নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ফসলের মাঠে একদিন

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৭

অনেক দিন পর বাড়ি গিয়েছিলাম। বাড়ির পাশেই বিশাল ফসলের মাঠ। বাবা বললেন নিজেদের ফসলের জমিগুলো দেখতে যেতে, আমার নিজেরও ইচ্ছা ছিল ফসলের মাঠে ঘুরে আসতে। বিশাল মাঠ,ধান, পাট,সবজী সবই চাষ হয় এই মাঠে। শুরুতেই চোখে পড়লো সবজী ক্ষেত। এখনো কিছু কিছু জমিতে শীতের সবজী পাতাকফি টমেটো রয়ে গেছে। এছাড়া, করলা,বেগুন, পটল, পুইশাকের আবাদ চোখে পড়লো। একজন পরিচিত কৃষকে দেখলাম বেগুন গাছে কীটনাশক প্রয়োগ করতে। কিছুদূর যেতেই দেখা মিললো শত শত বিঘা জমিতে পাটের আবাদ। আমাদের এলাকায় খুব ভাল মানের পাটের আবাদ হয়। নিজেদের ক্ষেতের পাট গাছগুলো এখনো শাক খাওয়ার উপযুক্ত হয়নি তাই পাটশাক তোলা হল না। অন্য আর একটা বিলে গিয়ে দেখলাম দিগন্তজোড়া ধানক্ষেত। যতদুর তাকানো যায় শুধু ধান আর ধান। সোনালী ধানের সৌন্দর্য বর্ণনাতীত। আশাকরা যায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত না হলে এ বছর ধানের বাম্পার ফলন হবে। আর আমরা যারা শহুরে মানুষেরা কম দামে চাল খেতে চাই তাদেরও আশা পূরণ হবে। তবে ধানের চৌদ্দআনি ফলন মানেই কৃষকের ষোল আনি মরন। আশাকরি এ বছর এমনটি হবে না। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে। কৃষক বাচলেইতো আমরা বাঁচবো। ধানক্ষেতের সেচের নালায় শাপলাফুলের সৌন্দর্যও অসাধারণ। কতগুলো ছাগল ছানাকে দেখলাম ধানক্ষেতের পাশ দিয়ে হেটে যেতে একটি ছাগল ছানা সাদাকালো অদ্ভুত সুন্দর রঙ মুগ্ধ করলো আমাকে।
কিছুদুরেই দেখতে পেলাম একটি পানি সেচের যন্ত্র। একটি কলার বাগান চোখে পড়লো। পথের পাশেই বুনো বেগুন গাছ,কিছুদূরে রাস্তার উপর পড়ে আছে গরুর গবর। মাঠে ঘুরতে ঘুরতে পানির পিপাসা পেয়ে বসলো আমাদের। মাঠের ভিতরে গ্রামের এক চাচার বাড়িতে গেলাম পানি খাওয়ার জন্য। উনার বাড়িতে দেখলাম পেয়ারা গাছে সুন্দর ফুল ফুটেছে। আরো দেখলাম একটি খাচায় দুটো বুনো ঘু ঘু পুষছেন । পানি খেয়ে বিদায় নিয়ে আরো কিছু জমি দেখার জন্য পা বাড়ালাম। কিছুদুর যেতেই দেখলাম একটি জমির মাঝখানে পড়ে আছে ৩টি কচ্ছপের ডিম।
অতঃপর খালের পাড় ধরে বাড়ি ফেরার পালা। ফিরতে ফিরতে খালপাড়ে কিছু বুনোফুলের দেখাও মিললো।

উৎসর্গ : যারা নিজেদের কৃষক পরিচয় দিতে ভালবাসেন, কৃষকের জন্য যাদের মন কাদে তাদেরকে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহ! গ্রামে কাটানো সেই দুরন্ত কৈশোরের কথা মনে করিয়ে দিলেন! গ্রামের মাটি এখনও কেমন টানে তা বলে বোঝানো সম্ভব নয়। আপনার ছবিগুলোর হাত ধরে আবারও আমার সেই কৈশোর কাটানো গ্রামে ফিরে গেলাম। ছবিগুলো খুব ভালো হয়েছে। পোস্টে প্লাস।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই,আপনাকে নস্টালজিক করতে পেরেছি জেনে ভাল লাগলো। নিরন্তর ভালবাসা।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: মনটা ভরে গেল, তারেকভাই।মুগ্ধ হলাম ছবিগুলি দেখে।কাজেই লাইকও দিয়েছি।

