নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধার খোজে

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

গতকাল রাত থেকেই ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিরোনামে একটি বাড়ির নম্বর প্লেট ভাইরাল হয়। সারাদেশে বিষয়টি ব্যাপক আলোড়ন তোলে। নম্বর প্লেটটিতে বাড়ির ঠিকানা ছিল রোড -১৪ বাড়ি নং ৪৯০, রূপনগর ঢাকা। আমার বাসা রূপনগরে হওয়ায় আমারো আগ্রহের কমতি ছিল না। রূপনগর বলতে সাধারণত রূপনগর আবাসিক এলাকা বোঝানো হয়। তাই সকালে অনেকেই রূপনগর আবাসিক এলাকায় গিয়ে এমন কোন বাড়ির সন্ধান পাননি। কিন্তু নম্বর প্লেটটি রূপনগর আবাসিক এলাকার নয়, এটি রূপনগর টিনশেট এলাকার। বাড়িটির সামনে গিয়েই একটি অংশ কাচা দেখে বুঝতে বাকী রইলো না এখানে একটি নম্বর প্লেট ছিল এবং আজই বাড়িটির নম্বর প্লেটটি তোলা হয়েছে। পাশে কয়েকটি ছেলে আড্ডা দিচ্ছিল তারা জানালো এটাই রোকেয়া মঞ্জিল,এখানে এই নম্বর প্লেটটি ছিল। আজই তোলা হয়েছে। আশপাশের দুতিনটি বাড়িতে দেখতে পেলাম সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লেখা নম্বর প্লেট আছে। এমনও হতে পারে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লিখতে গিয়ে ভুলক্রমে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লিখে ফেলেছেন।

আমি বাড়িটি নিজে দেখে তারপরই আমার মত জানালাম। বাকীটা আপনাদের বিবেচনা।

বি: দ্র: রূপনগর টিনেশেড এলাকা সব প্লটই কোন না কোন মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ দেওয়া।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

কাওসার চৌধুরী বলেছেন: বিষয়টি আসলে এমনই হবে। যাক, সবাই মজা করতে পারলো একটা দিন।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

তারেক_মাহমুদ বলেছেন: হুম আমার ভাবনাই ঠিক বিষয়টি নিয়ে আমাদের সময় পত্রিকায় রিপোর্ট করেছে।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুঝেছি। "ভাতাপ্রাপ্ত" শব্দটা ভুল করে "ভারপ্রাপ্ত" হয়েছে!! তবে বাসায় লাগানোর আগে মালিকের সচেতনতার দরকার ছিল।।



এই জন্য না জেনে খবর ছড়াতে হয় না। মাথামোটাদের বোঝাবে কে????:(

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: হা ভুলক্রমেই ঘটেছে ঘটনাটি আমি রূপনগর টিনশেড এলাকার অন্যান্য রোডেও দেখেছি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লেখা নম্বর প্লেট

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

শাহ আজিজ বলেছেন: মণ্ডল, আমাকে কি মাথামোটা মনে হয় ??

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

তারেক_মাহমুদ বলেছেন: উওরটি নিজাম ভাই দিক।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: তারেক_মাহমুদ,




যাক তাহলে সম্যসার সমাধান হলো । ধন্যবাদ আপনাকে ।



২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬

তারেক_মাহমুদ বলেছেন: পাঠের জন্য আপনাকেও ধন্যবাদ আহমেদ জি এস ভাই।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

শাহ আজিজ বলেছেন: তারেক মাহমুদ , তুমি অনেক সাহায্য করেছ আমায় , স্পটে গেছ , অনেক কষ্ট করেছ - তোমায় ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

তারেক_মাহমুদ বলেছেন: সকালে আপনার পোষ্টে রাজীব নুর ভাইয়ের কমেন্ট দেখে আমার কৌতুহল বেড়ে যায়, তাই সেটা মেটানোর জন্য গিয়েছিলাম ধন্যবাদ আজিজ ভাই।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

অর্ক বলেছেন: ওরকমই সাধারণ ভুল হবে। পল্টন এলাকায় সড়কে যেতে আসতে এসবের দোকানে এ ধরণের বেশকিছু ভুল লেখা যুক্ত নাম ফলক ইত্যাদি দেখেছি। ওরা প্রচুর অর্ডার পায়, দুহাতে কাজ করে। এটা তো সে তুলনায় স্বাভাবিক ভুল। ভারপ্রাপ্ত লিখে লিখে অভ্যাস হয়ে গেছে তাদের। তা এর জায়গায় ড় ভেবে বসেছে! অত্যন্ত সাধারণ ভুল। এটা নিয়ে অহেতুক বাড়াবাড়ি করা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয়। আপনার স্বেচ্ছাকৃত পরিশ্রমকে শ্রদ্ধা। শুভেচ্ছা নিরন্তর।

