট নেওয়ার জন্য এই মুডটি ব্যবহার করতে পারেন!



Programmed (P icon)

এইটাও একটা অটোমেটিক মোড। কিন্ত এইটা ম্যানুয়ালি কন্ট্রোল করা সম্ভব. এই মোড এ ISO আর white ব্যালান্স এডজাস্ট এবং ফ্ল্যাশ অন বা অফ করে ছবি তোলা সম্ভব। বাকি সাটারস্পীড এবং অ্যাপারচার ক্যামেরা অটো সিলেক্ট করবে!



Shutter Speed (S icon)

লো শাটার স্পিড আপনাকে blurry মোশন ইফেক্ট দিবে র higher শাটার স্পিড আপনার যে কোনো অ্যাকশন ফ্রীজ করবে! কিন্তু এই মুডটি সিলেক্ট করলে আপনার ক্যামেরার ছবির বিষয় বস্তুর উপর নির্ভর করে আপনি নিজে নিজে সাটারস্পীড ম্যানুয়েলি সিলেক্ট করতে পারবেন! আপনার ক্যামেরার সিলেক্টকৃত সাটারস্পীডের উপর ডিপেন্ড করে ক্যামেরা অটো অ্যাপারচার এবং আইএসও সিলেক্ট করে নিবে! অর্থাৎ আপনি কেবল সাটারস্পীড সিলেক্ট করবেন বাকি কাজটা ক্যামেরা করে নিবে!



Aperture priority (A or AV)

এই মোড এ ক্যামেরা শাটার স্পিড আর ISO অটো কারেক্ট করে also great use for controlling depth of field. অর্থা এটা সাটারস্পীড এর ভাইস ভার্সা! এখানে আপনি অ্যাপারচার ম্যানুয়েলি আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করবেন! আর বাকিটা ক্যামেরা করে নিবে সাটারস্পীড এবং আই এস ও ক্যামেরা অটো সিলেক্ট করবে!



Manual or the M

ম্যানুয়াল usually আপনাকে ফুল কন্ট্রোল দিবে আপনার কামেরার ওপর। শাটার স্পিড, অ্যাপারচার, iso সব কিছু আপনাকে ম্যানুয়্যালী সিলেক্ট করতে হবে। অর্থাৎ ক্যামেরা অটোমেটিক কিছুই সিলেক্ট করবে না সব কিছু আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী! এই মুডটা কেবল প্রফেশনালরাই ইউজ করে থাকেন অথবা যাদের ডিএসএলআরের উপর ভালো দক্ষতা রয়েছে তাদের জন্যে!



আজ তাহলে এ পর্যন্তই থাক! ডায়ালমুডের কোনো কিছু নিয়ে যদি আপনাদের কনফিউশন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে এসে নির্ধিদায় প্রশ্ন করতে পারেন! যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেবার জন্যে!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ ভোর ৬:৩৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: উপকারী পোস্ট
থ্যাঙ্কু

২৮ শে মে, ২০১৩ সকাল ৭:২৩

আসিফ ইকবাল তােরক বলেছেন: আপনাকেও ধইন্যা।

২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: লিখে যান । সাথে আছি ।

২৯ শে মে, ২০১৩ ভোর ৪:৩৯

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ। :)

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

পাগলমন২০১১ বলেছেন: প্রিয়তে নিলাম

পরবর্তী টিপসের অপেক্ষায়...............

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

সোহানী বলেছেন: অনেকদিন পর হলেও চোখে পড়লো লিখাটা। অনেক ধন্যবাদ। গত ক'মাস আগে শখের বসে কেনন ১৬০০ ডি কিনেছি জার্মান থেকে বাট কেনার পর শখ চলে গেছে কারন ইউজ জানি না। তার উপর ম্যানুয়েল ৮ টা ভাষায় আছে শুধু নেই ইংরেজী..... হাহাহাহা.. তাই কিছুই বুঝতে পারছি না... অত:পর বাক্স বন্ধী...... আপনার লিখা গুলা মনোযোগ দিয়ে পড়া শুরু করছি। আশা করি এক্সপার্ট হয়ে যাবো.... ++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ! ফটোগ্রাফীর ব্যাপারটা হলো লেগে থাকা আর কিছুই নাহ! যত সময় দিবেন তত বেশি এক্সপার্ট হবেন! আর হে আমার বাকি লেখাগুলো পড়ে নিবেন ঐখানে আরো কিছু টিপস রয়েছে। ভালো থাকবেন!

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৮

শিপন মোল্লা বলেছেন: রাকিব ভাই ক্যামেরার অটোর যে বোটমটা আছে তার নিচে চাকার মতো রিকং যার ওপর লিখা আছে এস সিএল সি এইচ এই সব কি ? কি কাজে আসে ক্যামেরার ?

৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৬

শিপন মোল্লা বলেছেন: পূর্বের পোস্ট আর এই পোস্টটা আমি এখন Aperture priority (A or AV) ই এখন ছবি তলতেছি আসিফ ভাই। আমি মনে করি এই মোডটাই এখন তাহলে আমার ছবি তুলা উচিত কি বলেন ?

১৯ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৫৮

আসিফ ইকবাল তােরক বলেছেন: ভাই অনেক দিন পর আপনার কমেন্ট টা চোখে পড়লো। হা হা উত্তর দিতে না পারার জন্য দুঃখিত। এখানে নোটিফিকেশন দেখায় না ফেসবুকের মতন তাই ঠিক বুজিও নাই কবে কমেন্ট করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.