নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

লোকাল বাসে চলাচলের গাইড লাইন

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬

লোকাল বাসে চলতে চলতে আমাকে লোকাল বাস বিশেষজ্ঞও বলতে পারেন। তাই আমি আপনাদের জন্য আজ নিয়ে আসলাম লোকাল বাসে ভ্রমনের গাইড লাইন।

লোকাল বাসে যাতায়াত করতে কিছু বিষয়ে সাবধান থাকা উচিৎ :গাড়িতে উঠার সময় মোবাইল ফোন এবং ম্যানিব্যাগ সাবধানে রাখবেন, তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওই দুটি কখন আপনার পকেট থেকে অন্যকারো পকেটে চলে যাবে টেরও পাবেন না । আজ সকালে যে ফোনে আপনি সুইটি, বিউটির সাথে প্রেমালাপ করেছেন বিকেলে আর এক জন সেই ফোন দিয়েই প্রিন্সেস ফুলি, কিংবা প্রিন্সেস জরিনার সাথে চ্যাটিং করবে । তাই সুইটি বিউটির কথা চিন্তা করে হলেও মোবাইল ফোন সাবধানে রাখুন।

লোকাল বাসে অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না, এমনকি হকারদের কাছ থেকেও কিছু কিনে খাবেন না। আমার পরিচিত একবড় ভাই হকারের কাছ থেকে ফ্রিতে হালুয়া(চবন প্রাশ) খেয়ে টানা তিনদিন অজ্ঞান থাকার পর, জ্ঞান ফিরে পেয়েছিলেন এবং এখনো তিনি অনেক কিছুই মনে রাখতে পারেন না। অর্থাৎ স্মৃতি শক্তি লোপ পেয়েছে।

লোকাল বাসে ভুলেও মহিলা সিটে বসবেন না,সিট খালি থাকলেও না,মহিলারা আপনাকে এমন অপমান করে সীট থেকে উঠিয়ে দেবে যে আপনি বাপ দাদার চৌদ্দ গুষ্ঠির নাম ভুলে যাবেন। আর মহিলা সিট ছাড়াও যদি অন্য সীটে মহিলা থাকলে তার পাশের সীটে না বসে পারলে বসবেন না(যারা বিনোদন নিতে চান তাদের হিসাব আলাদা) কারন আপনি যদি ভদ্রলোক হন, তবে অস্বস্তি নিয়ে কাটবে পুরো রাস্তা, কখন ট্যাচ লেগে যায় এই ভয়ে ঘুমের ভাব আসলেও ঘুমাতে পারবেন না। আর যদি কোনভাবে আপনার গায়ের সাথে মহিলা যাত্রীর গা লেগে যায় তাহলেই হয়েছে, আপনার দিকে এমন ভাবে তাকাবে যেন আপনি একজন মহা কালপ্রিট (কেউ ব্যক্তিগতভাবে নিবেন না, সব মহিলাই এক রকম নয়)।

এখন বেশিরভাগ যাত্রীই গাড়িতে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন, তবে জানালার কাছে বসে মোবাইল এ কথাবলা,ফেসবুকিং, গান শোনা বা গেম খেলবেন না, কারণ ছিনতাইকারি সুযোগ পেলেই জোন্টি রোডস এর চেয়েও ক্ষিপ্র গতিতে আপনার মোবাইলকে লুফে নেবে তারপর উসাইন বোল্ট এর চেয়েও তীব্র গতিতে পালিয়ে যাবে, আপনি তার টিকিটিও ছুতে পারবেন না। আর আপনি বসে বসে গাইতে থাকবেন:
'চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে
আমার বলার কিছু ছিন না,না গো'

লোকাল বাসে কিছু মহিলা ভিক্ষুক বোরকা পরে উঠবে তারপর সব যাত্রীর হাতে একটা করে নোংরা পুরানো কাগজ এবং একটা চকলেট ধরিয়ে দেবে। এটা ভিক্ষাবিত্তির দারুণ একটা টেকনিক,কাগজটিতে লেখা থাকবে, ভাইজানেরা আমার বাবা লেবারের কাজ করতো,গত ০০/০০/২০১৭ তারিখে বাস এক্সসিডেন্ট করে বর্তমানে সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, একটি চকলেট কিনে তার চিকিৎসার জন্য সহায়তা করুন। (বি:দ্র: পড়া শেষ হয়ে গেলে কাগজটি ফেরত দিবেন)
।পরামর্শ : চকলেট না নিয়ে দুটাকা এমনিতে দিলেই এরা বেশি খুশি হবে, তাই সাহায্য করতে চাইলে এমনিতেই দুটাকা দিন।