অনেক ভাল লাগা আপনাকে।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যে মন ভরে গেল পদাতিক ভাই।বৈশাখী ছবিগুলো একটু দেখুন আশাকরি ভাল লাগবে। Click This Link

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগলো ফসলের মাঠ।

উত্তর বঙ্গে হবে সম্ভবত আপনাদের গ্রাম।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮

তারেক_মাহমুদ বলেছেন: না ভাই আমার বাড়ি দক্ষিণবঙ্গে, নাড়াইল জেলা। ভালবাসা রইলো।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

রোকনুজ্জামান খান বলেছেন: মনে হচ্ছে রুপকথার দেশ থেকে ঘুরে আসলাম ।
আরেক বার যেতে চাই
রিমঝিম সুদূর পুর
অবাক রোদে বেজা
তপ্ত দুপুর।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১১

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ বলেছেন রোকনুজ্জামান ভাই,সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম।বাংলাদেশের ফসলের মাঠগুলি এমনি সুন্দর। ধন্যবাদ এবং ভালবাসা।

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধনে-ধাণ্যে পুষ্পে ভরা আমাদের এই বসুনধরা।

সুন্দর প্রাকৃতিক ছবি।

+++

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৮

তারেক_মাহমুদ বলেছেন: বাংলাদেশ আপনার বর্ণনার মতই সুন্দর। মন্তব্যের জন্য ভালবাসা
আচ্ছা মেলার ছবিকি আপনার দৃষ্টি এড়িয়ে গেছে?www.somewhereinblog.net/blog/tareq328/30237540

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

কচ্ছপ এর ডিম গুলো ভালো লাগলো।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: আমি নিজেও প্রথমবার দেখলাম কচ্ছপের ডিম, অনেক ধন্যবাদ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: গোবরের ছবি কি মনে করে তুললেন?

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

তারেক_মাহমুদ বলেছেন: একটি ফসলের মাঠে যা যা দেখতে পাওয়া যায় তাই ছবি তুলে আনার চেষ্টা করেছি, আর কৃষিকাজে গবর খুবই গুরুত্বপূর্ণ উপাদান তাই গবরের ছবি দিলাম।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আমিও নিজেকে কৃষক ভাবতে ভালবাসি।

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই আমরা অনেকেই দুই গোল্ডলিফ ১০ দিয়ে কিনতে দ্বিধা করিনা কিন্তু ৪০টাকার চাল ৬০টাকা দিয়ে কিনতে কষ্ট হয় আমাদের।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

খায়রুল আহসান বলেছেন: গ্রামীন নৈসর্গিক শোভা দেখে মুগ্ধ হ'লাম। বিশেষ করে ধানক্ষেতের ছবি দেখে চোখ জুড়ালো। কচ্ছপের ডিম, পেয়ারা গাছের ফুল, কলার কাঁদি, ছোট্ট জলাশয়ে ভাসমান পাতা, ইত্যাদি দেখেও ভাল লাগলো। তবে খাঁচাবন্দী কবুতর দুটকে দেখে ভাল লাগলোনা, ইচ্ছে হলো ছেড়ে দিতে। কীটনাশক ছড়ানো লোকটাকে এর অপকারিতা সম্পর্কে বলা আপনার নাগরিক দায়িত্ব ছিল।
সবশেষে, সেলফীটা ভাল হয়েছে। :)

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: গ্রামে যারা কীটনাশক ব্যবহার করেন তাদের বক্তব্য হচ্ছে, কীটনাশক ছাড়া পোকামুক্ত বেগুন পাওয়া সম্ভব নয়,তারা আরো বলেন এসব কীটনাশক মানুষের জন্য ক্ষতিকর নয়। ঘু ঘু পাখি দুটিকে দেখে আমারো কষ্ট হয়েছে, আমি কিছু বললেই তারা পাখি দুটোকে ছেড়ে দিতো না বরং আমাদের সাথে সম্পর্ক নষ্ট হতো।ছবি ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো। অনেক ধন্যবাদ স্যার।

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি বাংলার আসল প্রকৃতিকে তুলে ধরেছেন।

ঘুঘু পাখীগুলোর জন্য খারাপ লাগছে, কারা ভুল করে, এদেরকে জীবন থেকে বন্চিত করলো?

