নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিক করে দেয় দুরন্ত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

ইদানীং শিশুদের জন্য দুরান্ত নামে একটি নতুন চ্যানেল চালু হয়েছ। এই চ্যানেলটি বর্তমানে শিশুদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। মটু পাতলু কিংবা ডোরেমন মত্ত থাকা শিশুরা আজ মেতেছে দুরন্তে। বিদেশী কার্টুন এর বাংলায় অনুবাদের পাশাপাশি শিক্ষামুলক দারুণ সব আয়োজন রয়েছে এই টিভিতে।

দুরন্ত আমাকে নস্টালজিক করে তোলে। দুরন্ত আমাদেকে গ্রামে কাটানো শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছে। বন্ধুদের সাথে ঘুড়ি উড়ানো, লাটিম খেলা, একসাথে পুকুরে ঝাপ দেওয়া, দড়ি লাফ, ব্যাঙলাফ, ধানের আইলে দৌড়ানো, হাডুডু,কানামাছি খেলা,সুপারি পাতা দিয়ে গাড়ি বানিয়ে একজন বসে থাকা একজনের টেনে নেওয়া, সাইকেলের পুরানো টায়ার চালানো,তিন চাকার গাড়ি চালনো, এর সবই দেখতে পাওয়া যাচ্ছে দুরন্তে।


আমার মেয়ে একা টিভি দেখে মজা পায় না তাই আমাকেই তাকে সঙ্গ দিতে হয়, মুলত মেয়ের কারণেই দুরন্তের সাথে আমার পরিচয় । আমার মেয়ের সবচেয়ে প্রিয় অনুষ্টান, 'গল্প শেষে ঘুমের দেশে' এই অনুষ্টানে নামকরা সব টিভি তারকারা দেশ বিদেশের শিক্ষামুলক গল্প শোনান। টিভি তারকাদের মধ্যে সূর্রণা মোস্তাফা, সৈয়দ হাসান ইমাম, রইসুল ইসলাম আসাদ, দিলারা জামান,খাইরুল আলম সবুজ, সাজু খাদেম এর মত নামীদামী তরকা শিল্পিরা রয়েছেন । যা আমাদের শৈশবে দাদী, নানীর কাছে কাথা মুড়ি দিয়ে গল্প শোনার স্মৃতিকেই মনে করিয়ে দেয়। সেই পান্তা বুড়ির অথবা দুষ্ট রাখালের গল্প এখনো যে বাচ্চাদের আনন্দ দিতে পারে তা এই অনুষ্টানটি দেখলে বোঝা যায়।

এই যান্ত্রিক যুগে শিশুদের বিনোদনের মাধ্যম যখন টিভি আর মোবাইল তখন শিক্ষা এবং বিনোদনের চমৎকার সমন্বয় দুরন্ত টিভি। এই টিভিতে যে অনেক মেধাবী মানুষেরা পিছন থেকে কাজ করছেন তা এই চ্যানেলের অনুষ্টানের মান দেখলেই বোঝা যায়। চ্যানেলটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। এবং চ্যানেলটির সাফল্য কামনা করি।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক আগেই এরকম একটা চ্যানেল দরকার ছিল। এরকম আরো চ্যানেলের দরকার আছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সাথে আমিও সহমত, হিন্দি মটুপাতলু, আর ডোরেমন দেখতে দেখতে বাচ্চারা যা শিখছে তা আমাদের জন্য মোটেই সুখকর নয়। মন্তব্যের জন্য ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালি ভাইয়া।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: অনুষ্ঠানটি আমি দেখেছি। ভালো অনুষ্ঠান শিশুদের জন্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক_মাহমুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

কুঁড়ের_বাদশা বলেছেন: পোষ্ট খানা পড়ে আমি মুগ্ধ! ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

তারেক_মাহমুদ বলেছেন: প্রথমবারের মত আমার পোষ্টে বিশিষ্ট দার্শনিক,রম্য লেখক কুড়ের বাদশাকে স্বাগত। আপনার মন্তব্যখানি পাঠ করে আমিও মুগ্ধ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

কালীদাস বলেছেন: আগে জানতাম না, থ্যাংকস :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

তারেক_মাহমুদ বলেছেন: আমিও জানতাম না প্রিয় কালিদাস ভাইয়া, আমার মেয়ের কাছ থেকে জেনেছি।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