কিছু ইংরেজি জানা হকারের সন্ধান পেয়ে যাবেন, যারা ইংলিশ ওয়ার্ডবুক বিক্রি করে :এরা গাড়িতে উঠে সবার সামনে দাঁড়িয়ে এদের লেকচার শুরু করবে, শুরুতেই বলবে Education is the backbone of a nation, শিক্ষাছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, আমার এই ওয়ার্ডবুকটি পড়লে ত্রিশ দিনে আপনি অনার্গল ইংলিশ বলতে পারবেন। ত্রিশদিনে আপনি ইংলিশ এর জাহাজ হয়ে উঠবেন। মন চাইলে এইসব বই কিনতে পারেন কিন্তু খুব একটা কাজে আসবে না।


গাড়ি থেকে নামার সময় বাম পা সামনে দিয়ে তারপর নামবেন, নামার সময় পিছনের দিকে দেখে নিবেন পিছনে কোন গাড়ি আছে কিনা এবং রাস্তার মাঝখানে গাড়ি থেকে নামবেন না।

আপনাদের লোকাল বাসে ভ্রমণ আনন্দদায়ক হোক,প্রতিটি লোকাল বাস হয়ে উঠুক রাজপথের এক একটা ফাইভ স্টার হোটেল।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

আবু আফিয়া বলেছেন: মজা পাইলাম

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ আফিয়া আপু।

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: শিক্ষা এবং বিনোদন দুটোই সমান ভাবে বিদ্যমান আপনার পোষ্টে.......ভালোলাগা জানিয়ে গেলাম।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: আপনার মন্তব্যে ভালোলাগা এবং আপনার জন্য ভালবাসা সাদা মনের মানুষ ভাই।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: তারেক ভাই আপনি খুব সুন্দর লিখেছেন।
আপনার নিয়ম গুলো যথযথভাবে মানলে লোকাল বাসে কোনো সমস্যা হবে না।

এই পোষ্ট টি স্টিকি করা যেতে পারে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৪

তারেক_মাহমুদ বলেছেন: আমি মজা করার জন্য কিছু কথা লিখেছি নিজের অভিজ্ঞতা থেকে, ভাল লেগেছে জেনে ভাল লাগলো । অনেক ভালবাসা।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


ঢাকাতে রাস্তার মাঝখানে যাত্রী নামিয়ে দেয় লোকেল বাস। আপনি ড্রাইবারকে বলবেন, এ কাজ না করতে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩

তারেক_মাহমুদ বলেছেন: ঠিক আছে গুরু আপনি বলেছেন না বলে পারি, ঢাকায় আসেন লোকাল বাসে ভ্রমনের নিমন্ত্রণ রইলো।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩

সৈয়দ তাজুল বলেছেন: উঠার সময়ের কথা বলেন নাই কেন?
এজন্যই আমি আমার মোবাইলটা হারিয়ে ছিলাম! :( (আসলে আপনারা দায়িত্বজ্ঞানবান মানুষ....ইটিশপিটিশ!)

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮

তারেক_মাহমুদ বলেছেন: তাইতো পোষ্টটাতো আরো আগেই শেয়ার করা দরকার ছিল তাজুল ভাই, মোবাইল চোর নিশ্চয় এতক্ষনে আপনার মোবাইল দিয়ে প্রিন্সেস ফুলির সাথে ধুমায়ে চ্যাটিং করছে।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬

কাওসার চৌধুরী বলেছেন: ওস্তাদ, হালকা বেরেক.........
লেডিস নামবে...........!!
এটি আমার ঢাকার বাসে চড়ার সবচেয়ে পছন্দের ডায়লগ। যেহেতু ঢাকার বাস চড়ার তেমন অবিজ্ঞতা হয়নি, তাই আপনার দিক নির্দেশনাটা মাথার ঘিলুতে স্ক্যান করে নিলাম। আপনার লেখার প্রতিটা অংশ মনযোগ দিয়ে পড়েছি আর খিল খিল করে হেসেছি।

লেখাটি এক কথায় চমৎকার হয়েছে। ধন্যবাদ, তারেক ভাই।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

তারেক_মাহমুদ বলেছেন: ইদানীং লেখার বিষয় বস্তুর বড়ই অভাববোধ করছি তাই যা মনে আসছে লিখছি। আপনাদের মত গুনিজনেরাই আমার অনুপ্রেরণা। অনেক ভালবাসা কাওসার ভাই।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent post

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্য ভালবাসা সাজ্জাদ ভাই।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সনেট কবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনার মত প্রিয় মানুষের প্রশংসা আমার জন্য পরম পাওয়া, অনেক ভালবাসা শ্রদ্ধেয় কবি।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

জাহিদ অনিক বলেছেন: ঢাকাবাসীদের জন্য উপকারী পোষ্ট দিয়েছেন। লোকাল বাস যেন আমাদের নিত্য দিনের অপরিহার্য

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

তারেক_মাহমুদ বলেছেন: লোকাল বাস আমার মত ছাপোষা মানুষদের জীবণের অংশ, অনেক ধন্যবাদ প্রিয় জাহিদ অনিক ভাই।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! আসল অংশটাইতো স্কিপ করে গেলেন! নাকি ফস্কে গেল!!!

