নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের কুকুর

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১



একদিন আমার দাদা বাজার থেকে ফিরছেন উনার পিছন পিছন ছোট্ট একটা কুকুর ছানা দৌড়ে দৌড়ে আসছিল। দাদা ভাবলেন কিছুদুর আসার পর হয়তো ফিরে যাবে। কিন্তু বাচ্চাটি উনার পিছন পিছন আমাদের বাড়ি পর্যন্ত চলে আসলো। বাড়িতে যেহেতু এসেই পড়েছে তখন আমার মা কুকুর ছানাটিকে ভাত খেতে দিলেন। ব্যাস সেদিন থেকেই আমাদের বাড়ির একজন সদস্য হয়ে উঠলো এই কুকুর ছানাটি। আসলে গ্রামের বাড়িতে হাসমুরগিকে শেয়ালের হাত থেকে বাচানো, ছিচকে চোরের উপদ্রব থেকে বাড়ির মালামাল যেমন- বদনা, শীলপাটা, টিউবওয়েলের লোহার ব্যারেল প্রভৃতি রক্ষা করা করার জন্য বাড়িতে একটি কুকুর থাকা খুবই জরুরী।

কুকুর ছানাটি আমার দাদা এবং আমার আম্মার আদর যত্নে বড় হতে লাগলো। দাদার পিছন পিছন কুকুর ছানাটি ধানক্ষেতে সব্জী ক্ষেতে যেতো। একসময় সে পরিপূর্ণ কুকুরে পরিণত হল। দিনে দিনে কুকুরটি খুবই শিকারি এবং প্রভুভক্ত হয়ে উঠলো। বাড়িতে নতুন কেউ এলেই ঘেউঘেউ করে সারা বাড়ী মাথায় তুলতো। বাড়ির কেউ থামতে না বলা পর্যন্ত ঘেউঘেউ করেই যেতো। শেয়াল, ছিচকে চোর বাড়ির ধারে পাশেও ঘেষতো না। একবার এক ছিচকে চোর আমাদের বাড়ি ভুলক্রমে ঢুকে পড়েছিল আর কোথায় যাবা বাছাধন! দুইতিন কামড় খেয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। এত হিংস্র হলেও আমাদের কিছুই বলতো না। আমি তাকে ঘোড়া বানিয়ে অনেকবার তার পিঠে উঠেছি কোনদিন কিছুই বলেনি। একবার আমাদের বাড়িতে ডাকাত পড়েছিল বাড়িতে সেদিন আমার আব্বা ছাড়া আর কোন পুরুষ মানুষ ছিল না, ডাকাতরা আমাদের সব মালামাল নিয়ে গিয়েছিল বাধা দেওয়ার কেউ ছিল না। শুধুমাত্র কুকুরটাই ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কয়েকটাকে কামড়ে দিয়েছিল এবং তাদের হাতে মারও খেয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি ডাকাতরা আমাদের সোনাদানা টাকাপয়সা সবই নিয়ে গিয়েছিল।আমার আব্বা ডাকাতদের বলেছিল তোমার সব নিয়ে যাও কিন্তু আমাদের কুকুরকে মেরো না।

আমার দাদার মৃত্যুর পর কুকুরটার চোখে পানি দেখেছিলাম। সারাদিন রাত দাদার কবরের পাশে শুয়ে থাকতো,আর দুচোখ বেয়ে পানি পড়তো। মানুষের জন্য কুকুরের এমন মমত্ব না দেখলে বিশ্বাস করা যায় না।

প্রায় ১০-১২ বছর আমাদের সেবা করার পর একদিন মারা যায় সেই প্রভুভক্ত, উপকারী কুকুরটি। এই কুকুরটাকে আমরা সামান্য কয়টা খাবার দিতাম,যার বিনিময়ে সে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেবা করে গেছে।

আর আমরা মানুষেরা যে আমাদের উপকার করে আমরা তাদেরই ক্ষতি করে থাকি। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও কুকুরের কাছ থেকেও আমাদের অনেক কিছুই শেখার আছে।

