নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শক্তের ভক্ত নরমের যম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

কিছু মানুষ আছে যারা পাবলিক বাসে উঠলেই হম্বিতম্বি শুরু করে দেয়। এই যেমন পাশ দিয়ে কোন বাস ওভারটেক করে গেলেই বলবে,
-এই ব্যাটা তুই ড্রাইভার না হেল্পার, গাড়ি চালাইতে জানিস না তো গাড়ি চালাতে আসছিস ক্যান? আর কিছু মানুষের স্বভাবই হচ্ছে গাড়িতে উঠে ভাড়া নিয়ে গণ্ডগোল করা।

কয়েকদিন আগে মিরপুর ১ নম্বর থেকে উঠেছিলাম নিউভিষন বাসে, গন্তব্য মতিঝিল। গাড়ির হেল্পার একজন বাচ্চা,বয়স আনুমানিক ১০-১২ বছর হবে। নিউভিষন যেহেতু সিটিং গাড়ি তাই দাঁড়িয়ে লোক নেওয়ার কথা নয়। কিন্তু ড্রাইভারের ইংগিতে বাচ্চা হেল্পারটি ইচ্ছা করেই গাড়ির গেট খোলা রেখেছিল। তাই বেশ কিছু লোক উঠে পড়লো। তখন অন্য যাত্রীরা প্রতিবাদ করলো,একজন বললো,
-তুই দরজা খোলা রাখছিস ক্যান ভাড়া অর্ধেক পাবি যাত্রীরা বললো।
হেল্পার বাচ্চা তাই কিছুই বললো না। যাত্রীরা এক একজন এক এক রকম মন্তব্য করতে লাগলো। একজন বললো এরাই হচ্ছে বড় দুর্নীতিবাজ। যাত্রীদের মধ্যে একজনতো হেল্পারকে মেরেই বসলো। বাকী সবাই সেই লোককেই সমর্থন দিয়ে গেলো। দাঁড়ানো যাত্রীদের একজন হেল্পারকে মারার প্রতিবাদ করলো। ঔ যাত্রীর সাথে হেল্পারকে মারা যাত্রীর তুমুল ঝগড়া বেধে গেল। হেল্পার ছেলেটি কাঁদতে কাঁদতে একটা কথাই বললো,
-আমি যদি বড় হইতাম তাহলে মারার সাহস পাইতেন না।
কথাটি আমার মনে খুব দাগ কাটলো। আসলে এইসব গাড়ির অলিখিত নিয়মই হয়ে গেছে উঠানোর সময় বলবে সিটিং, কিছুদুর গেলেই লোকাল হয়ে যায়। হেল্পার বড় মানুষ হলে যাত্রীদের সাথে রীতিমত গলাবাজি করে। এই হেল্পারটার বয়স কম হওয়ার কারণেই তাকে মার খেতে হল।

আসলে আমরা সবাই শক্তের ভক্ত নরমের যম।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

মোস্তফা সোহেল বলেছেন: দূর্বলরাই সারা জীবন মার খেয়ে যায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২১

তারেক_মাহমুদ বলেছেন: এটাই পৃথিবীর নিয়ম, সোহেল ভাই।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

আবু তালেব শেখ বলেছেন: ছোটদের প্রহার করে কিছু বিড়াল প্রকৃতির লোক বাহাদুর সাজতে চায়

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ বলেছেন তালেব ভাই।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হেলপারের জায়গায় ড্রাইভারকে কিছু উত্তম-মধ্যম দেয়া উচিত ছিল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা ভাল বলেছেন সম্রাট ভাইয়া।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

এম এম করিম বলেছেন: সত্য কথা।

আমি মনে করি সিটিবাসে হেল্পার সিস্টেম তুলে দেয়া দরকার।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

তারেক_মাহমুদ বলেছেন: হেল্পার ব্যবস্থা তুলে দেওয়া এখন সম্ভব নয়। ভবিষ্যতে হবে, সেজন্য পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