ভাড়া নিয়ে যে ধুন্ধুমার কান্ড আর এসকেইপ করার পথ ও সহিহ পদ্ধতি ;)

সারা রাস্তা লোকাল চলেও ভাড়ার সময় ডাইরেক্ট ভাড়া ! নিত্যদিনের ক্যাচাল!
ষ্টুডেন্ট ভাড়া নিয়া হুলুস্থুল!

আহা! জীবন!

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

তারেক_মাহমুদ বলেছেন: সঠিক বলেছেন বিদ্রোহী ভৃগু ভাইয়া, এটা আমার লোকাল বাস সিরিজের ২য় লেখা ওসব ক্যাচালের কথা প্রথম লেখায় আছে । লিংক দিচ্ছি। Click This Link

১১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: অনতি বিলম্বে সকল জাতীয় পত্রিকায় এ লেখা ছাপা হোক!

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

তারেক_মাহমুদ বলেছেন: হা হা তাই নাকি? ধন্যবাদ প্রান্ত অনেক শুভকামনা ও ভালবাসা।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭

কাছের-মানুষ বলেছেন: লোকাল বাস এবং লেগুনার একই দশা ঢাকায়। অতিরিক্ত যাত্রি নেয়, লোকাল বাস অথচ ভাড়া রাখে সিটিং সার্ভিসের। আমার দুটি মোবাইল বাস থেকে পকেটমার হয়েছিল। ঢাকার ট্রান্সপোর্টেশন আরো উন্নত হওয়া দরকার।
ভাল লাগল আপনার লেখা।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

তারেক_মাহমুদ বলেছেন: ইস ভাই কাছের মানুষ, আপনার জন্য দুঃখ হচ্ছে,আমারো একবার পকেট থেকে ৮ হাজার টাকা খোয়া গেছে। মোবাইল খোয়া যাওয়ার কষ্টটা একটু বেশি কারণ এখন মোবাইল মানে শুধু ফোন নয় অনেক কিছু। অনেক ধন্যবাদ কাছের মানুষ ভাই।

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০

ঢাবিয়ান বলেছেন: পোস্টে প্লাস

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ এবং ভালোলাগার জন্য ধন্যবাদ ঢাবিয়ান ভাই।

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। নিত্যদিনের ঘটনা।
এখন তাহলে কাগজের সাথে চকলেটও দেয়া হয়! আমি দেশে থাকতে শুধু কাগজই দিত।

তবে ভাই একটা দুঃখবোধের কথা বলি। যখন শিক্ষিত ছেলেগুলোকে 'স্পোকেন ইংলিশ' বা মাল্টিপল চার্জাার কিংবা গ্যাস লাইটারের জন্য বক্তব্য দিতে দেখি তখন খুবই খারাপ লাগে। এই দেশে জন্ম নিয়ে ওরা চাকুরিও পাচ্ছে না আবার বাসে বাসে হাসির পাত্র-ও হচ্ছে...

০১ লা মে, ২০১৮ সকাল ৯:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: হুম তালগাছ ভাই এখন নোংরা কাগজের সাথে একটা করে চকলেট দেওয়া হয়,আরো কত রকম ফকির আর ফেরিওয়ালা আছে তা বলে বোঝানো যাবে না। ধন্যবাদ।

১৫| ০১ লা মে, ২০১৮ সকাল ৮:৩২

সৈয়দ তাজুল বলেছেন: তাকে সেই সুযোগ দেইনি তারেক ভাই। ;)

সাথেসাথেই সব কিছু পরিবর্তন করে দিয়েছি। =p~

০১ লা মে, ২০১৮ সকাল ৯:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: আমার অফিসের এক সাবেক কলিগের চুরি যাওয়া মোবাইল থেকে ফোনবুকের সবাইকে এসএমএস পাঠিয়ে বলা হয়েছিল, আমি খুব বিপদে পড়েছি ২০০টাকা বিকাশ করেন। বেশ কয়েক জন বিকাশ করেছিল, এভাবেই চারিদিকে প্রতারকরা ওত পেতে বসে আছে। ধন্যবাদ তাজুল ভাই।

১৬| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৫০

এজাজ ফারিয়া বলেছেন: ভিন্ন ধাঁচের সুন্দর লেখা!

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ফারিয়া আপু পাঠ এবং মন্তব্যের জন্য, অনেক শুভকামনা আপনার জন্য।

১৭| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:০৬

এজাজ ফারিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৪১

তারেক_মাহমুদ বলেছেন: আপনার ব্লগবাড়িতে গিয়েছিলাম সময়ের অভাবে লেখা পড়তে পারিনি, আবার গিয়ে পড়ে আসবো, পুনরায় ধন্যবাদ আপুনি।

১৮| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:০২

নীহার দত্ত বলেছেন: বন্ধু তুই লোকাল বাস রে ! তুই লোকাল বাস !

১৯ শে মে, ২০১৮ রাত ৩:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: হুম লেখাটি প্রথমে এটাই শিরোনাম দিয়েছিলাম, মন্তব্যের জন্য ভালবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.