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার দাদার জন্য কুকুরের কান্না করার ব্যাপারটি বড়ই আশ্চর্যজনক! রাস্তা-ঘাটে কিছু অসভ্য পোলাপান থাকে কুকুর দেখলে অযথাই ওদের মারতে যায়।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই সুন্দর মন্তব্যের জন্য, মানুষের মৃত্যুতে কুকুরের কাদার ঘটনা আমি আরো শুনেছি।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

মোস্তফা সোহেল বলেছেন: কুকুররা বেশ প্রভু ভক্ত হয়।
আমাদের বাসায় অনেক আগে একটা কুকুর ছিল তাকে কোন খাবার ছুড়ে দিলে সে সেটা মাটিতে পড়তে দিত না ক্যাচ ধরার মত মুখ দিয়ে ধরে ফেলত।
আমি খেতে বসলে ভাত বলের মত করে ওর দিকে ছুড়ে দিতাম।
একদিন কারা যেন বিষ দিয়ে কুকুরটাকে মেরে ফেলেছিল।আমার মনে আছে আমি সেদিন কেঁদেছিলাম।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

তারেক_মাহমুদ বলেছেন: মোস্তফা সোহেল ভাই আপনি আমার মনের কথাটাই বলেছেন, আমাদের কুকুরটাও মাটিতে খাবার পড়তে দিতো না উপর থেকেই লুফে নিতো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি চমৎকার। আপনার গল্পটি আমার একটি কুকুরকে মনে করিয়ে দিলো। কয়েক মাস আগে রাতে আমার একটি কুকুরকে বিশ দিয়ে মেরে ফেলেছে। আমার অনেক খারাপ লেগেছিল সেই দিন।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, আসলে কুকুরের মত উপকারী প্রাণী আর নেই

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২০

জুন বলেছেন: খুব ভালোলাগলো পোষা প্রানীর প্রতি মমতা জড়ানো লেখাটি । আমাদের বিশাল এলসেশিয়ান টাইগার যখন চোরের দেয়া বিষ প্রয়োগে মারা গেলো তখন আপনাদের মতই অনেক কষ্ট হয়েছিল তারেক ।
+

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু, অনেক অনুপ্রেরণা পেলাম, আমি পিছন সারির লোক তাই সবাইকে অনুরোধ আমার লেখা পড়ার জন্য।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ওমেরা বলেছেন: ঠিক বলেছেন মানুষের মত অকৃতজ্ঞ প্রানী আর নেই । ধন্যবাদ

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ওমেরা ভাই,আপনাকে আমার ব্লগে স্বাগতম।

সব মানুষ এক রকম নয়,মানুষের মধ্যেও অনেক ভাল মানুষ আছে ,তা না হলে
পৃথিবী এতদিন টিকে থাকতো না ।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

আটলান্টিক বলেছেন: আহা ভাই খুব হৃদয়বিদারক ঘটনা।এইজন্যে উন্নত দেশে মানুষের থেকে কুকুর প্রীতি বেশি

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাকে সব সময় পাই আমার ব্লগে খুব ভাল লাগে। একটি বিষয় জানতে ইচ্ছে হচ্ছে, আপনি কি প্রথম পাতায় স্থান পেয়েছেন?

আসলেই কুকুরের মত প্রভুভক্ত প্রাণী আর দ্বিতীয়টি নেই।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


কুকুর যাকে ভালোবাসে, তাকে সে ভোলে না, কখনো ভোলে না।

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

তারেক_মাহমুদ বলেছেন: সঠিক বলেছেন গাজী ভাই, কুকুরের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ঘটনাটি অনেকের স্মৃতি জাগিয়ে তুলেছে। সুন্দর ঘটনা, সুন্দর বর্ণনা।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাই, আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো,আপনার আমার ব্লগে এসে মন্তব্য করলে অনেক ভাল লাগে।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

অপ্‌সরা বলেছেন: যেমনই সুন্দর লেখা ভাইয়া তেমনি বাবুটার সাথে কুকুরটার ছবি!

