নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ সামু ব্লগ, সেফ_হওয়ার_গল্প

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১১

গতকাল কাল্পনিক_ভালবাসা ভাইয়া জানালেন আমি সামুতে সেফ জোনে পৌঁছে গেছি। বিষয়টি জানার পর বুকের ভিতর আনন্দের স্রোত বয়ে যায়। কিন্তু আনন্দ ভাগাভাগি করার কোন মানুষ পাচ্ছিলাম না। একবার ভাবলাম বউকে জানাই, পরে ভাবলাম আমার এই আনন্দ বোঝার ক্ষমতা তার নেই, দ্বিতীয় ভাবনা অফিসের কোন কলিগ কে জানালে কেমন হয়? না এমনিতে ফেসবুকে লেখার জন্য অনেকেই টিটকারি মারে, কেউ কেউ বলে আপনি কি সারাদিন নেটেই পড়ে থাকেন? দ্বিতীয় ভাবনাও বাদ। বিষয়টি নিজের ভিতরই রেখে দিলাম, গতকাল সারারাত ঘুম হয়নি আনন্দে, বউ মাঝরাতে বললো, তুমিতো প্রতিদিন শোয়ার সাথেই নাক ডাকো আজ কি হল? বললাম এমনিই ঘুম আসছে না।

ফেসবুকে আলপনা(আলপনা তালুকদার) আপুর সাথে আমার আইডি যুক্ত ছিল। আলপনা আপু ফেসবুকে খুব সুন্দর সুন্দর স্ট্যাটাস দেন। মুলত উনার লেখালেখি দেখাই আমার পুরানো দিনের কথা মনে পড়ে গেল, একসময় আমার লেখা প্রায়ই ভোরের কাগজ,জনকণ্ঠ, যায় যায় দিন পত্রিকায় ছাপা হতো। সেই দিনগুলি কি আনন্দের ছিল। আমিও ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করলাম। প্রথম দিকে একটা দুইটা কমেন্ট,বিশটা লাইকের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। লাইক কমেন্ট এর সংখ্যা দিন দিন বাড়তে থাকলো,আমার লেখার আগ্রহও বাড়তে থাকলো। একদিন দেখলাম আলপনা আপু ওনার লেখার সামু লিংক ফেসবুকে শেয়ার দিয়েছেন। আমার সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল,২০১২ সালে আমি সামুতে একটা আইডি খুলেছিলাম। সেফ না হওয়ায় লেখা বন্দ করে দিয়েছিলাম। ভুল নিকনেম দিয়ে আবারো একটা আইডি খুলে ফেললাম, ব্যাস শুরু হয়ে গেল সেফ হওয়ার সংগ্রাম।

প্রথম দুই তিনটা পোষ্টে কোন কমেন্ট নেই। আমিও দমবার পাত্র নই। একের পর এক পোষ্ট দিতেই থাকলাম। একদিন তারেক ফাহিম ভাই প্রথম আমার পোষ্টে কমেন্ট করলেন এবং বললেন আমি খুব তাড়াতাড়িই সেফ হয়ে যাবো। এর পর পরই কমেন্ট করেন মোস্তফা সোহেল ভাই।আমি প্রতিদিন নতুন নতুন পোষ্ট দিতে থাকলাম,এবং প্রথম পাতার পোষ্টগুলোতে কমেন্ট করতে থাকলাম। একদিন সন্ধান পেয়ে গেলাম সামু পাগলা০০৭ আপুর আড্ডাঘর পোষ্টটি, ব্যাস প্রতিদিন আড্ডা দিতে শুরু করলাম বিজ্ঞ ব্লগার ভাইয়াদের সাথে, আড্ডাঘরে সবাই আমাকে আপন করে নিলো। আমাকে আড্ডাঘরে সবচেয়ে বেশি উৎসহ দিয়েছেন, মাহমুদুর রহমান সুজন ভাই। এছাড়া মোস্তফা সোহেল ভাই,মো.মাইদুল ইসলাম ভাই, আরাফাআহনাফ ভাই, অয়ন ভাই,পুলক ঢালী ভাই সবাই আমাকে উৎসাহ দিয়ে গেছেন।

একদিন আমার পোষ্টে খাইরুল হাসান স্যারের আগমন, স্যার আমার ছেলেকে নিয়ে লেখাটির খুব প্রশংসা করেছিলেন। আমি স্যারকে বলেছিলাম আমি সেফ হলে আমার মেয়েকে নিয়ে লিখবো। তাই গতকাল সেফ হওয়ার পর প্রথম বাবা শিরোনামে পোষ্টটি দিয়েছিলাম। আরো কিছু মানুষের কথা না বললেই নয় তাদের একজন হচ্ছেন শায়মা আপু, উনার কমেন্ট দেখলেই মন ভরে যায়, আমার পোষ্টে শায়মা আপুর কমেন্ট ছিল, 'আপনার লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়ামনি'। জুন আপু,সোহিনী আপু,কলি আপুও আমাকে উৎসহ দিয়ে গেছেন।