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

তারেক_মাহমুদ বলেছেন: এই পোষ্টটি আমি যাদের উৎসর্গ করেছি তাদের মধ্যে আপনি পড়েন, আপনি নিজেকে কৃষক পরিচয় দিতে ভালবাসেন। ভালবাসা নিরন্তর।

১১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার অনেক ভাল লাগে কৃষি মাঠ। আমিতো গ্রামেই বড় হয়েছি তাই হয়তো আমার একটু বেশী ভাল লাগে।


প্রবাসে অামার লাগানো টমাটো গাছ।


লাউ গাছ।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ সুজন ভাই, আমরা বাঙালীরা আসলেই কৃষকের জাত, তপ্ত মরুভূমিতেও আমরা ফসল ফলাতে জানি। অনেক ধন্যবাদ আপনার লাউ এবং টমেটো ক্ষেতের ছবি শেয়ার করার জন্য।

১২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি !!!
অনেক অনেক ভালো লাগলো !!

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: ছবিগুলো ভালো লাগলো ++


আপনার ছবিগুলো দেখে গ্রামের কথা মনে পড়ে গেল।।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই, গ্রামই আমাদের শেকড় গ্রামের কথাতো মনে পড়বেই।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

জাহিদ অনিক বলেছেন:

ছাগল ছানা ত্রিং বৃং !

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই ছাগলছানার ত্রিং বৃং নৃত্য উপভোগ করার মত। অনেক ভালবাসা আপনার জন্য।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কীটনাশক দেবার সময় মুখ নাকমুখ ভালোভাবে কাপড় বা মুখোশ দিয়ে বেধে নিতে হবে। নইলে দুর্ঘটনা ঘটতে পারে।

সুন্দর পোস্ট।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: উনি মুখোশ বেধেই কীটনাশক দিচ্ছিলেন আমি ছবি তুলতে চাওয়ায় মুখোশ খুলে দাঁড়ালেন। অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৭

মোজাহিদুর রহমান ব বলেছেন: অসাধারন ভাই মন ভরে যায় এমন ছবি দেখলে
আপনি মনে হয় বিদেশ থাকেন

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ মোজাহিদুর ভাই, আমি দেশেই থাকি, উপরের কমেন্টে সুজন ভাই টমেটোর ছবি পোষ্ট করেছেন, উনি সৌদি আরব থাকেন।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

আকতার আর হোসাইন বলেছেন: আহা! গ্রামের একি মন জোড়ানো প্রকৃতি, কত সুন্দর তার দৃশ্য যা সব সময় উপভোগ্য।

কিন্তু সব গুলো ছবি দেখতে পারিনি আমার মোবাইলের নেট স্লো হওয়ার কারণে।

আর আপনার একটা লেখা অসম্ভব ভালো লাগছে,

' তবে ধানের
চৌদ্দআনি ফলন মানেই কৃষকের ষোল আনি
মরন। আশাকরি এ বছর এমনটি হবে না। কৃষক
তার ফসলের ন্যায্য দাম পাবে। কৃষক
বাচলেইতো আমরা বাঁচবো।'

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯

তারেক_মাহমুদ বলেছেন: ছবিগুলোর রেজুলেশন একটু বেশি তাই ইন্টারনেটের স্পিড ভাল না হলে ওপেন হয়না।
ধানের চৌদ্দ আনি ফলন কৃষকের ষোলো আনি মরণ কথাটি খুবই বাস্তব।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:


তারেক ভাই, এইমাত্র সেফ হলাম।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: অভিনন্দন কাউসার ভাই, এখন মন খুলে লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.