*আগের মন্তব্য ভুল এসেছে। দয়া করে ওটা মুছে দিন।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

তারেক_মাহমুদ বলেছেন: এই পরিবারটি আমার মনে হয় অল্প শিক্ষিত, তাই না দেখেই নম্বর প্লেটটি লাগিয়েছে।ধন্যবাদ অর্ক ভাই।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



যেহেতু ওখানে কিছু মুক্তিযোদ্ধা প্লট পেয়েছেন, এবং "ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা" লিখা আছে; সেখানেও গোজামিল আছে। একজন মুক্তিযোদ্ধা এসব লিখতে যাবেন বলে আমার মনে হয় না।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

তারেক_মাহমুদ বলেছেন: আমি ১৪ নং রোড ছাড়াও ১৩,১২, ১১ নং রোডে ঘুরে দেখেছি অনেক বাড়িতেই লেখা ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লেখা নম্বর প্লেট।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

সনেট কবি বলেছেন: কষ্টকরে প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য অনেক ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সনেট কবি।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১

নীল মনি বলেছেন: প্রকৃত রহস্য উৎঘাটনের জন্য আপনাকে সাধুবাদ জানাই

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২০

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমি নিজের কৌতূহল মেটানোর জন্যই গিয়েছিলাম, পাশাপাশি সবার কৌতুহল মেটানো হল।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: সঠিকটা সামনে আনার জন্য ধন্যবাদ ।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ও‌নি ২৫ মার্চ কাল রা‌তের একজন প্র‌তি‌রোধ যোদ্ধা। ক‌য়েক‌টি সম্মুখ সম‌রেও ও‌নি কৃ‌তি‌ত্বের স্বাক্ষর রে‌খে‌ছেন।

‌কিছু‌দিন আ‌গে ও‌নি গত হ‌য়ে‌ছেন। এর প‌রেই সমস্যার সূত্রপাত। প্রভাবশালী চক্র ওনার বা‌ড়ি‌টি দখ‌লে উ‌ঠে প‌রে লাগে। নিরুপায় হ‌য়ে ওনার প‌রিবার এই ফলক‌টি লা‌গি‌য়ে সহানুভূ‌তি পাওয়ার চেষ্টা ক‌রে। ত‌ড়িঘ‌ড়ি কর‌তে গি‌য়ে সেই আ‌লো‌চিত ভুল

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: কাল আজিজ ভাইয়ের পোষ্টে আপনার কমেন্ট দেখেছি বিষয়টি জানার কৌতুহল বেড়ে যায়, তারপরই দেখার জন্য যাই। সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৯

অদৃশ্য বালক বলেছেন: এই নিন নম্বর প্লেট ভাঙ্গার সময় তোলা একটি ছবি। এই নিন নম্বর প্লেট ভাঙ্গার সময় তোলা একটি ছবি।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য বালক ভাই।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কাল আজিজ ভাইয়ের পোষ্টে আপনার কমেন্ট দেখেছি বিষয়টি জানার কৌতুহল বেড়ে যায়, তারপরই দেখার জন্য যাই। সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।


ভালো থাকবেন।

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও পুনরায় ধন্যবাদ।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আখেনাটেন বলেছেন: সামান্য ভুলের জন্য এত হাউকাউ! ভাবনার বিষয়। মানুষ হঠাৎ করে মুক্তিযোদ্ধাদের পেছনে এভাবে ক্ষেপে উঠল কেন এটা মনে হয় ক্ষমতাসীনদের বুঝে উঠার দরকার। কারণগুলো খুঁজে বের করে সমাধান অতীব জরুরী।

এটা জাতির জন্য ভালো লক্ষণ নয়। যে লোকগুলো এদেশের জন্য জানবাজী রেখেছিল, তাদের এভাবে হেয় করা মানা যায় না।

মনে হচ্ছে ফেসবুককে কিছু মানুষ নোংরামীর চুড়ান্ত স্থান হিসেবে বেছে নিয়েছে।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

তারেক_মাহমুদ বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখন মুক্তিযোদ্ধাদের কথা শুনলে অনেকের এলার্জী চরম মাত্রায় পৌঁছায়। ধন্যবাদ আখেনাটেন ভাইয়া।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিষয়টা ক্লিয়ার করার জন্য যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: আমি বিষয়টি নিয়ে নিজেই খুবই কৌতুহলী ছিলাম তাই বিষয়টি ক্লিয়ার করলাম। ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.