নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মা তোমায় সালাম,নারী তোমায় সালাম

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯



সৃষ্টিকর্তার কি অপূর্ব মহিমা। যে মেয়েটি বাবার বাড়িতে একগ্লাস পানিও ঢেলে খায়নি, সেই মেয়েটিই যখন একজন মা তখনি প্রকাশ পায় তার ভিন্নরূপ। অবলীলায় হাসি মুখে সন্তানের জন্য সব দুঃখ কষ্ট সয়ে যান। রাতের পর রাত জেগে সন্তানকে দুধ পান করান, সন্তানের সুবিধা অসুবিধা দেখার জন্য সারারাত দুচোখের পাতা এক করেন না। চরম শুচিবাই গ্রস্থ মেয়েটিও হাসি মুখে সন্তানের গুমুত পরিষ্কার করে। তার একমাত্র চিন্তা কিসে সন্তানের ভাল হবে, কি করলে সন্তান তার ভাল থাকবে।

আমার মা একজন গৃহিণী,সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের জন্য অমানুষিক পরিশ্রম করেন। আবার খাবারের সময় সবার খাওয়া শেষ হওয়ার পরই আম্মা খেতে বসেন। আমার এবং আমার বোনের ফেলে রাখা খাবারটা আম্মা খেয়ে নেন। কিছু বললে বলেন অযথা খাবার নষ্ট করে লাভ কি? আম্মা বেশীরভাগ দিনই মাছের লেজ খান, আমরা সাধারণত কাটার জন্য লেজ খেতে চাই না, তাই লেজটা সবসময় আম্মার ভাগেই জোটে। সেই ছোটবেলা থেকে এখনো আম্মার সামনে যদি কোন খাবারের নাম একবার উচ্চরণ করি , আম্মা যেখান সেটা যেভাবে পারুক হাজির করবেনই।

আম্মা শুধু আমাদেরকে নিয়ে ভাবেন তা নয় আশপাশের মানুষগুলোকে নিয়েও উনার ভাবনার কমতি নেই। একবার যশোর থাকাকালীন সময় আমাদের উপরের ফ্লাটে একজন মহিলা ছিলেন, উনার স্বামী বিদেশ থাকতেন। উনি খুব একটা আশপাশের মানুষের সাথে মিশতেন না তাই আমাদের সাথে খুব একটা ভাল সম্পর্ক ছিল না। মহিলাটি ছিলেন প্রেগন্যান্ট, একদিন মহিলাটি যখন প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন সেদিন উনার পাশে দাড়ানোর মত কোন মানুষ ছিল না। আমার মা সেদিন একাই মহিলাটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ডেলিভারি হওয়ার পরও সারারাত উনার পাশে ছিলেন। সেদিন আমাদের খাওয়া দাওয়া ও অন্যান্য কাজে বেশ অসুবিধে হয়েছিল তাই আমরা আম্মার প্রতি বিরক্ত হয়েছিলাম। কিন্তু আজ এই ঘটনাটি মনে পড়ে চোখে জল এসে গেল। আল্লাহকে ধন্যবাদ দেই এমন মায়ের গর্ভে আমাকে পাঠানোর জন্য।

গত ১৫ বছর ধরে আম্মার সাথে একসাথে থাকা হয়না। আজকের এই দিনে আম্মাকে বড়ই মিস করছি।

মা তোমায় সালাম, মরণের পর তোমার চরণে একটু জায়গা দিও মা।

নারী তোমায় সালাম, সকলকে নারী দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন মায়েদের জন্য রইল ভালবাসা আর শ্রদ্ধা

সুন্দর লাগল

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও নারী দিবসের শুভেচ্ছা ফাতেমা আপু।

২| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

কামরুননাহার কলি বলেছেন: আজ আমার খুশি কে দেখে তাই সবার লেখাই প্রিয়তে রাখতেছি।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: পড়ার জন্য এবং প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা, নারী দিবসের শুভেচ্ছা কলি আপু।

৩| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১২

করুণাধারা বলেছেন: আপনার মায়ের প্রতি জানাই অনেক শ্রদ্ধা। শুভকামনা রইল আপনার মায়ের, এবং আপনার প্রতিও।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: সব মায়েরাই আমার মায়ের মত, ভাল থাকুক পৃথিবীর সব মা। ধন্যবাদ করুণাধারা আপু, আপনাকে নারী দিবসের শুভেচ্ছা।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শত-সহস্র সালাম ও শ্রদ্ধা আপনার মা'সহ সকল নারীর জন্য। আপনার মায়ের জন্য আমরাও দোয়া করছি। আল্লাহ তাঁকে সব জায়গায় ভাল রাখুন।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: আপনার মা সহ পৃথিবীর সব মাকে জানাই অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা। ধন্যবাদ সম্রাট ভাই।

৫| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: মায়েরা এমনই হয় তারেক ভাই।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন সোহেল ভাই, মা হচ্ছে আমাদের জন্য আল্লাহর অপূর্ব নিয়ামত।

৬| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৭

মলাসইলমুইনা বলেছেন: আল্লাহ আপনার আম্মাকে জান্নাত দান করুন |

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ নাইমুলইসলাম ভাই, আমার মা পৃথিবীতে এখনো আছেন। দোয়া করুন পৃথিবীতে যেন সুস্থভাবে বেচে থাকেন এবং আখিরাতে জান্নাতি পান। আপনার মায়ের জন্যও দোয়া রইলো।

৭| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালী মায়েরা সব কষ্ট নিজে করে সন্তানদের মংগল করেন।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: সঠিক বলেছেন গাজী ভাই, পৃথিবীর সব মাই সেরা তবে আমার মনে হয় বাঙালী মায়েদের মায়ামমতা একটু বেশি।

৮| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৯

সৈয়দ ইসলাম বলেছেন:
আমার মা আপনার মা আমাদের প্রত্যেকের মায়েদের সার্থকতা আমাদের মধ্যে। যেন আমরা আমাদের মায়েদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে পারি। দয়ালের নিকট সর্বদা এটাই কাম্য।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: আমিন, আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন। আপনার মায়ের প্রতি শ্রদ্ধা রইলো ইসলাম ভাই।

৯| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৬

ওমেরা বলেছেন: ইসলাম একজন নারীকে যতটুকু সন্মান দিয়েছে ঠিক সেই টুকু চাই বেশী চাই না। কোন দিবস ও মানি না ।

আমার মা নেই তো মাকে নি্যে যে কোন লিখাই পড়তে আমার ভাল লাগে ।

আল্লাহ আপনার মাকে নেক হায়াত দান করুন ও সুস্থ্য রাখুন ।আমীন।

ধন্যবাদ আপনাকে

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: বিদেশে থেকেও এত সুন্দর চিন্তা করেন জেনে ভাল লাগলো। আল্লাহ আপনার আম্মুকে জান্নাতবাসী করুণ।
নারী দিবসের শুভেচ্ছা ওমেরা আপু।

১০| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা। কোনো নারীকে কষ্ট দিলে ক্ষমাপ্রার্থী...

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় রাজীব ভাই আপনার লেখা পড়েই মনে হয় আপনি একজন সহজসরল মানুষ আপনার পক্ষে কোন নারীকে আঘাত করা সম্ভব নয়।

১১| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

জাহিদ অনিক বলেছেন:



দেরী করে নারী দিবসের শুভেচ্ছা

১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় জাহিদ অনিক ভাই, আপনাকেও নারী দিবসের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.