সামুতে এসে একজন মানুষ পেলাম যার প্রফাইলে ট্রাক্টরের ছবি, তিনি আমাদের চাঁদগাজী ভাই। আমি লেখা পোষ্ট দেওয়ার পর থেকেই গাজী ভাইয়ের খোঁচা খাওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু না, গাজীভাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আর একজন মানুষের কথা না বললেই নয় তিনি রাজীব নুর ভাই, আমি সেফ ব্লগার হিসাবে দেওয়া প্রথম পোষ্টটি পড়ে উনার চোখে পানি এসে গিয়েছিল বলে জানিয়েছেন। এটা আমার জন্য পরম পাওয়া। এছাড়া একটি আটলান্টিক, মরুচারী বেদুঈন ভাইয়ের কাছেও আমি কৃতজ্ঞ।

পরিশেষে ধন্যবাদ সামু ব্লগ,ধন্যবাদ কাল্পনিক_ভালবাসা ভাইয়া আমাকে প্রথম পাতায় সুযোগ করে দেওয়ার জন্য।

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

মোস্তফা সোহেল বলেছেন: সামু পরিবারে আপনার পথচলা দীর্ঘ হোক।
অনেক অনেক শুভ কামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

তারেক_মাহমুদ বলেছেন: আবারো ধন্যবাদ সোহেল ভাই।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

বিজন রয় বলেছেন: অভিনন্দন।
এখন সুন্দর ব্লগিং করুন।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

কামরুননাহার কলি বলেছেন: শুভেচ্ছা রইলো আপনার প্রতি।
বলেছিলাম না একদিন ঠিক পেয়ে যাবেন চাঞ্জ দেখলেন তো আমার কথা ঠিক কিনা।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু, আপনার সেফ হওয়া দেখেই আমার উৎসাহ বেড়ে গিয়েছিল।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:


শুভেচ্ছা এবং শুভ কামনা।

জানতাম দ্রুতই আপনি ১ম পাতায় আসবেন। অনেক ভাল লাগছে আপনার সেফ হওয়া ও আনন্দের প্রকাশ। এখন থেকে আপনার লিখা সবাই পড়তে পারবে। আর আপনার সুন্দর গল্প/কবিতা/স্মৃতিকথার অপেক্ষায় থাকলাম।

সামুতে পথ চলা হোক দীর্ঘ থেকে দীর্ঘতম।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: মাইদুল ভাই আপনার কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পাই, আবারো ধন্যবাদ।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

আবু তালেব শেখ বলেছেন: শুভেচ্চা রইলো ম্যাভাই।
আমি আপনার লেখা পড়ার অধির আগ্রহে অপেক্ষা করবো

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: গত কালই বাবা শিরোনামে একটা লেখা দিয়েছি, ২য় পাতায় আছে পড়ার আমন্ত্রণ, আপনাকে ধন্যবাদ ভাইয়া।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

আরাফআহনাফ বলেছেন: অভিনন্দন,শুভেচ্ছা এবং শুভ কামনা।

আরো আরো লিখুন - মন খুলে, প্রানের আনন্দে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে ধন্যবাদ আরাফ ভাই

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

আবু তালেব শেখ বলেছেন: অলরেডি পড়েই ফেলেছি ম্যাভাই ।

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ তালেব ভাই

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: অভিনন্দন আপনাকে।
আসলে ব্লগে সেফ থাকার মজাটাই আলাদা।
প্রেরনা বেড়ে যায় বহুগুন।আপনার অপেক্ষা ও আকাঙ্ক্ষার অবসানে আমিও খুশি।
লিখতে থাকুন।
আপনার নতুন কোন লেখার অপেক্ষায় রইলাম।
শুভ কামনা....

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

তারেক_মাহমুদ বলেছেন: কাফি ভাই, আপনি আমার লেখা আমাদের কুকুর শিরোনামের লেখাটিতে চমৎকার একটি কমেন্ট করেছিলেন, যা আমার জন্য অনুপ্রেরণা ছিল, আপনাকে ধন্যবাদ।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

ময়নামতি বলেছেন: নিউ ব্লগার সামু ব্লগে আপনাকে স্বাগতম,
আপনার লেখা অত্যন্ত সুন্দর হয়েছে। কম কথায় বিষয় উপস্থাপন করলে ভাইজান আপনি নিজেকে জনপ্রিয় ব্লগার হিসেবে অচিরেই স্থান করে নিতে পারবেন। কারন প্রথম থেকেই বড় লেখা দিলে অনেকেই ধৈর্য্য ধরে পড়তে চাইবে না।
আাপনি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।
শুভকামনা সকল সময়ের জন্য।
পোস্টে ++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