আটলান্টিক বলেছেন: আরে কি করছেন এইসব :(
এখন এসে কার্টুন দেখছেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫

তারেক_মাহমুদ বলেছেন: হুম দেখিতো মেয়ের জন্য দেখতে হয়, ভালই লাগে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

তারেক_মাহমুদ বলেছেন: আটলান্টিক ভাই অনেকদিন পর আমার পোষ্ট এ এলেন। আমরা জমজ ভাই এক্ সাথে সেফ হয়েছি। কি বলেন? আপনিতো এখন বিরাট জনপ্রিয় ব্লগার।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

আটলান্টিক বলেছেন: আহা তারেক ভাই এইসব কি বলছেন? :|
আপনার ব্লগ ৪০০০ বারের বেশি দেখা হয়েছে ভাই।অভিনন্দন। আর আমারটা মাত্র ৬০০ :P

এইবার বুঝলেন ভাইয়া কে জনপ্রিয় ব্লগার :)

জ্বি আসলে এখন খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি।ব্লগে একদম আসতে পারিনা :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: দুই মাস হল,সামুতে আছি, প্রায় প্রতিদিনই একটা না একটা পোষ্ট দিয়ে যাচ্ছি। পোষ্টের সংখ্যা প্রায় হাফ সেঞ্চুরির কাছাকাছি তাই হয়তো আমার ব্লগটি একটু বেশী দেখা হয়েছে।

আর আপনি মি.পারফেক্ট, একটা পোষ্ট দিলেই সুপার হিট, অনেকটা আমির খানের মত ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

হাঙ্গামা বলেছেন: দারুন চমৎকার একটা চ্যানেল।
কার্টুন যখন আমার বাচ্চাকে দেখানো লাগেই তাহলে বাংলায় অনুবাদ করাটাই দেখাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন ভাইয়া,সত্যি দারুণ চ্যানেল এটি, বিনোদন এবং শিক্ষামুলক অনুষ্ঠানের অপুর্ব সমাবেশ দুরন্ত।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

আটলান্টিক বলেছেন: দুই মাস হল,সামুতে আছি, প্রায় প্রতিদিনই একটা না একটা পোষ্ট দিয়ে যাচ্ছি। পোষ্টের সংখ্যা প্রায় হাফ সেঞ্চুরির কাছাকাছি তাই হয়তো আমার ব্লগটি একটু বেশী দেখা হয়েছে।
হা হা হা হা :)
আরে মিয়া ভাই বাদ দেন।আপনি একটু ভৌতিক গল্প লিখেন।আমাকে আর আমির খান বানায়েন না :P

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: আমিতো আপনার মত ভুত প্রেত পিশাচ ভ্যাম্পায়ার বিশ্বাস করি না তাই ওসব নিয়ে লিখতেও পারিনা।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

আটলান্টিক বলেছেন: ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা...

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

পার্থ তালুকদার বলেছেন: আমার এক বছরের মেয়ে এই চ্যানেলের দিকে হা কইরা চাইয়া থাকে !! :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: ভিনদেশি মটুপাতলুর চেয়ে দুরন্ত অনেক ভাল। ধন্যবাদ পার্থ ভাইয়া।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: এই রকম একটা চ্যানেলের অভাব বেশ ভালো রকম বোধ করছিল শেষ পর্যন্ত পেলে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন রানা ভাই। এমন একটি চ্যানেলের প্রয়োজন ছিল।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

Razib Abdullah বলেছেন: দুরন্ত আমাকেও নষ্টালজিক করে তোলে। আপনার লেখা পড়ে আরো নষ্টালজিক হয়ে পড়লাম। অসাধারন লিখছেন ভাই। ভাল থাকুন, সুস্থ থাকুন, লিখতে থাকুন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

তারেক_মাহমুদ বলেছেন: রাজীব আবদুল্লাহ ভাই সুন্দর মন্তব্যের জন্য। হারানো শৈশব স্মৃতি বড়ই মধুর, টিভি পর্দায় সেগুলো দেখলে আরো ভাল লাগে।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

বিজন রয় বলেছেন: ভাল উদ্যোগ।

পোস্টে ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

তারেক_মাহমুদ বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ দাদা,ছেলেবেলার সুন্দর স্মৃতিময় দিনগুলো চোখের সামনে দেখতে পারাটা আনন্দের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.