শামচুল হক বলেছেন: দুর্বলরাই সবসময় কিল খায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

তারেক_মাহমুদ বলেছেন: সহমত শামচুল ভাই।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে পাবলিক যে কি চায়! বুঝিনা।

সমস্যা সব জায়গাতেই আছে। শুধু ভাল উদ্যোগের অভাব।

বেশ কয়েক বছর আগে আমিও একবার ঢাকাতে এক গাড়িতে করে কোথায় যেন যাচ্ছিলাম। ঠিক এরকম লোক উঠানো নিয়ে দুই যাত্রীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হল। বাংলা থেকে ইংরেজীতে বাক্যবান শুরু হল। কিছুদূর যাওয়ার পরে একজন নেমে গেলে তর্ক যুদ্ধ থেকে যাত্রীরা মুক্তি পেল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

তারেক_মাহমুদ বলেছেন: ঢাকার লোকাল, সিটিং বাসগুলোতে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে। মন্তব্যের জন্য ধন্যবাদ মাইদুল ভাই।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
১.যাত্রীরা শিখাইলো নিয়ম না মানিলে কি হয়।
২.হেলপার বুঝিলো দুর্বলের উপর সবলের অত্যাচার কি জিনিস!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

তারেক_মাহমুদ বলেছেন: একদম সঠিক কাফি ভাই, এই ঘটনা আমাদের এই দুটি বিষয়ই শিক্ষা দেয়।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব কথা লিখেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই,পুরোপুরি বাস্তব ঘটনা এটা।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন অভিজ্ঞতার কাহিনি পড়লাম। ভাল লােগেছে।
ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, যারা পাবলিক বাসে যাতায়াত করেন এটা তাদের নিত্যদিনের অভিজ্ঞতা।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


বিশৃংখলা ও দুর্বলদের উপর হামলা করা জাতির চরিত্রের অংশ হয়ে গেছে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই ভাইয়া পরিবহণ সেক্টরে অরাজকতা চলছে, কেউই নিয়মনীতির তোয়াক্কা করে না। আর দুর্বল এর উপর হামলা করা আমাদের নৈতিক চরিত্র।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৭

কালীদাস বলেছেন: বাচ্চার গায়ে হাত তুলেছে: এটা আসলেই বাড়াবাড়ি। এবং এটা রাষ্ট্রের গালেও চড়, দেশ মধ্যআয়ের হয়ে গেছে বলে জিকির করা হয়, এত গোল্ডেন জিপিএ ছড়ায়, এই ছেলে স্কুলে না যেয়ে কাজ করতে যায় কেন?

তবে এটাও ঠিক যে পাবলিক এই কাজগুলো করে সৈহ্যের শেষ সীমার পৌছানোর পরেই। নিউ ভিশনের গেটলক ভাড়া অন্যান্য লোকাল বাসের চেয়ে বেশি। লোকজন বেশি ভাড়া দিয়ে ঠকতে পছন্দ করবে না স্বাভাবিকভাবেই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৩

তারেক_মাহমুদ বলেছেন: ঢাকার পাবলিক বাসগুলো কোন নিয়মনীতির তোয়াক্কা করে না। পরিবহণ সেক্টরের এই বিশৃঙ্খলা দিন দিন বাড়ছেই। ছোট বাচ্চাদের গায়ে হাত দেওয়া মোটেই কাম্য। আপনাকে ধন্যবাদ কালিদাস দাদা।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সবলরা কিল দেওয়ার জন্য জন্মেছেন, আর দুর্বলরা জন্মেছেন কিল খাওয়ার জন্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আবুহেনা স্যার, আপনাকে প্রথম পেলাম আমার ব্লগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১১

ওমেরা বলেছেন: দুনিয়া এমনিই ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই আপু, দূর্বলের উপর সবলের অত্যাচার এখন স্বাভাবিক ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.