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু, প্রথম পাতায় স্থান না পেলে আসলে লিখে জোস পাওয়া যায় না, এ পর্যন্ত ২৯টি লেখা পোষ্ট করেছি এর মধ্যে অনেক লেখাই একজনও পড়েনি, একজন লেখককে মুল্যায়নের জন্য ২৯টি লেখাই কি যথেষ্ট নয়? হাতে আরো কয়েকটি লেখা আছে ইচ্ছা করেই পোষ্ট করছি না। কেউ না পড়লে পোষ্ট করে লাভ কি?

১০| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

সাদা মনের মানুষ বলেছেন: কুকুরের প্রভুভক্তি সত্যিই অনন্য.........

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই কুকুরের এমন প্রভুভক্তির অনেক গল্প যুগে যুগে প্রচলিত। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ ছাড়া অন্য কোন প্রাণী বিশ্বাঘাতক হয় না। প্রাণীদের প্রতি সদয় হওয়া মহত্বের লক্ষণ।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

তারেক_মাহমুদ বলেছেন: কৃতজ্ঞতাবোধের দিক দিয়ে কুকুর অনন্য, তাই কুকুরের কাছ থেকে এই বিষয়টি আমাদের শিক্ষা নেওয়া উচিত।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ককুর স্বভাবতই প্রভুভক্ত ।
এই কুকুরটি প্রভু মৃত্যুর পরও কবরে দীর্ঘদিন শুয়ে থেকে নিদর্শন তৈরী করেছিলো।নিউজ ও ছবিটি নেটে এসেছিল।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ কাফি ভাই, প্রথমেই আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্য এবং ছবির জন্য ধন্যবাদ।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

কামরুননাহার কলি বলেছেন: আপনি এই লিংককে মেইল করুন তাদের কাছে আপনার কথা জানান। মানি একটি আবেদন করুন।
[email protected]

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু, সুন্দর পরামর্শের জন্য।

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনার পরামর্শ মত মেইল করলাম দেখা যাক, ভাগ্যের চাকা ঘোরে কিনা।

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: কুকুরের প্রভুভক্তি নিয়ে খুব সুন্দর একটা গল্প বলে গেলেন। ভাল লাগলো।
ছবিটাও খুব সুন্দর।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ স্যার আপনার কাছ থেকে এমন মন্তব্য পাওয়া আমার জন্য অনুপ্রেরণা। ভাল থাকবে ন সবসময়।

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

সোহানী বলেছেন: চমৎকার লেখনি।

আমাদের কুকুর টমি ও ঠিক একইভাবে ভালোবাসতো। আর কানাডায়তো সন্তান না এরা কুকুরই পালে।

অাপনার প্রথম পাতায় কি লিখা যাচ্ছে? আপনার লিখার হাত ভালো, অবশ্যই যাবে....

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

তারেক_মাহমুদ বলেছেন:

সোহানী আপু আমি প্রথম থেকেই আপনার লেখার ভক্ত। আমি আপনার মন্তব্যের প্রত্যাশায় ছিলাম।

না আপু আমার লেখা প্রথম পাতায় যাচ্ছে না । আপনি যখন আশাবাদ ব্যক্ত করেছেন আমার লেখা প্রথম পাতায় যাওয়ার তখন আমিও আশাবাদী হলাম একদিন আমার লেখাও প্রথম পাতায় যাবে।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: লেখাটি মনটা বিষন্ন করে দেয়।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাইয়া, আপনার মত সিনিয়র ব্লগারকে বিষন্ন করতে পেরেছি জেনে ভাল লাগলো।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

জুন বলেছেন:
আমার গ্রুপ থেকে একটা ছবি দিয়ে গেলাম :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপ্পি, আপনাদের অনুপ্রেরণায় আমি সেফ হতে পেরেছি।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

আবু তালেব শেখ বলেছেন: আমাদের ও একটা কুকুর ছিলো।তার সৃতি এখনো কাদায়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য তালেব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.