তারেক_মাহমুদ বলেছেন: গতকালই একটা ছোট পোষ্ট দিয়েছি বাবা শিরোনামে, এই পোষ্টটি এরচেয়ে ছোট করলে অনেকের কথাই বলতে পারতাম না। ধন্যবাদ আপু।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার লেখা দেখেই বোঝা যাচ্ছে আপনি বেশ উৎফুল্ল । আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো । শুভ ব্লগিং ।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনার নিকনেমটি উচ্চরন করতে দাত ভেঙ্গে যাবে

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

জনৈক অচম ভুত বলেছেন: অভিনন্দন। হ্যাপি ব্লগিং।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভুত ভাইয়া

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

আটলান্টিক বলেছেন: সেফ হওয়া উপলক্ষে কবিতা লেখেন ভাইয়া।
পোষ্টে +++++

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আটলান্টিক ভাইয়া, কবিতা লেখা আমার কম্ম নয়।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

খসরুল আলম বলেছেন: আমার পুরান আইডি সেফ ছিল কিন্তু পাসওয়ার্ড ভূলে গেছি .। নতুন এটা করলাম দেখি কত দিন লাগে সেফ হতে

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

তারেক_মাহমুদ বলেছেন: [email protected] এই এড্রেস এ মেইল করুণ।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

আহলান বলেছেন: অভিনন্দন!! কোন এক অজানা কারণে আমি এখনো জেনারেল!! সুদীর্ঘ ৫ বছর সেফ থেকে নানা মূখী লেখা লেখি করার এক ফাকে আমি কারোর বিরাগভাজন হয়ে জেনারেল হয়ে গেলাম ... লেখালেখি ছেড়ে দিয়েছি ... তাই আর জেনারেল না সেফ রাইটার, তা নিয়ে ভাবিনা .... জীবন চলে যায়, থেমে থাকে না ....... স্বাধীন ভাবে লিখতে না পারলে ব্লগে এসে লাভ কি??

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনার জন্য শুভ কামনা।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

আখেনাটেন বলেছেন: সেফ জোনে বিরাজ করছেন জেনে খুশি হলুম। কবি ম্যাকবেল পাটোয়ারী বলেছেন 'পড়ুন বেশি লিখুন কম'।

শুভকামনা ব্লগিং জগতে ব্লগার তারেক মাহমু৩২৮।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার কথাটি মনে থাকবে।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

খসরুল আলম বলেছেন: বড় ফাফরে পরে গেছি। আইডি মনেআছে বাট পাস/মেইল আইডি মনে নাই. কি করি?

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

তারেক_মাহমুদ বলেছেন: মেইল করে দেখেন, মডারেটর ভাইয়ারা আপনাকে হেল্প করবেন।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

শকুন দৃিষ্ট বলেছেন: শুভকামনা আপনার জন্য। আপনার পথচলা মসৃন হোক।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

তারেক_মাহমুদ বলেছেন: আপনাদের শুভ কামনা আমার চলার পথের পাথেয়।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

নতুন নকিব বলেছেন:



অাপনার জন্য অনেক শুভকামনা। সামনের দিনগুলো আরও সুন্দর হোক। সামুর সম্মানিত মডারেটরদেরও ধন্যবাদ। তারা ইদানিং ব্লগারদের বিষয়ে অনেকবেশি সচেতন।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সাথে একমত, ধন্যবাদ আপনাকেও

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অভিনন্দন আপনাকে। আপনার থেকে ভালো লেখা উপহার পাবো বলে আশা করছি।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

তারেক_মাহমুদ বলেছেন: সেফ হওয়ার পরই একটা লেখা পোষ্ট করেছি, বাবা শিরোনামে। চেষ্টা করবো ভাল কিছু লেখার। আপনার কয়েকটি লেখা আমার খুবই প্রিয়,তার মধ্যে জেলেদের জীবন নিয়ে যে লেখাটি লিখেছিলেন সেটি অন্যতম।ভাল থাকুন সবসময়।

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

সামিয়া বলেছেন: অভিনন্দন

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার উপহারের জন্য ধন্যবাদ আপু, ভাল থাকুন সবসময়।

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

বেয়াদপ কাক বলেছেন: দারুন ব্যাপার। শুভকামনা রইল।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

তারেক_মাহমুদ বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা কাকা ভাইয়া।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: পার্টি দ্যান।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সাথে একদিন দেখা করার ইচ্ছা আছে।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে অভিনন্দন । আপনার উচ্ছ্বাস দেখে ভালো লাগছে । অনেক শুভেচ্ছা রইল ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৩

