নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সুযোগ সন্ধানী

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

অন্য সব ব্যাপারে বন্ধুকে বিশ্বাস করলেও প্রেম ভালবাসার ক্ষেত্রে বন্ধু,ছোটভাই,বড়ভাই,রুমমেট এমনকি আত্মীয়দেরও বিশ্বাস করতে নেই। বিয়ের ক্ষেত্রে ঘটকের সাহায্য নিলেও প্রেমের ক্ষেত্রে ঘটকের সাহায্য নেওয়া থেকে বিরত থাকুন। একসময় দেখবেন ঘটকই আপনার ভালবাসার মানুষটাকে নিয়ে ভেগেছে। কারণ মানুষ মাত্রই সুযোগ সন্ধানী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এ পড়ার সময় জিয়া হলের ৩০২ নং রুম ছিল আমাদের চারজন রুমমেটের সুখের সংসার। আমরা সবাই সবার সব গোপন কথা শেয়ার করতাম। একদিন আমার রুমমেট মাসুম জানালো সে তার ফুপাতো বোনকে ছোটবেলা থেকেই ভালবাসে কিন্তু লজ্জায় কোনদিনই বলতে পারেনি। আরেক রুমমেট নাহিদ বললো কোন ব্যাপার না আমার সাথে পরিচয় করিয়ে দিস আমি তোর সমস্যার সমাধান করে দেবো। কিছুদিন পরই সেই ফুপাতো বোন আমাদের বিশ্ববিদ্যালয়েই ভর্তি হল। মাসুমের খুশিতো আর ধরে না। মাসুম আমাদের সবার সাথে তার ফুপাতো বোনের পরিচয় করিয়ে দিল। নাহিদকে ঘটক হিসাবে নিয়োগ দেওয়া হল মাসুমের ফুপাতো বোনের সাথে মাসুমের প্রেম করিয়ে দেওয়ার জন্য।

ফলাফল যা ভাবছেন তাই নাহিদের সাথেই মাসুমের ফুপাতো বোনের প্রেম হয়ে গেল। আসলে মানুষ মাত্রই সুযোগ সন্ধানী।

একটি সুযোগ সন্ধানী কৌতুক :

এক ভদ্রলোক জাপান থাকেন। দেশে আসার আগে তার আদরের মেয়ে ফোন করে বললো
-বাবা আমার জন্য একটি জাপানি মুরগী নিয়ে এসো।
অতদুর থেকে মুরগি আনাতো সম্ভব নয় তাই ভদ্রলোক মুরগি না নিয়েই দেশে ফিরলেন। দেশে ফেরার সাথে সাথে তার আদরের মেয়েটি বললো
-বাবা আমার জাপানি মুরগি কই?
ভদ্রলোক বললেন মুরগিতো আনিনি আম্মু! ওমনি আদরের মেয়েটি হাউমাউ করে কেঁদে উঠলো। বাবা মেয়ের কান্না দেখে বললেন চল পাশের দোকানেই তোমার জাপানি মুরগি আছে নিয়ে আসি। বাবা লুঙ্গী পরেই মেয়েকে নিয়ে বাজারে গেলেন জাপানি মুরগির খোঁজে।
ভদ্রলোক দোকানদারকে বললেন
-একটি জাপানি মুরগি দিন।
দোকানদার ও ছিল সুযোগ সন্ধানী, সে বুঝলো কিছু একটা ব্যাপার আছে,আবার সাথে ঠোট ফোলানো বাচ্চা মেয়ে।
দোকানদার খাঁচা থেকে একটা দেশী মুরগি বের করে তার পায়ুপথে আঙুল দিয়ে গন্ধ শুকে বললেন এটা ইন্দোনেশিয়ার মুরগি সেটিকে খাচায় রেখে দিলেন। আর একটি মুরগি বের একইভাবে পায়ুপথে আঙুল দিয়ে গন্ধ শুকে বললেন এইটা ভিয়েতনামের মুরগি সেটিও রেখে দিলেন। এবার আর একটা মুরগি বের করে বললেন একইভাবে গন্ধ শুকে বললেন এটাই জাপানি মুরগি, দাম ৫০০০ টাকা। ভদ্রলোক বাধ্য হয়েই ৫০০০ টাকা দিয়ে মুরগিটি কিনে নিলেন।
দোকানদার ভাবলেন ভালই একটা বলদ পেলাম ৪০০টাকার মুরগি ৫০০০টাকায় বিক্রি করলাম। দোকানদারের খুবই ইচ্ছা হল এই বলদ লোকটার বাড়ি কোথায় তা জানার । দোকানদার বললো স্যার আপনার বাড়ি কোথায়?
এইবার ভদ্রলোক রেগে গেলেন এবং বললেন
-আপনিতো গন্ধ শুকেই বলতে পারেন কার বাড়ি কোথায়? আমারতো লুঙ্গী পরাই আছে একইভাবে বলেন আমার বাড়ি কোথায়?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

তারেক ফাহিম বলেছেন: জোকটি কমন ছিলো, পুণরায় পড়ে আবার আনন্দিত হলাম।

গল্পের প্রথম অংশের ঘটনা প্রায় ঘটে থাকে, আমার বেলায় ঘটেছে তবে ভিন্নভাবে, পোষ্ট দিবো কিন্তু পোষ্ট দেয়া হয়নি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ভাই, সুযোগ সন্ধানী জোক বিধায় শেয়ার করলাম।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: এ রকম ঘটনা অহরহ ঘটে থাকে।
জোকটা মোটেই ভাল লাগেনি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

তারেক_মাহমুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ স্যার।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তাই তারেক ভাই, মানুষ মাত্রই সবাই হয়তো সুযোগ সন্ধানী।
তবুও কিছু ভাল মানুষ আছে বলেই পৃথিবীটা এখনও টিকে আছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন সোহেল ভাই, সুযোগের সৎ ব্যবহার যারা করতে পারে তারাই সুখে থাকে।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

তারেক_মাহমুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ কলি আপু।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

পার্থ তালুকদার বলেছেন: হা হা .....
কৌতুকটা মনে ধরেছে :D

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ পার্থ ভাইয়া ভাল লেগেছে জেনে ভাল লাগলো।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাইরে.... জীবনে সুযোগই পেলাম না, আবার সন্ধান!

লেখা ভালো লেগেছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

তারেক_মাহমুদ বলেছেন: আহা বড়ই দু:খের কথা সুযোগ পেলেন না তাড়াতাড়িই পাবেন ভাইয়া।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: সব মানুষ সুযোগ সন্ধানী না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

তারেক_মাহমুদ বলেছেন: তাতো বটেই রাজীব ভাই, সব মানুষ সুযোগের সৎব্যবহার করতে পারে না।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

খাঁজা বাবা বলেছেন: পুরনো জোকস

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: হয়তো পুরানো, সুযোগ সন্ধানীর সাথে মিলে যাওয়ায় জোকসটা এড করলাম। ধন্যবাদ খাজা বাবা।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


প্রেম ও সম্পর্ক আলাদা ব্যাপার, আপনি ২টিকেই প্রেম মনে করেছেন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: আমি মনে করিনি ভাইয়া আমার সেই রুমমেট মনে করতো। মন্তব্যের জন্য ধন্যবাদ গাজী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.