নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

একজন প্রান্তির গল্প(২য় পর্ব)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯





একদিন নিহাল ভাইয়াকে নিয়ে আমাদের আড্ডায় প্রান্তি হাজির। আমাদের সাথে নিহাল ভাইয়ার পরিচয় করিয়ে দিলো। জানতে পারলাম ভাইয়া আমাদের ডিপার্টমেন্টেরই বড় ভাই,৪র্থ বর্ষের ছাত্র। আমাদের চেয়ে বেশ খানিকটা সিনিয়র হলেও ভাইয়ার সাথে আমাদের ভালই বন্ধুত্ব হয়ে গেল। ভাইয়া একদিন আমাদের ট্রিট দিলেন। বেশ ভালই চলছিল নিহাল ভাইয়ার সাথে প্রান্তির প্রেমের তরী।

এরই মধ্যে আমাদের প্রথম বর্ষের পরিক্ষা এবং রেজাল্ট হয়ে গেছে। দ্বিতীয় বর্ষের ক্লাশ শুরু হয়ে গেছে। একদিন ক্লাশ চলা অবস্থায় প্রান্তি মারাত্মক অসুস্থ হয়ে পড়লো। ক্লাশের মেয়েরা ধরাধরি করে প্রান্তিকে ভার্সিটির মেডিকেল সেন্টারে নিয়ে গেল, ভয়াবহ ব্যাথায় চিৎকার করছিল সে । এত সুন্দর মেয়েটা যার হাসি দেখলেই মন ভাল হয়ে যায়, কিন্তু এ ধরনের কান্না দেখার অভিজ্ঞতা সেটাই ছিল প্রথম। ভার্সিটি মেডিকেলের ডাক্তার পেইন কিলার দিয়ে কষ্ট কিছুটা কমিয়ে দিলেন।

পরেরদিনই প্রান্তির বাবা মা তাকে নামকরা একটি হাসপাতালে ভর্তি করে দিল। নানা পরিক্ষা নিরিক্ষার পর জানা গেল প্রান্তির শরীরে মরণ ব্যাধি ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। আমরা বন্ধুরা সবাই আকাশ থেকে পড়লাম। এত সুন্দর একটা মেয়ে এই পৃথিবীতে থাকবে না এটা আমরা মেনে নিতে পারছিলাম না। ইতিমধ্যেই নিহাল ভাইয়ের সাথে প্রান্তির সম্পর্কের বিষয়টি প্রান্তির বাবা মা জেনে গিয়েছে। উনারা বিষয়টি বেশ ভালভাবেই মেনে নিয়েছেন। এরই মধ্যে প্রান্তিকে কেমোথেরাপি দেওয়া শুরু হয়ে গেল। শুরু হয়ে গেলে মরনব্যাধি ক্যান্সারের সাথে প্রান্তির যুদ্ধ। আমরা মাঝেমাঝে দেখতে যেতাম, কিন্তু কেমোথেরাপির এই ভয়াবহ সময়গুলোতে নেহাল ভাইয়া সবসময় প্রান্তির পাশে ছিলেন। নেহাল ভাইয়ার এই ভালবাসা আমাদেরকে মুগ্ধ করলো।

একসময় কেমোথেরাপি শেষ হল। প্রান্তি ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে উঠলো,এবং আমাদের সাথে ক্লাশে যোগ দিল। ডিপার্টমেন্টের স্যারেরা এবং আমারা সবাই যথাসম্ভব সাহায্য করলাম যাতে সে অসুস্থতার সময়ের পড়াশুনার ক্ষতি পুষিয়ে নিতে পারে। নম্বর একটু কম পেলেও সেও আমাদের মতই সেকেন্ড ক্লাস পেয়ে গেল।

এরই মধ্যে নিহাল ভাইয়া পড়াশুনা শেষ করে চাকুরী খোজার উদ্দেশ্যে ঢাকায় চলে এসেছিল। কিছুদিনের মধ্যে একটি চাকুরীও পেয়ে গেলেন। আমরা খুবই খুশি নিহাল ভাইয়া ভাল চাকুরী পেয়ে গেছেন, তখন আমরা প্রান্তিকে প্রায় বলতাম তোদের বিয়ে কবে? প্রান্তি শুধুই হাসে, সেই হাসিখুশি প্রান্তিকে ফিরে পেয়ে আমরাও অনেক খুশি।

(আগামী পর্বে সমাপ্ত)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: আমার সাথে মিল খুঁজে পেলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো জেনে রাজীব ভাই, এটা কিন্তু বাস্তব গল্প তবে চরিত্রগুলোর নাম বদলে দিয়েছি।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: গল্পে মনে হচ্ছে শেষে করুন কিছু হবে।
দেখা যাব কি হয় শেষ পর্যন্ত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

তারেক_মাহমুদ বলেছেন: খুব বেশি অপেক্ষা করাবো না। তাড়াতাড়িই পরিণতি জানতে পারবেন সোহেল ভাই।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: চলতে থাকুক।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: ভাল মন্দ কোন কমেন্ট নেই? শুধুই চলুক?

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

ন্যায়দন্ড বলেছেন: আপনিও নতুন আমিও নতুন, আসেন কোলাকুলি করি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আমি কোলাকুলি করার জন্য রেডি,আপনার জন্য শুভ কামনা। সবার লেখা পড়ুন কমেন্ট করুন, এবং নিজের মৌলিক লেখা পোষ্ট করুণ দেখবেন আপনি আমার মত তাড়াতাড়ি সেফ হয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ আন্তরিকতারর জন্য।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

ওমেরা বলেছেন: ক্যানসার একটা মরনব্যাধী । ক্যানসার নাম শুনলেই বুকের ভিতর ধুক্ করে উঠে। কোমোখেরাপি রেডিও থেরাপি বড়জোর কিছুদিন বেঁচে থাকতে পারে । অবশ্য জীবনের মালিক আল্লাহ আর আল্লাহ চাইলে সবই পারেন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

তারেক_মাহমুদ বলেছেন: দুটি পর্বেই মন্তব্য করার জন্য ধন্যবাদ ওমেরা আপু। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

তারেক ফাহিম বলেছেন: শেষ থেকে পড়ে যাবো।

আগামী পর্বে সমাপ্ত গল্পে প্রথম থেকে লিংকগুলো দিয়ে দিলে আমার মত অলসদের জন্য উপকার হবে।

আপনি সেফ হলেন জেনে সত্যি আনন্দিত, ব্যস্ত সময় আবার অলস দুটো মিলিয়ে আছি তাই হয়ত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: Click This Link ধন্যবাদ তারেক ফাহিম ভাইয়া, আশাকরি সবসময় পাবো প্রথম পর্বের লিংক দিলাম।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


সৌভাগ্যবান প্রান্তি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ গাজী ভাই মন্তব্যের জন্য, সামনের পর্বেও থাকবেন আশাকরি।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছোট ছোট পর্বের গল্প আমার মন ছুঁয়েছে। ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: আপনার মন ছুঁয়েছে জেনে ভাল লাগলো । ধন্যবাদ বরকত উল্লাহ ভাই।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

সৈয়দ ইসলাম বলেছেন: তিনবার মন্তব্য লিখে মুছলাম।



শেষ দেখি। তারপর...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০১

তারেক_মাহমুদ বলেছেন: ঠিক আছে ইসলাম ভাই আগে পড়েই নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.