তারেক_মাহমুদ বলেছেন: জি আপু আমি অনেক উচ্ছসিত,যে আনন্দের খুব সামান্যই বহিঃপ্রকাশ আছে এই পোষ্টে।

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: খুশির খবর। শুভকামনা সবসময়ের জন্য।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনার জন্য অপেক্ষা করছিলাম সুজন ভাই, ভাল থাকুন সবসময় ।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: অভিনন্দন! এবার মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করুন।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সাধু ভাইয়া, মিষ্টির ছবি আপলোড করে লাভ কি যেদিন দেখা হবে খাইয়ে দেবো।

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


সামুতে লিখার সুযোগ পাওয়া অনেকটা ২১ 'শের পদক পাবার মত দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে?

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০১

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ বলেছেন ভাইয়া, তবে যখন সেফ ছিলাম না তখনো আপনাকে পাশে পেয়েছি, এখনো পাচ্ছি, অনেক ভালবাসা আপনার জন্য

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

শাহিন-৯৯ বলেছেন: গতকাল আপনি যখন সেফ হয়েছেন কাভা ভাইয়ের মাধ্যমে তখন সেই কমেন্ট আমি দেখেছিলাম, একবার ভেবেছিলাম অগ্রিম অভিনন্দন জানাই, জানাও হয়নি, এখন লম্বা করে একটা অভিনন্দন।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ শাহীন ভাই, আশাকরি আপনার সমস্যার ও সমাধান হয়েছে। তখনি বাবা শিরোনামে একটি পোষ্ট দিয়েছিলাম আশাকরি আপনার চোখে পড়েছে। ভাল থাকুন ভাইয়া

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

সুমন কর বলেছেন: অভিনন্দন !!

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে ধন্যবাদ সুমন ভাই

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: অনেক শুভেচছা।। এগিয়ে যান আরো অনেকদুর।।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৪

তারেক_মাহমুদ বলেছেন: আপনি আমার আন্তরিক ভালবাসা গ্রহণ করুণ।

৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৩

কাওছার আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল ভাই। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর লেখা উপহার পাবো আশা করি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৬

তারেক_মাহমুদ বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহন করুণ আজাদ ভাইয়া।

৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৯

মলাসইলমুইনা বলেছেন: প্রথম পাতায় লেখার রেলগাড়িটা তড়তড়িয়ে চলুক.... কু-উ-উ ডাকের মতো উচ্চস্বরে ব্লগে প্রয়োজনীয় কথাগুলো বলুক গল্পে, ফিচারে আর যেমন ইচ্ছে তেমন করে | শুভেচ্ছা প্রথম পাতায় |

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আমি আবেগী মানুষ সেটা আমার বাবা শিরোনামের লেখা পড়েই আশাকরি বুঝেছেন ভাইয়া,অতি আবেগে একটু বেশি কথা লিখে ফেলেছি। সামনে রেলগাড়ি দ্রুত গতিতেই চলবে আশাকরি। নিরন্তর শুভেচ্ছা।

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

করুণাধারা বলেছেন: দেরী হয়ে গেলেও এলাম একরাশ শুভেচ্ছা নিয়ে। সামুতে আপনার চলা আনন্দময় হোক।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাকে নিরন্তর শুভেচ্ছা।

৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাহাহা... ভালো তো! তবে চলুক এবার পুরোদমে লেখালেখি :)

ব্লগ একজন লেখকের প্রেরণার গুরুত্বপূর্ণ উৎস।
আগের দিনের লেখকেরা এই সুযোগের কথা কোনক্রমে জানতে পারলে আমাদের হিংসে করবে নিশ্চয়।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, অনেক ভালবাসা আপনার জন্য।

৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিনন্দন !! অনেক শুভেচছা।। আরো সুন্দর হোক আপনার আগামী দিন গুলো ।।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

তারেক_মাহমুদ বলেছেন: আমার মেয়েকে দেখালে নিশ্চিত ভয় পাবে, ধন্যবাদ ভাইয়া

৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভেচ্ছা রইলো। সেইফ জোনে সুরক্ষিত থাকুন আজীবন।।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই, শুভেচ্ছা রইলো

৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! বেশ মজা করে লিখেছেন


সামুতে সেফ থাকাটা বেশ স্বচ্ছন্দকর।
আপনাকে অভিনন্দন। ভাল থাকুন। ভাল লিখুন।
শুভ কামনা সতত

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া,আপনার লেখা আমার ভিষন পছন্দ, আপনার টাইপরাইটার, এপিটাফ এই দুটো লেখাই মনে গেঁথে আছে। ভাল থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.